নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

চারণ সাংবাদিক

৩১ শে আগস্ট, ২০২৫ দুপুর ১:২৬

চারণ সাংবাদিক বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয় যারা স্বপ্রণোদিত হয়ে নাগরিক সাংবাদিক হিসেবে মাঠে কাজ করেন। গবাদিপশু যেমনি খাদ্য সংগ্রহের জন্য বিস্তীর্ণ চারণ ভূমি বা মাঠে বিচরণ করে থাকে।স্তুতিগায়কও চারণ কবি হিসেবে স্বীকৃতি পেয়েছেন তৃণমূল পর্যায়ে বিস্তৃতি ঘটিয়ে। চারণ সাংবাদিক এমন একজন আদর্শ বা ব্যাপকভাবে গণমাধ্যম কর্মী যারা মফস্বল এলাকায় অর্থাৎ প্রত্যন্ত অঞ্চলে বিচরণ করে থাকেন। কৃষকের সুখ দুঃখ, গ্রামের মানুষের সংকট সম্ভাবনা, প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ দূষণ, সামাজিক নিরাপত্তা, গ্রামের সাধারণ মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনা। প্রকৃতি , পরিবেশ, গাছপালা, নদী নালা, রূপ বৈচিত্র্য প্রাণ বৈচিত্র্য, তৃণমূল পর্যায়ের মানুষের আঞ্চলিক ভাষা সংস্কৃতি, কৃষিনির্ভর চাষাবাদের লাভ ক্ষতি, স্বাবলম্বী হওয়ার প্রেরণা, অবকাঠামো উন্নয়ন স্বাস্থ্য শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক, গ্রামীণ খেলাধুলা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাথে সম্পৃক্ততা বৃদ্ধি, জন নিরাপত্তা। মানুষের ক্যারিয়ারের উন্নয়ন, চারু ও কারুকলা শিল্পের সমস্যা সম্ভাবনা, সাধারণের কর্ম ও জীবনমুখী শিক্ষা , ধর্মীয় ও নৈতিক শিক্ষায় সচেতনতা বৃদ্ধি, বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ, মাছ , হাঁস মুরগি ও গরু ছাগল ও পশু পাখির যথাযথ পালন, চিকিৎসা সচেতনতা বৃদ্ধি, সমবায় ও যথাযথ জ্ঞানের মাধ্যমে পূঁজি গঠন ও বিনিয়োগ, বিনোদন বন ও বণ্যপ্রাণী সংরক্ষণ, সভ্যতা , মানবিক গুণাবলী গঠনে উদ্বুদ্ধ করা, জমি জমা নিয়ে ঝগড়া ফ্যাসাদ এড়িয়ে যেতে সুষ্ঠু ও যথার্থ প্রতিবেদনের মাধ্যমে সংকট নিরসন কল মানবিক সমাজ গঠন, বাজারে পণ্যের যথাযথ বিপণন, বিদ্যুৎ সুবিধা অসুবিধা , অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা , স্বাস্থ্য সুবিধাবঞ্চিতদের সুবিধার আওতায় আনতে প্রতিবেদন লিখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ, ধর্ম বর্ণ লিঙ্গ নিয়ে বিভ্রান্তি নিরসনসহ হাজারো সমস্যা সম্ভাবনা তুলে ধরাই চারণ সাংবাদিকের কাজ। আমাকে অনেকেই চারণ সাংবাদিক বলেন এবং চারণ সাংবাদিকতা কি বুঝতে ও জানতে চান তাই এই লেখায় সামান্য কিছু তুলে ধরার চেষ্টা। সময় সুযোগ পেলে ধারাবাহিক লেখার চেষ্টা করবো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.