![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
বাংলাদেশে সংযোজিত কালো কাঁচের গাড়ী খারাপ, কিন্তু বিদেশে লাগানো কালো কাঁচের গাড়ি হালাল! কি নির্লজ্জ দ্বি-চারি এবং অনৈতিক বাংলাদেশের পারিবারিক গনতন্ত্র প্রণোদিত বকধার্মিক নীতিমালা !! ছি:!!!!!!!!!!!!!!
২| ১৩ ই মে, ২০১৪ সকাল ৯:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
দেশী বিদেশী সব অসচ্ছ কাঁচ অবস্যই অপসারন করতে হবে।
আরো কিছু করা দরকার।
গাড়ীওয়ালারা রিক্সা-সাইকেল সহ অযান্ত্রিক যান সহ্য করতে পারে না, আসে-পাসে রিক্সা সাইকেল থাকলে দামীগাড়ীর ইজ্জত থাকে নাকি! এগুলো যাতে কাছে ভীড়তে না পারে এজন্য গাড়ির সামনে-পিছে স্টিলের রেলিং লাগিয়ে অবৈধ রাস্তা দখল করে। কেউ কেউ সাইডেও লাগাচ্ছে!
হিসেব করুন একটি গাড়ির সামনে পিছনে মিলিয়ে দুই রেলিঙ্গে প্রায় ২ ফুট যায়গা দখল করে।
শাহাবাগ থেকে এয়ারপোর্ট রাস্তার ২০,০০০ গাড়ী 6.096 km রাস্তা অবৈধ দখল করছে (যা শাহাবাগ থেকে জাহাঙ্গির গেটের কাছাকাছি!) জানজট কি সাধে বৃদ্ধি পাচ্ছে?
৩| ১৩ ই মে, ২০১৪ সকাল ১০:৪৪
ফিলিংস বলেছেন: সকল ধরনের কালো কাচঁ অপসারন চাই। দেশের হোক বা বিদেশের ফিটিং।
দ্বি-চারি আচারনের জন্যই আমাদের দেশের আইন দু দিন পর আর কেউ মানে না।
৪| ১৩ ই মে, ২০১৪ সকাল ১০:৫৪
রাহাত লতিফ তৌসিফ বলেছেন: জাপানিদের দেখে শিক্ষা নিলে আর এই দ্বিচারী মনোভাব থাকত না। কাল কাঁচ অপসারণ ভালো সিদ্ধান্ত।
৫| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:০৫
হাসান বিন নজরুল বলেছেন: তীব্র গরমে কালোকাঁচ যাত্রীদের সুরক্ষা দেয়...সন্ত্রাসীদের সুরক্ষা কাচের চেয়ে অনেক বেশি দেয় প্রসাসন...তবে কি প্রসাসনই তুলে দেয়া উচিত??? একজন নগণ্যের অবুজ মনে এই প্রশ্ন জেগে উঠল
৬| ১৩ ই মে, ২০১৪ সকাল ১১:৩৩
ফিলিংস বলেছেন: হাসান বিন নজরুল ভাই - কালো কাঁচ তুলে সাদা কাঁচ দিতে পারবেন কিন্তু প্রশাসন তুললে শাসন করবেন কি দিয়ে ।
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০১৪ সকাল ৮:৫৭
এন ইউ এমিল বলেছেন: কালো কাচ না লাগানোর সিদ্ধান্ত ভাল কি মন্দ জানিনা,
সচ্ছ কাচ প্রশাসনকে কতটা সচ্ছতা দিবে সেটাও জানিনা,
তবে সব বিষয় বিদেশীরে সাথে মিলতে হবে এমন নয়,
বিভিন্ন কারনে একই বিষয় বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হতেই পারে।