নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা দুই বান্ধবী ছিলাম যেনো একে অপরের আত্মা । ওর নাম ছিল সঞ্চিতা। সঞ্চিতা আর আমার বাসা পাশাপাশি ছিল একই পাড়ায়। ছোটবেলা থেকেই একই সাথে বড় হয়েছি পাশাপাশি বাসা থাকার সুবাদে।
কারণে অকারণে ওর সাথে বাসায় ছাদে উঠে বৃষ্টিতে ভেজা, বিকেলে ফুচকা ঝালমুড়ি, আইসক্রিম খাওয়া, দুজনেই বাসায় না বলে কত হোটেলে যেয়ে ভাত মাঝেমধ্যে বিরিয়ানি খেতাম।
আমি বলেছি সঞ্চিতার বাসায় যাচ্ছি আর সঞ্চিতা তা বলছে আমার বাসায়---এই বলে কত যে চুরি করে বেড়ানো, তা কি আর ভুলা যায় ? আর এর মধ্যে কলেজ ফাঁকি দিয়ে তো সব বান্ধবীরা মিলে আড্ডা দিতাম।কিন্তু সঞ্চিতা সবার সাথে তেমন একটা মিশতে পারত না ।যে কোনো কারণে ও যে কোন কিছুতে অল্পতেই রেগে যেত এবং ওর প্রচন্ড রাগ ছিলো । ও আমাকেই একটু বেশিই পছন্দ করতো। আর ঐ যে বললাম ,পাশাপাশি বাসা ছিল যার কারণে অনেক কিছুই আমিও মানিয়ে নিতাম । কারণ ওর ভেতরে যে সরলতা ছিল তা আমি অন্য কারো মধ্যে পাইনি । তাই ওর সাথে আমারও ছিল দহরম মহরম সম্পর্ক।
এক রকমের ড্রেস ,পায়ের নুপুর ম্যাচিং কানের দুল, সবকিছুই একরকম পড়তাম। একই সাথে স্কুলের গণ্ডি পেরিয়ে, কলেজেও আসা যাওয়া করতাম আসা যাওয়া করতাম।
নতুন নতুন কলেজে উঠে যে কোন মেয়েরই মনে হয় এই বুঝি অনেক বড় হয়ে গেলাম ।তবে সঞ্চিতার ভেতর যেনো একটু বেশি কাজ করতো এই ব্যাপারটা। এ বিষয়ে আমাকে সঞ্চিতা বলল ,
--তুই কি জানিস আমি একজনকে মনে মনে পছন্দ করি
--মানে কি?
--সুদীপ কে আমার ভালো লাগে এটা কিভাবে বলা যায়?
--তুই মেয়ে হয়ে একটা ছেলেকে প্রপোজ করবি?
--তাতে কি?
--তোকে মূল্যায়ন করবে না।
--শোন মুক্তা ওই আগের দিন এখন আর নাই আমি ওকে ভালোবাসি এবং এটা ওকে বলবোই।
আমি থেমে গেলাম। কারণ সঞ্চিত ছিল প্রচন্ড রাগী জেদি ওএকটু উরাধুরা টাইপের মেয়ে। সুদীপ তার বাসা ছিল আমাদের দু'পাড়া পরেই।
সুদিপ দা'র পরিবারের সাথে আমাদের পারিবারিক ভাবে উঠা বসা ছিল অন্যরকম। আমার আব্বার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সুদিপ দা'র বাবা। সুদীপ দা আমাকে যেখানে নিজের বোনের মত দেখেন ,
সেখানে ওর এই ব্যাপারটা আমার কাছে ভীষণ পাগলামি মনে হচ্ছিল।
দিনদিন ভীষণ লজ্জা পাচ্ছিলাম,
আমার বান্ধবী যদি সুদীপ দাকে প্রপোজ করে তাহলে আমাকে কেমন খারাপ নিয়ে ভাববে ,এই ভেবে ।
সঞ্চিতা কে বললাম, কিছুদিন সময় নেই আস্তে আস্তে বলা যাবে , ধৈর্য্য ধর।
সুদিপ দা'র বিকম ফাইনালে ইয়ারে ছিলো। এদিকে সঞ্চিত একদিন রাগের মাথায় যা করলো তা হলো ইতিহাস। সুদিপ দার বাসায় ফোন করে, সুদীপ দা'র মা কে বলল , আপনার ছেলে আজেবাজে মেয়েদের সাথে প্রেম করে একটু খেয়াল রাখবেন। আবার হলুদ খামে করে, সেখানে পরিচয় বিহীন চিঠি দিল দুই তিনটা। এরপর শুরু হলো সঞ্চিতার সাথে এই প্রথম আমার দ্বন্দ্ব। তখন আমি সঞ্চিতাকে বললাম, তুই প্রপোজ কর কিন্তু বলবি আমি (মুক্তা)এসব কিছুই জানে না ।
একদিন সঞ্চিতা সুদীপ কে ফোনে প্রপোজ করে। সুদীপ'দা বলে আমিও তোমাকে পছন্দ করি কিন্তু মুখে বলতে পারছিলাম না।
--কেন?
