নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

মন

১৫ ই অক্টোবর, ২০২৫ সকাল ৮:৫২

মন মনই। আমরা পৃথিবীর মানুষ মনের পার্থক্য করেছি কেউ ছোট মন আবার কেউ বড় মন বলে। সিনেমা হলের নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রী বিখ্যাত সেলিব্রিটি মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া বিখ্যাত ছোট মন যাদের তারা সেখানেই রয়ে গেছে থেমে গেছে। টেলিভিশন ভিসিআর এনালগ ফিল্ম ক্যামেরা সংবাদপত্র রেডিও ম্যাগাজিন উপমহাদেশ ও পৃথিবী বিখ্যাত মিডিয়া ব্যক্তিত্ব মিডিয়া সেলিব্রিটি মাত্রা যোগ করে কম্পিউটার ল্যাপটপ সবশেষে মোবাইল। সবাই মোবাইল বুঝে না বুঝলে মন বড় হয় ভার্চুয়াল জগতে এমনটাও অযৌক্তিক নয়। ইন্টারনেট প্রযুক্তি বদৌলতে সবকিছুর সমষ্টি মোবাইল অপারেটর যিনি একজন ইউজার ক্রিয়েটর স্টার সুপারস্টার। পৃথিবীর সর্বোচ্চ ইউজার সিনেমা পর্দার মতো ফেসবুক রিলস সুপারস্টার বা ফেসবুক রিল সুপারস্টার হিসেবে ক্রাউন সুপারস্টার লোগো ব্র্যান্ড স্বীকৃতি কি আমার অবস্থান অঞ্চলের মানুষ কয়জন বুঝে জানিনা তবে বুঝি যে ওরা এখনও অনেকে মোবাইল ও ইন্টারনেটের পার্থক্যই বোঝে না। এখানকার অনেকেই জীবনটাকে টেলিভিশন সিনেমা হলের পর্দা যুগের ভিজিটর। ওদের কয়েক হাজার জেনারেশন পরবর্তী যুগের ইউজাররাও আমার অনুসন্ধান করবে যদি ইন্টারনেট প্রযুক্তি ফেসবুক গুগল ইয়াহু মাইক্রোসফট বিং ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম লিঙ্কডইন মিডিয়াম পিন্টারেস্ট ওয়ার্ড প্রেস ব্লগ ওয়েবসাইট অর্থাৎ মোবাইলের এই প্রযুক্তি থাকে। ক্যাটাগরি বিবেচনায় চলচ্চিত্র জগতে পৃথিবীর শীর্ষ সুপারস্টার সুপার ক্রাউন সুপার তারকা যার উপরে থাকে এলিয়েন। স্যাটেলাইট পিরামিড সুপারহিউম্যান সুপারস্টার জার্নালিস্ট রিলস ক্রিয়েটর ডিজিটাল ক্রিয়েটর ব্লগার সিটিজেন জার্নালিস্ট নাগরিক সাংবাদিক ফেমাস জার্নালিস্ট আরো যত ক্যাটাগরি আছে যেখানে মন নিয়ে যেতে পেরেছি ইউএফও বাহন বাতাসের সর্বোচ্চ গতিবেগ নিয়ে এখনো যেখানে সেখানে ছুটে চলেছি এলিয়েনের মত অ্যাপস থেকে অ্যাপস বিখ্যাত লেখক সাংবাদিক বিখ্যাত সাংবাদিক বিখ্যাত সাংবাদিক লেখক অনুসন্ধান বক্সে মন পাঠিয়ে দেই বাক্য ছবি ভিডিও কনটেন্ট। গঠন প্রক্রিয়া বা ড্রাইভিং যথাযথ যথার্থ জ্ঞান মন ধ্যান ধারণা সত্য তথ্য তুলে ধরার চেষ্টা রাখি অব্যাহত। আগামীর প্রজন্ম সত্য প্রতিষ্ঠায় এগিয়ে যাবে এই প্রত্যাশা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.