![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
জীবনে খুব বেশী বই উপহার পাইনি, তাই সবগুলোই খুব মনে আছে। একটা ছিলো শওকত আলীর 'উত্তরের খ্যাপ' । আজ লেখক শওকত আলীর প্রয়াণে সে কথা মনে আবার পড়লো (একটা দীর্ঘশ্বাসও কি বোনাস হিসেবে পড়লো না?)! প্রিয় উত্তরবংগে খেপ মারতে আমারো খুব ভালো লাগে (যদিও সে সুযোগ কালে-ভদ্রে জোটে)। বইটা নিয়ে সেলুলয়েডেও 'বই' হয়েছিলো। নীচের লিংকের ভিডিওর টাইম লাইন ১২.৩৬-এ যখন হেলপার বলে ওঠে; "ওস্তাদ, বগুড়া আইসা পড়ছে", আট হাজার মাইল দুর থেকেও ঠিকই নষ্টালজিক হয়ে যায় অনুভবের কোন এক অজানা তন্ত্রী। জননী, জন্মভুমিশ্চ স্বর্গাদপী গরিয়সী বলে কথা! লেখক শওকত আলীর অনন্ত যাত্রা আনন্দময় হো'ক।
২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২১
মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি দারুণ লিখেন।
বেঁচে থাকলে আরও সুন্দর কিছু বই/গল্প/উপন্যাস পাওয়া যেত।
পরকালে শান্তিতে থকুন।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫
শামচুল হক বলেছেন: তার আত্মার শান্তি কামনা করি।
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮
করুণাধারা বলেছেন: উনি আমার প্রিয় লেখক। সর্বশেষ পড়েছিলাম তার দলিল নামের উপন্যাস।
৫| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৪
শায়মা বলেছেন: লেখক শওকত আলীর জন্য রইলো শ্রদ্ধা!
উত্তরবঙ্গ আমারও খুব ভালো লাগে।
৬| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭
খায়রুল আহসান বলেছেন: লেখক শওকত আলীর অনন্তযাত্রা আনন্দময় হোক! -- এ প্রার্থনায় শামিল হ'লাম।
ছোট্ট পোস্ট, কিন্তু ভাল লেগেছে।
৭| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২১
কাওসার চৌধুরী বলেছেন: তিনি নিভৃতচারী লেখক ছিলেন। বামঘরনার ছিলেন বলে অনেকের কাছে অপরিচিত ছিলেন। "উত্তরের খ্যাপ" নিঃসন্দেহে তাঁর শ্রেষ্ঠ রচনা। উনার আত্মার শান্তি কামনা করছি।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাঁর প্রদোষে প্রাকৃত জন পড়ে উনার ভক্ত হয়েছিলাম।
উনার পারলৌকিক মঙ্গল কামনা করছি।