--তোমরা ভট্টাচার্য্য আর আমার টাইটেল দাস।
--আমি জাত কুল মানি না
--সব শেষ পর্যন্ত আমার হাত ধরে রাখতে পারবে তো !!!
--ফোনে কি হাত ধরা যায় ?
সুদীপ দা ও সঞ্চিতার মধ্যে খুব ভালো রমরমা প্রেম কাহিনী শুরু হয়ে গেলো । দুজনে নতুন প্রেমে সুখের সাগরে হাওয়া খেয়ে নব্য প্রেমের দিন কাটাতে লাগলো । এদিকে শুনছি তা প্রায়ই বলতো ওর মাথা ব্যথা করে এবং চোখে ঝাপসা দেখে। সঞ্চিতা তাকে নিয়ে মাসি চোখের ডাক্তার দেখিয়ে চশমা দিয়ে দিলেন। যখন কলেজ বন্ধ থাকতো, সঞ্চিতা প্রায় দিন দুপুর বেলায় আমাকে বলতো ওর মাথার ভেতরটা কেমন যেন ব্যথা করে। আমি মাঝেমধ্যে ওকে মাথা টিপে দিতাম ও কপালে ভিক্স দিয়ে দিতাম ।
এদিকে সঞ্চিতার মাসি (খালা) কানাডা থেকে বাংলাদেশে এসেছেন।
ওত আনন্দের শেষ নেই এদিকে কলেজেও জানান দু চার দিন যাবত।
সেদিনও আমি একাই গেলাম কলেজে সঞ্চিতা যায়নি । কলেজ থেকে আসার পর আমার আম্মা বেশ তাড়াহুড়ো করে আমাকে গোসল ও ভাত খাওয়ার জন্য চাপ দিলেন। আমি তখনও জানতাম না সঞ্চিতা হাসপাতালে এবং ব্রেন স্ট্রোক করে মারা গিয়েছে। কিছুক্ষণ পর আম্মা বললো , সঞ্চিতা হাসপাতালে ভর্তি চল দেখতে চাই ।
এদিকে আমি আর আম্মা বাসা থেকে বের হয়ে দেখি একটা অ্যাম্বুলেন্স যাচ্ছে আমাদের বাসার গলি দিয়ে। তারপর আমরা সঞ্চিতা দের বাসায় গেলাম । ততক্ষণে সব শেষ আমার। সঞ্চিতার মৃতদেহ অ্যাম্বুলেন্স থেকে নামানো দেখে একদম চুপ হয়ে গেলাম এবং সমস্ত শরীর মুহূর্তে ঠান্ডা হয়ে গেলো । কিছুক্ষণ ওর মুখের দিকে তাকালাম, তারপর এই প্রথম জীবনে কোন মৃত মানুষকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদলাম। রাতেই সঞ্চিতা কে নিয়ে যাওয়া হল ওদের গ্রামের বাড়িতে। সেখানেই ওর শেষকৃত্য হলো। আর আমি হয়ে গেলাম একা একদম একা। স্বাভাবিক হতে বেশ সময় লেগেছিল আমার। শুধু ভাবতাম সঞ্চিতাকে ছাড়া সকাল, দুপুর, বিকেল সন্ধ্যা --এই চারবেলা কিভাবে কাটবে। ওই সময়ে যে দুঃখের দিন গুলো কাটিয়েছি তা আমার কাছে নিতান্তই ভয়ঙ্কর ছিল। এরপর ধীরে ধীরে শোক কাটিয়ে উঠতে হলো ।
সঞ্চিতার মৃত্যুর পর পুরো পরিবার কানাডায় চলে গিয়েছিল । সঞ্চিতাও যাওয়ার কথা ছিল । যাই হোক , কয়েকবছর আগে সঞ্চিতার মা'য়ের সাথে দেখা হওয়ার পর উনি আমার কপাল হাত মুখ নিজ হাতে স্পর্শ করে বললেন , আমার সঞ্চিতাও আজ ঠিক তোর মতই হতো। তোকে দেখে আমার অনেক শান্তি লাগছে
এবং মনে হচ্ছে শুনছি তার গায়ের ঘ্রাণ পাচ্ছি" ।
