![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যা দেখি যেভাবে দেখি (কহিলো সে ফিরে দেখো, দেখিলাম থামি , সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি...) [email protected]
বেশ তো যাচ্ছিলাম পথের পাশে রাশি রাশি তুলার ফুল ফোটা দেখতে দেখতে। সবুজ মাঠ উপচানো সেই শ্বেত প্রাচুর্য দেখে নজরুলের কালজয়ী চরণও মনে পড়তে শুরু করেছিলো উপমা হিসেবে: 'মোরা প্রকৃতির মতো স্বচ্ছল.।.।' পরক্ষনেই ইতিহাস সচেতনতা এসে সে গুড়ে বালি ছড়িয়ে বাস্তবতার দিকে চেতনাকে ধাবিত করলো। দক্ষিণের রাজ্যগুলোতে বলা হয় 'সাদা সোনা' (White Gold), কারন একসময় আমেরিকা এবং ইওরোপের বাজারে এই সাদা সোনা এবং সাদা সোনাজাত তন্তু এবং বস্ত্র বিক্রী করেই দক্ষিনের রাজ্যগুলোর জমিদারদের রাজত্ব ফুলে ফেঁপে উঠেছিলো। বলা বাহুল্য সেই মুনাফার পেছনে অন্যতম কারন ছিলো দাসদের কাছ থেকে আদায় করা বাধ্যতামুলক শ্রম। মানসচোখে দেখতে পেলাম অনেক শীর্ণকায় কালো মানুষ সাদা সোনাগুলো তুলে নিয়ে ঝুড়িতে ভরছে, আর পেছনে শংকর মাছের লেজের কাঁটাঅলা চাবুক হাতে ঘোড়ার পিঠে রয়েছে দাস-মালিকের বেতনভুক্ত প্রহরী। বেশ বুঝতে পারলাম, বাংলার কবি কেন লিখেছেন অভাব যখন দরজা দিয়ে ঢোকে, তখন পূর্ণিমার চাঁদ কেনো ঝলসানো রুটির তাড়ায় জানালা দিয়ে ১০০ মিটার স্প্রীন্ট ইভেন্টে জয়ী হতে চায়।
#রোমান্টিকতা-বনাম-বাস্তবতা
২| ০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ২:২৮
রাজীব নুর বলেছেন: হুম। জানলাম।
©somewhere in net ltd.
১|
০৩ রা নভেম্বর, ২০২১ দুপুর ১২:০১
জুল ভার্ন বলেছেন: সামু ব্লগেই তূলা নিয়ে তিন পর্বের আমার একটা ধারাবাহিক লেখা ছিলো বছর ১১ আগে।