|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
অতিমানবীয় সেলিব্রিটি superhuman celebrity পৃথক দুটি শব্দ ভেঙে আলাদা বাক্য গঠন করে গুগলে প্রদর্শিত হয়েছে। অতিমানবীয় একটি চরিত্র বহনকারী এবং ব্যবহারকারী একক যিনি স্বাভাবিক মানুষের চেয়ে অনেক বেশি জটিল কঠিন বিষয়ের ব্যাখ্যা বিশ্লেষণ তাৎপর্য তুলে ধরেন। অতিমানবীয় সেলিব্রিটি বা ব্যক্তির একক শক্তির একটি স্বরূপ। অতিমানবীয় সেলিব্রিটি বা ব্যক্তিত্বের চরিত্র নানান প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকে। অতিমানবীয় রাইটার অতিমানবীয় সাংবাদিক অতিমানবীয় সুপারস্টার অতিমানবীয় রিলস সুপারস্টার অতিমানবীয় ক্রিয়েটর অতিমানবীয় নাগরিক অতিমানবীয় ব্লগার অর্থাৎ স্বত্ত্বার একক শক্তি পৃথক পৃথক ক্যাটাগরিতে ছড়ানো থাকে। মানুষের একটি চরিত্র যেমনি নানান ব্যক্তিত্বের প্রতিচ্ছবি।
 ০ টি
    	০ টি    	 +০/-০
    	+০/-০©somewhere in net ltd.