| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে এককভাবে উপস্থাপন এনালগ সময়ে নিতান্তই মামুলি বিষয় ছিল না। মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠায় টিমের প্রয়োজন হতো। সম্পাদক কলাকুশলী প্রযোজক পরিচালক অর্থাৎ স্টাফদের সমন্বয়ে একক মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে জানান দেয়া ছাড়া গত্যন্তর ছিল না। ডিজিটাল সময়ে ইন্টারনেট প্রযুক্তির সহায়তায় অ্যাপস বদৌলতে একক জানান দেয়ার মাধ্যম হওয়ায় নতুন সময় নতুন যুগের সূচনা বলা অমূলক নয়। টেলিভিশন রেডিও অনলাইন মিডিয়ায় ছবি সংবাদ অডিও ভিডিও কনটেন্ট রিল চলচ্চিত্র মঞ্চ সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশের ধারাবাহিকতায় কম্পিউটার ল্যাপটপ সমষ্টি হিসেবে মোবাইল প্রযুক্তিতে সংযোজিত হয়ে ক্রিয়েটর ও ইউজার ভিজিটরের এক সমন্বয়ের মূলে এসে মেধা মনন যোগ্যতা বিচক্ষণতা দক্ষতা মনোজগত উন্নত করেছে। স্মার্ট সিটিজেন তার মেধা সমন্বয় সাধন করে স্ব স্ব কমিউনিটির বাইরে গিয়ে পৃথিবীতে প্রতিভার নজির স্থাপন করতে পারেন। মহাকাশ স্যাটেলাইট অর্থাৎ আকাশ সংস্কৃতির প্রভাবে প্রভাবিত হয়ে আকাশে জলে স্থলে অর্থাৎ পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া পৃথিবীর সকল কমিউনিটিতে দর্শক শ্রোতাদের মন ছুঁয়ে দিয়ে মিডিয়া ব্যক্তিত্বের প্রতিচ্ছবি তুলে ধরেন। একজন রিলস ক্রিয়েটর পৃথিবীর সকল ভাষার সংগীত তুলে ধরে যেমনি সুপারস্টারের সক্ষমতা তুলে ধরেন তেমনি একজন ক্রিয়েটর অপারেটর মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে প্রভাব ও অনুপ্রেরণা উৎস হতে পারেন। চলচ্চিত্র সংশ্লিষ্ট, রাজনৈতিক এক্টিভিস্ট, সমাজ সংস্কারক, গেম নির্মাতা, গেম ক্রিড়াবিদ, সরকারের দায়িত্বপালনকারী দক্ষ ব্যক্তিত্ব, বিজ্ঞানী , আ্যপস ক্রিয়েটর ব্যবহারকারী, সাংবাদিক, লেখক অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ নাগরিক সুনাগরিক কমিউনিটির মানুষের মন জয় করে বহির্বিশ্বে দর্শক শ্রোতাদের মন জুগিয়ে মিডিয়া ব্যক্তিত্ব প্রদর্শন করতে সক্ষম। যদিও এজন্য আলাদা আলাদা কমিউনিটির বৈশিষ্ট্য ব্যবহারকারীর কৌশল আয়ত্তে আনতে হয়। এজন্য অবশ্যই ইউজার অর্থাৎ মিডিয়া ব্যক্তিত্বকে রাষ্ট্র দেশ সরকার সংবিধান বিষয়ে ধারনা রাখেন যা মিথস্ক্রিয়ার অংশ যা যথাযথ যথার্থ ভাষা বাক্য ও শব্দ প্রয়োগ দক্ষতার অংশ।
©somewhere in net ltd.