![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
সত্যিই তো সিরিয়া থেকে জার্মানীর দুরত্ব গুগল সার্চ মোতাবেক (3,725.1 km) সিরিয়া থেকে সৌদি আরবের চেয়ে অনেক বেশী, প্রায় দ্বিগুণ (2,107.1 km)। তাছাড়া ভাষাবাদী, বর্ণবাদী, ধর্মবাদী.. ইত্যকার দুরত্ব তো আরো বেশী হবার কথা। তবু কেন মিডিয়াতে শুনি প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে হাজার হাজার আবাল বৃদ্ধ বণিতা সেখান থেকে দুরের ইওরোপের পথেই ভীড় জমাচ্ছে? এই ব্যাপারে সত্যনিষ্ঠ আত্ন-বিশ্লেষনমুলক লেখা কি তেমন চোখে পড়ছে মধ্যপ্রাচ্যের লেখকদের কলম থেকে? কারো চোখে তেমন লেখা পড়ে থাকলে একটু দয়া করে লিন্ক দিয়ে বাধিত করবেন, এই অনুরোধ করছি।
আসল ঘটনা কি?!!!!!
উদ্বাস্তু মানুষ যখন দায়ে পড়ে শরনার্থী হয় তখন তারা সাধারণত; বন্ধু প্রতীম পাশের দেশগুলোতেই আশ্রয় নিয়ে থাকেন। দুরপাল্লার অনিশ্চিত যাত্রার চেয়ে নিজেদের ভাষা, ধর্ম, খাদ্যাভ্যাসের সাথে মেলে এমন পরিচিত জনপদেই মানুষ আশ্রয় গ্রহনের চেষ্টা করে আগে, সেটাই স্বাভাবিক। এক্ষেত্রে ব্যতিক্রম কেন সেটা আরো বিস্তারিত ব্যাখ্যার দাবী রাখে বলে মনে হয়, নয় কি?!
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
মাঘের নীল আকাশ বলেছেন: @ মামু১৩ - তারপরও ইউরোপ কেন?
৩| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৫০
অেসন বলেছেন: বন্ধু প্রতীম পাশের দেশগুলোকেও নিরাপদ ভাবতে পারছে না। তাই স্থায়ীভাবে বসবাসের জন্যে দুরের ইউরোপকে
বেছে নিয়েছে। মধ্যপ্রাচ্যের কোন দেশই এখন আর স্বপ্নের দেশ না।
৪| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৭
উরনচণ্ডী বলেছেন: মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাকে অস্থিতিশীল কারার কাজে যে উন্নত বিশ্বে একযোগ কাজ করেছে সেই উন্নত বিশ্বকেই এখন জলে, স্থলে ও অন্তরীক্ষে এক বিশাল মানব স্রোতকে সামাল দিতে হিমসিম খেতে হচ্ছে। একেই বলে ধর্মের কল বাতাসে নড়ে।
৫| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:১০
৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১২:৪৫
AnirbanIslam বলেছেন: সবাই চায় একটা নিরাপদ আশ্রয় চিরস্থায়ীভাবে
৭| ০৫ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫২
নতুন বলেছেন: Its all Good Business...
আরবরা এই সংকটে কোন রেফিউজিদের আশ্রয় দেয়া নাই। দিচ্ছে ইউরোপ.. তাদের জনগনও সমথ`ন দিচ্ছে... কিন্তু আরবরা কিন্তু চাচ্ছে না।
আর তেলের জন্য ইরাক যুদ্ধ... লিবিয়া..এখন সিরিয়া...
আর যুদ্ধ খুব ভাল ব্যবসা... তাই যুদ্ধ বন্ধ হলে আমেরিকার সমস্যা... বড় লস হয়ে যাবে..
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:২৯
মামু১৩ বলেছেন: ইউরোপের মানবিকতার অন্যরূপও আছে। লিবিয়াকে স্হায়ীভাবে অস্হিশীল করার জন্য গাদ্দাফী বিরোধী অভিযানে ইউরোপ মহা আনন্দে বম্বিং করেছে। সিরিয়ার ধর্ম নিরেপেক্ষ আসাদকে হটাতে মৌলবাদীদের অব্যহত সহায়তা দিয়ে যাচ্ছে। ----আমাদের কথা কি বলব, এই সেই দিনও একজন বৃটিস জঙ্গী ধরা পরল, পূর্বের মতই তাকেও যথারীতি ছেড়ে দেওয়া হবে।