ওই বার ছিলো মাসির সাথে আমার শেষ দেখা ।
আজ ২১ শে জুন সঞ্চিতার জন্মদিন। আজ সঞ্চিতা' বেঁচে থাকলে হয়তো সারাটা দিন একসাথে কাটাতাম সেই নীল রঙের ড্রেস পড়ে। প্রতিবছরই দিনটা বুকের ভেতর হু হু করে কেদে উঠে তোর জন্য। শূন্যতায় থাকি- তো সারা বছরই তোকে ছাড়া। তুই ওপারে ভালো থাকিস , শান্তিতে থাকিস।
২১ শে জুন, ২০১৯ রাত ৮:৩৬
মুক্তা নীল বলেছেন: আপা
শুভ সন্ধ্যা। প্রথমেই আপনাকে পেয়ে খুব ভালো লাগছে। হ্যাঁ আপা অনেকদিন পরে লিখলাম।
দুঃখিত ,আপা আমার অনেক দেরি হয়ে গেল।
২| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১৮
ঠাকুরমাহমুদ বলেছেন: প্রিয়জন হারানোর ব্যাথা অনেক বড় ব্যাথা। যার হারায় সে জানে। আপনার ব্যাথা আপনিই সবচেয়ে বেশী বোঝেন আর কেউ বোঝার কথা না, যদি তারা তাদের প্রিয়জন না হারিয়ে থাকে। ভালো থাকার চেষ্টা করুন। দুঃখ ভয়ংকর আপনাকে শেষ করে দিবে।
২১ শে জুন, ২০১৯ রাত ৮:৪০
মুক্তা নীল বলেছেন:
ঠাকুরদা ,
আপনার এমন আন্তরিক মন্তব্যে আন্তরিক ভালো লাগা রইলো। ঠিকই বলেছেন,
যে সজন হারায়ে সেই জানে এর কত দুঃখ। কিন্তু আজ ওর কথা ভীষণ মনে পড়ছে।
দুঃখ ভয়ঙ্কর কিন্তু তা যেন কাউকে শেষ না করে দেয় এই প্রার্থনা করি। ভালো থাকুন।
৩| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:২১
মাহমুদুর রহমান বলেছেন: শেষে এসে একটা ধাক্কা খেলাম।
২১ শে জুন, ২০১৯ রাত ৮:৪২
মুক্তা নীল বলেছেন:
শেষে এসে ধাক্কা খাওয়ার মতোই ঘটনা। এই বয়সে মৃত্যু সহজে মানা যায় না।
ভালো লাগলো আপনাকে পেয়ে। ভালো থাকুন।
৪| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩২
করুণাধারা বলেছেন: গল্পটা দুঃখের, এমন সাবলীল বর্ণনা, যে গল্পের শেষে এসে সঞ্চিতার জন্য একটা দুঃখবোধ মনে এসে যায়।
গল্পে ++++
২১ শে জুন, ২০১৯ রাত ৮:৪৯
মুক্তা নীল বলেছেন:
আপা ,
আপনি সময় করে এসেছেন তাই আন্তরিক ধন্যবাদ । সঞ্চিতা আমার খুবই ঘনিষ্ঠ বান্ধবী ছিল।
ভেবেছিলাম বন্ধু দিবসে এ লেখাটা লিখব। কিন্তু আজ ওর জন্মদিন। খুব মন খারাপ লাগছিল ওর জন্য।
তাই মনে হল লিখে আপনাদের সাথে শেয়ার করি। এই লেখাটা যখন লিখছিলাম , তখন
বেশ কিছু সময় অঝোর ধারায় আমি কাঁদছিলাম। যার ব্যাথায় শুধু সেইতো বুঝে এ যে কত ব্যথা কত কষ্ট।
ভালো থাকুন, সব সময় শুভ কামনা জানবেন ।
৫| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৩
ল বলেছেন: হায়রে জীবন!!
