| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিডিয়া ব্যক্তিত্ব প্রতিষ্ঠায় বরং সাম্যের সমাজ গঠনে পাবলিক থেকে নাগরিক, নাগরিক থেকে সুনাগরিক, নাগরিক সাংবাদিক প্লাটফর্মে অবদানকারী যে কেউ মিডিয়া ব্যক্তিত্ব। কেউ কারো দ্বারা প্রমোশন পেয়ে মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া সেলিব্রিটি মিডিয়া বিখ্যাত অর্থাৎ স্ব স্ব প্লাটফর্মে প্রতিষ্ঠিত হন। একজন সাংবাদিক যেমনি সমাজের মানুষকে সত্যের মুখোমুখি করেন। কেউ মানুষ হয়ে বুঝেন আবার কেউ সুবিধাবাদী সুবিধাভোগী সরকারি অর্থ আত্মসাৎ নারী পুরুষে বিভক্ত দেখিয়ে পুরুষ হিসেবে বড় করে দেখে নারী শক্তির অবমাননা ঘৃণা ছোট করার প্রয়াস ধর্ম বর্ণ সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে অবজ্ঞা উপহাস অর্থাৎ সমাজে নানান কাজে মানুষের মর্যাদায় আঘাতকারী, দেশদ্রোহী ইতিহাস বিকৃতিকারী কখনোই মানুষের কাতারে আসে। সাংবাদিক হিসেবে নাগরিক হিসেবে উপরোক্তদের প্রমোশন দেন ভিলেন চরিত্রে। সত্যের পক্ষে যেমনি মানুষ আছেন তেমনি মিথ্যার পক্ষেও থাকে । এই শ্রেণীর ভেদাভেদ ছিল আছে থাকবে হয়তো। বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন। রাষ্ট্রের বেসমেন্ট স্বাধীনতা যার ভিত্তি রচনা করে গেছেন স্থপতি রূপকার ক্রিয়েটর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ডিজিটাল বাংলাদেশ স্মার্ট নাগরিক বিষয়ে উপলব্ধি যথার্থতা মূল্যায়ন তাৎপর্য ভাষা সংস্কৃতি সংগীত সুর তথ্য স্যাটেলাইট সুপারহিউম্যান সুপারস্টার, ইন্টারনেট ব্যক্তিত্ব ক্রিয়েটর আরো যত উন্নত প্রযুক্তির সমষ্টি ইন্টারনেট প্রযুক্তির পারসোনালিটি উপলব্ধি থাকতে হবে। ত্রিশ লক্ষ শহীদ দুই লাখ মা বোনের ইজ্জত বাঙালি জাতির ইতিহাস অবজ্ঞা বৈষম্যের শিকার যেমনি ইতিহাসের গৌরবগাথায় যুক্ত করে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করেছেন যিনি তিনি মানবিক মানুষ। ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ রূপকার যিনি তার যোগ্যতা বিচক্ষণতা যারা বুঝতে ব্যর্থ বা ভুল ভাবে বা উল্টো পথে চলেন তিনি কখনোই মানুষের কাতারে আসতে ব্যর্থ। মানুষ নিজ নিজ দেশে সরকার দ্বারা পরিচালিত অর্থাৎ এই মানুষ দ্বারা পরিচালিত। মিডিয়া ব্যক্তিত্বরা উপরোক্ত সত্য মিথ্যা বিশ্লেষণ উপলব্ধি পাঠক দর্শক শ্রোতা শুভানুধ্যায়ীদের সামনে তুলে ধরেন। যা সাম্যের সমাজ গঠনে ভূমিকা পালন করে একপর্যায়ে নায়ক হিসেবে উপস্থাপন করেন। পাবলিক থেকে নাগরিক, নাগরিক থেকে সুনাগরিক, নাগরিক সাংবাদিক প্লাটফর্ম এনালগ থেকে ডিজিটাল। সোস্যাল মিডিয়া অনলাইন ইন্টারনেট বদৌলতে হাতের মুঠোয় মোবাইলে। রেডিও টেলিভিশন পত্রিকা ম্যাগাজিন সবই মোবাইল ল্যাপটপ কম্পিউটারের। ইউজার হিসেবে সত্য ইতিহাস মিথ্যা তথ্য উপলব্ধি ইউজারের।
©somewhere in net ltd.