![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাগরিক সাংবাদিকতা বুঝলে সহজ না বুঝলে জটিল। নাগরিক সাংবাদিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠার হাতিয়ার একটি মোবাইল। অনলাইন ডিজিটাল যুগে কাগজ কলম কালি দিয়ে লিখে সংবাদপত্রের চিঠিপত্র সাহিত্য অর্থাৎ খোলা পাতায় নাগরিক লেখক ক্রিয়েটর হিসেবে খামে ভরে ছবিসহ উপস্থাপন করা যেত তেমনি এখন মোবাইল দিয়ে উপরোক্তের সমষ্টি প্রকাশ করা যায় ভিডিওসহ কনটেন্ট। লেখক হিসেবে উপস্থাপন এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সাংবাদিক শুধু নয় বিজ্ঞান প্রযুক্তি হারিয়ে যাওয়া ঐতিহ্য সংস্কৃতি কৃষ্টি সভ্যতা নতুন করে যুক্ত হওয়া ও আগামী সময় ভাবনা পাওয়া না পাওয়া সময় চলে যাওয়া রয়ে যাওয়া টেনে আনা স্থির চিত্র ভিডিও সংরক্ষণ উপস্থাপন বা প্রদর্শন অথবা ড্রাইভে রেখে দিয়ে যথা সময়ে উপস্থাপন নাগরিক সাংবাদিকতার প্লাটফর্মে নাগরিক সাংবাদিক হিসেবে সাংবাদিক মিডিয়ার ঐতিহ্য উন্নয়ন সুনাগরিকের দায়িত্ব কর্তব্য। ধরে রাখা যেকোন বিষয় মোবাইল স্ক্রিনে প্রকাশ নাগরিক সাংবাদিকতা হলো পেশাদার সংবাদসংস্থা সংবাদপত্র টেলিভিশন রেডিও অনলাইন পোর্টাল সংশ্লিষ্ট সাংবাদিক নন কিন্তু রাষ্ট্র দেশ দেশ জাতির কল্যাণে নিজেকে সম্পৃক্ত করা। গণমাধ্যমের বিকাশ গণযোগাযোগ আন্তর্জাতিক পরিমন্ডলে একটি চেইন গড়া যা বিশ্ব মানবতার প্রতীক হয়ে উঠতে পারে। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমেরিকা ইউএসএ ইউরোপ লন্ডন অষ্ট্রেলিয়া কানাডা আফ্রিকা এশিয়া অঞ্চলের প্রতিটি নাগরিক সাংবাদিক সহায়ক মানবাধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন। রাষ্ট্র পরিচালনায় প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রী আমলা সাংবাদিক সাহিত্যিক কবি লেখক আইনজীবী ডাক্তার বিজ্ঞানী শিল্পী নির্মাতা ধর্ম প্রচারক রাজনৈতিক দলের নেতা কর্মী অর্থাৎ পৃথিবীর সকল কমিউনিটির সকল ভাষার নাগরিক হতে পারেন নাগরিক সাংবাদিক। এক্ষেত্রে নিজ নিজ দেশের সংবিধান ও সরকারি নীতিমালাকে অনুসরণ করা উচিত। কারো দ্বারা প্রভাবিত হয়ে ব্যক্তি স্বার্থে মনগড়া মিথ্যা তথ্য বানোয়াট বিকৃত শব্দ উপস্থাপন নাগরিক সাংবাদিকতা নয় বরং দেশ রাষ্ট্র সরকার অর্থাৎ জনগণকে শত্রু। সংবিধান সরকার অর্থাৎ রাষ্ট্র ও জনগণের সেতুবন্ধন সংবিধান ও সরকারকে ক্ষতিগ্রস্ত করা মানে আন্তর্জাতিক কমিউনিটির শত্রু। নাগরিক সাংবাদিক হিসেবে এই শত্রুদের এড়িয়ে চলাই উত্তম এবং প্রমোশন বা দিলে একসময় বাধ্য হয়েই সরকারের অনুগত হবে এরপরও সংশোধন না হলে নাগরিক সাংবাদিক হিসেবে তাদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ হয়ে মিডিয়ায় তাদের এনিমি কার্যক্রম প্রকাশ করার প্রয়োজন পড়তে পারে যা ভাবা অস্বাভাবিক নয়।
©somewhere in net ltd.