দুদণ্ড শান্তি আর ভালোবাসার আশায় আর্ট করি কত রঙিন প্রচ্ছদ!!!
একটি জীবনমুখী লেখা কেমন হতে পারে এই লেখাটা তার উৎকৃষ্ট প্রমাণ।।।
অন্যতম বেস্ট লেখা এইটি তবে সেীাটা এখনো বাকী।।
লেখিকার জন্য ভালোলাগা ও শুভেচ্ছা দুটি রেখে গেলাম।
২১ শে জুন, ২০১৯ রাত ৯:০৬
মুক্তা নীল বলেছেন:
ল 'ভাই ,
দু'দণ্ড লিখেও তো শান্তি পাচ্ছিনা। মনে হচ্ছে ও বেঁচে থাকলে কত ভালই না লাগত।
আমি আরো লিখতে চেয়েছিলাম কিন্তু লেখার সময় পুরনো স্মৃতিগুলো খুব মনে কষ্ট দিচ্ছিল।
আমি একটা সময় চিন্তা করি, ওর পরিবারের লোকজন কত দুঃখই না পেয়েছেন।
ভালো থাকুন সব সময়, আপনার জন্যও অনেক ধন্যবাদ ও শুভকামনা।
৬| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬
আর্কিওপটেরিক্স বলেছেন: জীবন রহস্যময়.......
সমুদ্রে বয়ে চলা নৌকার মতো। কখন আঘাত আসবে কেউ জানে না !
আচ্ছা.... তবে কি অনিশ্চয়তাকেই জীবন বলে ???
২১ শে জুন, ২০১৯ রাত ৯:১৩
মুক্তা নীল বলেছেন:
আসলেই কখন আঘাত আসবে তা উপরওয়ালা ছাড়া কেউ জানেন না। এমন হঠাৎ মৃত্যু
আমার শত্রুরও যেন না হয়। জীবনে চলার পথে কত ছিন্ন বিচ্ছিন্ন ঘটনাই ঘটে ,
কিন্তু মৃত্যুর কোন নিশ্চয়তা নেই । অনেক ভালো লাগা রইলো আপনার মন্তব্য পেয়ে।
৭| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:৪২
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট বোন,
জাস্ট বাড়ি ফিরলাম। সারাদিন প্রশাসনিক কাজে নেট অবরুদ্ধ ছিল। এক্ষুনি এসে উপস্থিতির জানান দিলাম। পড়াশোনা করে পরে আবার আসছি।
২১ শে জুন, ২০১৯ রাত ৯:১৭
মুক্তা নীল বলেছেন: দাদা ,
আপনি এই ব্যস্ততার মাঝে এসেও জানান দিয়ে গেলেন , এতেই আমি খুশি হয়েছি।
আপনি বিশ্রাম নিয়ে পরবর্তীতে একটা সময় নিয়ে পড়ে নিয়েন। অপেক্ষায় রইলাম।
ভালো থাকুন দাদা।
৮| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:২৬
চাঁদগাজী বলেছেন:
