নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

মিডিয়া ব্যক্তিত্ব পেশাদার কমিউনিটির মত অপেশাদার

১৩ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৪০

মিডিয়া ব্যক্তিত্ব পেশাদার কমিউনিটির মত অপেশাদার হিসেবে সোস্যাল মিডিয়ায় ব্যবহারকারী হিসেবে নিজের অবস্থান ক্রিয়াকলাপ কার্যক্রম অংশগ্রহণ অর্থাৎ ক্রিয়েটর হিসেবে জানান দিতে পারেন। রেডিও টেলিভিশন সংবাদপত্র ম্যাগাজিন অনলাইন পোর্টাল রিল চলচ্চিত্র যেখানে একজন মিডিয়া ব্যক্তিত্বকে তার প্রতিষ্ঠানের কর্মী রিপোর্টার প্রতিনিধি স্টাফ সম্পাদক চলচ্চিত্র রেডিও টেলিভিশনে পরিচালক প্রযোজক শিল্পী আর্টিস্ট কলাকুশলী প্রমোশন দেন। সোস্যাল মিডিয়ায় উপরোক্তের সমষ্টি একক শক্তিতে ব্যক্তি সমষ্টির একক রূপে নিজেকে উপস্থাপন সুযোগ আছে। সংবাদপত্র টেলিভিশন রেডিও অনলাইন মিডিয়ায় মডারেটর ডেভেলপার এডিটিং পোষ্ট ক্রিয়েশন ডোমেইন হোস্টিং পরিচালনা অর্থাৎ লোকবল দক্ষতা সকলের সমন্বয়ে ভিন্ন ভিন্ন ক্যাটাগরি কনটেন্ট ক্রিয়েটর এবং দর্শক শ্রোতা ভিজিটর উপস্থিতি প্লাটফর্মে ব্যক্তির ক্রিয়া। বিনোদন তথ্য প্রযুক্তির ব্যবহার গণযোগাযোগ সমৃদ্ধ উন্নত জাতি উন্নত পৃথিবী বিখ্যাত ব্যক্তিত্ব হিসেবে লোগো ব্র্যান্ডিং সক্ষমতা শব্দ ভাষা সংস্কৃতি সংগীত সুর লেখা ছবি অডিও ভিডিও টেক্সট বাক্য গঠন অব্যহত বিনোদন মিথস্ক্রিয়া পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম আমেরিকা ইউরোপ কানাডা অস্ট্রেলিয়া আফ্রিকা এশিয়া মহাদেশ দেশ ভয়েস মাত্রা গঠন উপাদান বাক্য সমষ্টি হয়ে বিস্ফোরণ বিস্মৃতি ঘটিয়ে মানুষকে মানবতা মানবিকতা পরমতসহিষ্ণুতা সত্য বলার সাহস গুণাবলীর সমষ্টি হয়ে মহা শক্তির প্রকাশ সোস্যাল মিডিয়ার একজন ইউজার সৃষ্টি এবং কাঠামো গঠন যেমনি একজন রিলস সুপারস্টার, রিলস ক্রিয়েটর, সাংবাদিক প্রভাবক সিটিজেন জার্নালিস্ট হিসেবে কোটি কোটি মানুষের সামনে নিজেকে দৃশ্যমান হিসেবে ভিজিটর মিথস্ক্রিয়া সেলিব্রিটি পারসোনালিটি গড়ে তুলতে সহায়ক। একজন লেখক যেমনি লেখাকে সমৃদ্ধ গাঁথুনিতে এনে লেখক ব্যক্তিত্বের অধিকারী হন। মিডিয়ায় ভিন্ন ভিন্ন ক্যাটাগরি কনটেন্ট ক্রিয়েটর ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.