নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত মানব

যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]

মুক্ত মানব › বিস্তারিত পোস্টঃ

লেখক শওকত আলীর অনন্ত যাত্রা আনন্দময় হো\'ক

২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪১

জীবনে খুব বেশী বই উপহার পাইনি, তাই সবগুলোই খুব মনে আছে। একটা ছিলো শওকত আলীর 'উত্তরের খ্যাপ' । আজ লেখক শওকত আলীর প্রয়াণে সে কথা মনে আবার পড়লো (একটা দীর্ঘশ্বাসও কি বোনাস হিসেবে পড়লো না?)! প্রিয় উত্তরবংগে খেপ মারতে আমারো খুব ভালো লাগে (যদিও সে সুযোগ কালে-ভদ্রে জোটে)। বইটা নিয়ে সেলুলয়েডেও 'বই' হয়েছিলো। নীচের লিংকের ভিডিওর টাইম লাইন ১২.৩৬-এ যখন হেলপার বলে ওঠে; "ওস্তাদ, বগুড়া আইসা পড়ছে", আট হাজার মাইল দুর থেকেও ঠিকই নষ্টালজিক হয়ে যায় অনুভবের কোন এক অজানা তন্ত্রী। জননী, জন্মভুমিশ্চ স্বর্গাদপী গরিয়সী বলে কথা! লেখক শওকত আলীর অনন্ত যাত্রা আনন্দময় হো'ক।

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৫৩

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তাঁর প্রদোষে প্রাকৃত জন পড়ে উনার ভক্ত হয়েছিলাম।
উনার পারলৌকিক মঙ্গল কামনা করছি।

২| ২৫ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:২১

মোঃ মাইদুল সরকার বলেছেন: উনি দারুণ লিখেন।

বেঁচে থাকলে আরও সুন্দর কিছু বই/গল্প/উপন্যাস পাওয়া যেত।

পরকালে শান্তিতে থকুন।

৩| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৫

শামচুল হক বলেছেন: তার আত্মার শান্তি কামনা করি।

৪| ২৫ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১:৪৮

করুণাধারা বলেছেন: উনি আমার প্রিয় লেখক। সর্বশেষ পড়েছিলাম তার দলিল নামের উপন্যাস।

৫| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:০৪

শায়মা বলেছেন: লেখক শওকত আলীর জন্য রইলো শ্রদ্ধা!


উত্তরবঙ্গ আমারও খুব ভালো লাগে।

৬| ০৯ ই মার্চ, ২০১৮ সকাল ৯:৩৭

খায়রুল আহসান বলেছেন: লেখক শওকত আলীর অনন্তযাত্রা আনন্দময় হোক! -- এ প্রার্থনায় শামিল হ'লাম।
ছোট্ট পোস্ট, কিন্তু ভাল লেগেছে।

৭| ৩১ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:২১

কাওসার চৌধুরী বলেছেন: তিনি নিভৃতচারী লেখক ছিলেন। বামঘরনার ছিলেন বলে অনেকের কাছে অপরিচিত ছিলেন। "উত্তরের খ্যাপ" নিঃসন্দেহে তাঁর শ্রেষ্ঠ রচনা। উনার আত্মার শান্তি কামনা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.