আপনি কি নারী ব্লগার? কেহ লেখিকা বলছেন, কেহ বোন বলছেন! ব্লগার নীল আকাশ আপনার পক্ষে পোষ্ট দিয়ে, আপনার সেইফ ষ্টেটাস চাওয়ায় আমি ধরে নিয়েছি আপনি নীল ব্রাদার্স'এর অংশ।
আপনার জীবন থেকে নেয়া আলেখ্য পড়েছি, লেখা এখনো দুর্বল লেভেলে আছে।
২১ শে জুন, ২০১৯ রাত ৯:৪৫
মুক্তা নীল বলেছেন:
সামনেথেকে আরো ভালো লেখার চেষ্টা করব ।
৯| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
জুন বলেছেন: করুন গল্প মুক্তানীল । মনটা বিষাদময় হয়ে উঠলো প্রিয় বন্ধু সঞ্চিতার চিরতরে চলে যাওয়ায় ।
+
২১ শে জুন, ২০১৯ রাত ৯:৩০
মুক্তা নীল বলেছেন:
জুন আপা,
প্রিয় মানুষটার চিরতরে চলে যাওয়া এবং ওই বয়সে এরকম একটা ধাক্কা খাওয়া
আমার জন্য ছিল ট্রাজেডি। প্রিয়জন হারানোর ব্যথা আপনার তো জানা আছে আপা ।
আপনার মনটা বিষাদময় হয়ে গেল সঞ্চিতার জন্য --এ যে আপনার মানবিকতা।
ভালো থাকুন ও অনেক ধন্যবাদ জানবেন।
১০| ২১ শে জুন, ২০১৯ রাত ৮:০৩
মাহমুদুর রহমান সুজন বলেছেন: আপনার জন্য শুভ কামনা রইল। আপনার বান্ধবীটি চলে গেছে ওপারে যেখান থেকে কখনো ফিরে আসে না। আপনার এই বয়সে প্রিয়জন হারানোর বেদনা যে কি নিদারুণ তা ভাবতেই কষ্ট হচ্ছে। আপনি সয়ে ওঠেছেন, তার স্মৃতি এখনো যে আপনাকে নিরবে কাদাঁয় লিখাতেই বুঝা যায়। চলে যাওয়ার যদিও কোন বয়স নেই সবাই তার শেষ ঠিকানায় যেতে হয়। ভাল থাকুন সদায়।
২১ শে জুন, ২০১৯ রাত ৯:৪০
মুক্তা নীল বলেছেন:
সুজন ভাই ,
আপনি সব সময় এত আন্তরিক মন্তব্য করেন , যা আমাকে ভীষণ আপ্লুত করে। এরই মাঝে
আপনার কাছ থেকে অনেক বড় সান্তনা পেলাম। মাঝে মাঝে মনে হয়, সঞ্চিতা মরে যাবেই
হয়তো এর জন্য পৃথিবী থেকে সুদীপের ভালোবাসাটুকু নিয়ে মারা গেল।
খুব ভালো লাগলো ভাই আপনাকে পেয়ে। ধন্যবাদ ও শুভকামনা জানবেন।
১১| ২১ শে জুন, ২০১৯ রাত ৮:০৬
ল বলেছেন: @ চাঁদগাজী
লেখিকা কি ভাই হয় নাকি!!!
