নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

সুপারহিউম্যান নাগরিক বা সুপারহিউম্যান সিটিজেন বলতে

১১ ই অক্টোবর, ২০২৫ সকাল ৭:২৭

সুপারহিউম্যান নাগরিক বা সুপারহিউম্যান সিটিজেন বলতে ইন্টারনেট প্রযুক্তি বিষয়ে অবগত এবং অপারেটর ক্রিয়েটর হিসেবে অবদানকারী বুঝি। আমার এই ক্যাটাগরি নির্বাচন অনেককে অর্থাৎ ভার্চুয়াল জগতে যাদের পরিচিতি কিংবা পদচারণা কম তারা হয়তো স্পাইডারম্যান বুঝতে পারে যিনি মানুষের উপকার করে মানবিক হিরো বা সুপারস্টার বা পৃথিবীর নানা দেশে চলচ্চিত্রে এমন ধরনের ব্যক্তিত্বের কর্মকাণ্ড মাধ্যমে দর্শক শ্রোতাদের মন ছুঁয়েছেন। কখনো বীর হিসেবে কখনো মানবিক হয়ে কখনো ভিলেন প্রতিহত করে কখনো সাংবাদিক রক্ষায় সিটি রক্ষায় কমিউনিটি রক্ষায় নিবেদিত। রাষ্ট্র দেশ সরকার বেকায়দায় পড়লে কমিউনিটির প্রাণ সম্পদ রক্ষায় সুপারহিউম্যান চরিত্র আগামী সময়ের প্রতিচ্ছবি তরুণ যুবক সমাজের বার্তা বাহক। গ্লোবাল পৃথিবীতে ইন্টারনেট প্রযুক্তি বদৌলতে একজন ইউজার যেমনি সংগীত সংবাদ ছবি অডিও ভিডিও কনটেন্ট নির্মাণ করে আবার কেউ নিজ নিজ ক্যাটাগরি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী রাজা রাণী মন্ত্রী এমপি ক্যাটাগরি, রাজনৈতিক দলের নেতা এক্টিভিস্ট বিজ্ঞানী দার্শনিক জ্যোতির্বিদ চিকিৎসক চিন্তাবিদ লেখক কবি সাহিত্যিক শিল্পী আর্টিস্ট ব্লগার পরিবেশকর্মী আমলা প্রশাসক স্থল জল আকাশ রক্ষাকারী জেনারেল থেকে সৈনিক অর্থাৎ সকল শ্রেণী পেশার মানুষ নিজেকে পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ আমেরিকা ইউএসএ ইউরোপ লন্ডন কানাডা অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া অর্থাৎ নির্দিষ্ট গন্ডিতে থেকে সমগ্র বিশ্বে নিজের কর্মকান্ড মেলে ধরেন। মিডিয়া সেলিব্রিটি মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া ইনফ্লুয়েন্সার মিডিয়া পার্সন ফেমাস সিটিজেন ফেমাস জার্নালিস্ট বিখ্যাত নাগরিক সাংবাদিক ওয়ার্ল্ড ফেমাস রিলস সুপারস্টার বিখ্যাত নাগরিক সুপারস্টার সাংবাদিক লেখক সাংবাদিক রিল সুপারস্টার রিল ক্রিয়েটর আরো যত ক্যাটাগরি আছে কর্মকৌশল ও কর্মগুণ তুলে ধরেন। একজন যোগ্য ইউজার সুপার হিউম্যান হিসেবে অভিপ্রায় অভিব্যক্তির বহিঃপ্রকাশ জানান দেয়া অসম্ভব নয়। ডিজিটাল যুগে স্মার্ট নাগরিক প্রতিষ্ঠা ইন্টারনেট বিজ্ঞান প্রযুক্তির অংশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.