নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

citizen journalist

মনোনেশ দাস নাগরিক

মনোনেশ দাস নাগরিক › বিস্তারিত পোস্টঃ

ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল প্রযুক্তির যুগে এক অধ্যায়

১৭ ই অক্টোবর, ২০২৫ সকাল ৯:৩৪

ডিজিটাল ক্রিয়েটর ডিজিটাল প্রযুক্তির যুগে এক অধ্যায়। ডিজিটাল ক্রিয়েটর হিসেবে বিশ্ববাসীর সামনে আনা এখন মুহূর্তের বিষয়। ডিজিটাল ক্রিয়েটর নির্ভর করে ডিজিটাল ইউজার ক্রিয়েটর রিল ক্রিয়েটর আ্যপস ক্রিয়েটর ব্লগার অর্থাৎ ক্রিয়েটর নানান ক্যাটাগরি। এনালগ সময়ে অনেকের সমন্বয় ছাড়া যেমনি ক্রিয়েটর হওয়া অসম্ভব ছিল ডিজিটাল যুগে তা একক হিসেবে ডিজিটাল ক্রিয়েটর প্রতিষ্ঠিত করা সম্ভব হয়েছে। ডিজিটাল ক্রিয়েটর হোক বা এনালগ ক্রিয়েটর নিজেকে গড়তে চাইলে ইউজার মন গড়া চাই সর্বাগ্রে। আমার এলিয়েন মন এনালগ যুগে যা ছিল ডিজিটাল যুগে এসে তাই আছে। সমাজে চেনা জানা মানুষ অনেকের মাঝেই দেখি প্যাঁচ আর প্যাঁচ। মনের প্যাঁচ ছাড়ানোর চেষ্টা শরীর দিয়ে। শরীরের সক্ষমতা যতদিন ততদিন চলে দোর্দণ্ড প্রতাপ। ক্ষয়িষ্ণু দেহের বয়স যত বাড়ে শক্তি তত কমতে থাকে। যথাসময়ে মন ধ্যান জ্ঞান অর্জন না হলে অশিক্ষা কুশিক্ষা অজ্ঞতা বাসা বাঁধে। এই সমাজের মানুষ ইউএফও কি এলিয়েন কি কয় জনে বুঝে তাও জানিনা। গাড়ি একটি শরীর ড্রাইভার যার চালক। গাড়ি চালাতে হয় মন দিয়ে যে চালাতে জানে তিনি এবিষয় নিশ্চয়ই জানে। যারা গাড়ি চালাতে জানে না তারা হয়তো ভাবে গাড়ি চলে দেহ অর্থাৎ হাত দিয়ে স্টিয়ারিং গিয়ার এবং পা দিয়ে ক্লাস ব্রেক কষে চালাতে হয় গাড়ি। তাই যদি হতো তবে সকলেই গাড়ি চালাতে পারতো। যার মনে গাড়ি চালানোয় মনের সংযোগ করতে পারে না তার দ্বারা গাড়ি চালানো অসম্ভব সাঁতার কাটার বিষয় ভিন্ন হলেও মনের সংযোগ ক্ষেত্রে একই। তেমনি ইন্টারনেট এবং এর সংযোগে পরিচালিত অ্যাপস ড্রাইভিং এর মতো। জানলে বুঝলে এবং মন স্থাপন করা গেলে ইউজার হিসেবে নিজেকে উপস্থাপন সম্ভব। মনের গঠন নির্ভর করে জ্ঞান প্রয়োগের সমষ্টির উপর। মনের সক্ষমতা জানান দেয় জ্ঞানের পরিধি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.