লেখাটা কোন লেভেলের সেটা বুঝাতে হলে বিস্তারিত দোষ, ভুল এগুলো ধরিয়ে না দিলি শুধু নিম্নমানপর বা দূর্বল লেভেলের বললে সেটাকে দায়সারা শাস্তি কিংবা মনগড়া মতবাদ হিসাবে বলা হয় সেটা আশাকরি আপনার মতো পন্ডিত মানুষ যার পোস্ট সংখ্যা বারশতপর কাছাকাছি তিনি ভালোই বুঝবেন।।
নবীন লেখক লেখিকার আপনার কাছথেকে বিচ্ছিন্ন মতবাদ নয় উৎসাহ আশাকরে।।।
২১ শে জুন, ২০১৯ রাত ৯:৫৩
মুক্তা নীল বলেছেন: ল 'ভাই ,
নীল আকাশ ভাই আমাকে নিয়ে ওই পোস্টটা দেওয়ার পর থেকে উনি আমার সাথে
এরকমই করছেন। আপনার সাথে আমি পুরোপুরি একমত, আমার যা ভুল হবে
তা আমাকে শুধরে দিলে ভালো হবে।
তারপরও বলি আজ উনি অনেক ভালো মন্তব্য করেছেন , আমাকে অসততা ও অসৎ
বলেননি। আমার খুব কষ্ট লেগেছিল , অসৎ কথাটার অর্থ কি উনি খুব ভালো করে জানেন।
আপনাকে অনেক ধন্যবাদ ও আন্তরিক ভালোলাগা জানবেন এমন সুন্দর মন্তব্যের জন্য।
১২| ২১ শে জুন, ২০১৯ রাত ৮:২০
রাজীব নুর বলেছেন: এটা কি গল্প লিখেছেনঃ? না সত্য ঘটনা?
২১ শে জুন, ২০১৯ রাত ৯:৫৬
মুক্তা নীল বলেছেন: রাজীব ভাই ,
না এটা গল্প না। সত্যি ঘটনা।
১৩| ২১ শে জুন, ২০১৯ রাত ৮:২২
মনিরা সুলতানা বলেছেন: আহা !!
মন খারাপ করা লেখা খুব
২১ শে জুন, ২০১৯ রাত ১১:৪৪
মুক্তা নীল বলেছেন:
আপা ,
আমি ভীষণ লজ্জিত কারণ আপনাকে অনেক আগেই আমি প্রতি মন্তব্য করেছিলাম।
এখন পোস্ট দেখছিলাম হঠাৎ দেখি আমার প্রতি মন্তব্য যায়নি। অথচ আমি
সব প্রতিমন্তব্য সিরিয়ালি দিয়েছি ।
আমার লেখাটা পড়ে মন খারাপ হওয়ারই কথা। সত্য যে কঠিন ও নির্মম সেটা
সেদিনই বুঝতে পেরেছিলাম। এরকম মৃত্যু মেনে নেওয়া খুব কষ্টকর।
আপনাকে আমার পোস্টে পেয়ে খুব ভালো লাগছে। সাথেই থাকবেন ।
অনেক অনেক শুভকামনা ও ধন্যবাদ জানবেন।
১৪| ২১ শে জুন, ২০১৯ রাত ৮:৫০
নীল আকাশ বলেছেন: পোস্ট দেখে গেলাম। পড়ার পর মন্তব্য করব।
অবশেষে লেখা দিলেন তাহলে....
২১ শে জুন, ২০১৯ রাত ১০:১০
মুক্তা নীল বলেছেন:
আজকের দিনটায় হাজারো মন খারাপের মধ্যে আপনার আগমনে আমি আনন্দিত।
আপনার জন্য আমার খুব মন খারাপ লাগছিল দুপুরে আপনার প্রতি মন্তব্য পড়ে ,
ইনশাল্লাহ ভাই আশা করছি সব ঠিক হয়ে যাবে।
১৫| ২১ শে জুন, ২০১৯ রাত ৯:৩২
আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল,
আসলে - যে যায় সে যায়! তার স্মৃতির শেকড় নেমে যায় মাটির গহীন অবধি.....................
গল্প হিসেবে ঠিক আছে। বাস্তবের হলে সকল সঞ্চিতাদের জন্যে বিষাদময় কষ্টের সঞ্চয় তোলা রইলো।
২১ শে জুন, ২০১৯ রাত ১১:৩৩
মুক্তা নীল বলেছেন:
আসলেই যার ব্যাথা শুধু সেই জানে । সঞ্চিতার সাথে টুকরো টুকরো সোনালী স্মৃতি গুলো
আজও মনের গহীনে বসবাস করে । সঞ্চিতার জন্য আপনার বিষাদময় কষ্টে আমি আপ্লুত ।
অকালে মৃত্যুর শোক সইবার ক্ষমতা বড়ই কষ্টদায়ক।
সত্যি ঘটনা এটা।
অনেক ধন্যবাদ ও শুভকামনা জানবেন ।
১৬| ২১ শে জুন, ২০১৯ রাত ১০:৩০
চাঁদগাজী বলেছেন:
@ল ,
আমার কমেন্টে উনি নিজের লেখার মান সম্পর্কে একটা ধারণা পাবেন; আপনার কমেন্ট থেকে উনার উপকৃত হওয়ার কোন সম্ভাবনা নেই।
আমি ব্লগারদের ব্লগার হিসেবে সম্ভোধন করি।
১৭| ২১ শে জুন, ২০১৯ রাত ১১:৪৩
এমজেডএফ বলেছেন: আপনার জীবনের উল্লেখযোগ্য ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ। ঘটনাটি কিছুটা সাহিত্য ও কিছুটা আবেগ মিশিয়ে গল্পের স্টাইলে লিখতে পারলে "সত্য কাহিনী অলম্বনে ছোট গল্প" হয়ে যেতো। এভাবে লিখতে চেষ্টা করুন, আপনি পারবেন। শুভ কামনা রইলো।
২২ শে জুন, ২০১৯ রাত ১:০৫
মুক্তা নীল বলেছেন:
অনেক ভালো লাগলো এই প্রথম আপনাকে আমার ব্লগ বাড়িতে পেয়ে। আসলে গল্প উপন্যাস
এগুলো সাধারণত আমাদের জীবন ভিত্তিক হয়। আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো
লাগলো যদিও ঘটনা মর্মস্পর্শী। সাথে থাকবেন অবশ্যই লেখার চেষ্টা করব।
ধন্যবাদ ও শুভকামনা রইলো ।
১৮| ২১ শে জুন, ২০১৯ রাত ১১:৪৬
ল বলেছেন: মুক্তনীল,
কারো কথায় মন খারাপ করার কিছু নেই।
আসলে চাঁদগাজী লোকটিকে চিনতে ভুল হয়,
দিনশেষে একজন কট্টর সমালোচক ছাড়া উনি লোক অতটা মন্দ নন।
আমি যেকোন পোস্ট পড়ার সাথে চাঁদগাজী ও আহমেদ জি, এসের মন্তব্য পড়ি তাতে অনেক কিছু জানার আছে।।।
শুভ কামনা।।
২২ শে জুন, ২০১৯ রাত ১:৩৬
মুক্তা নীল বলেছেন: ল'ভাই ,
কাউকে ভুল বুঝি নাই । ঠিক আছে।
ব্লগার চাঁদগাজী আমার পোস্টে শিক্ষণীয় মন্তব্য করেছেন , এটা ভালো লেগেছে।
কিন্তু মিথ্যা অপবাদ আমাকে খুব কষ্ট দেয়। সময়ের সাথে আশা করি সব ঠিক হয়ে যাবে।
১৯| ২১ শে জুন, ২০১৯ রাত ১১:৫৫
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট বোন,
যেহেতু সত্য ঘটনা কাজেই এমন হৃদয়বিদারক ঘটনায় কি মন্তব্য করবো মাথায় আসছে না। জীবনে চলার পথে এমন কিছু ঘটনা ঘটে যা আমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হয়। সঞ্চিতা তেমনই রয়ে গেছে আপনার নিঃশ্বাসে, হৃদয়ে, মননে।অর্থাৎ আপনার সত্তার মধ্যেই তার দিবানিশি বসবাস। তাই চাইলেও তাকে পৃথক করতে পারবেন না।জন্মদিনের স্মৃতিচারণায় তাঁর আত্মার শান্তি কামনা করি। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি রইল সমবেদনা।
শুভকামনা ও ভালোবাসা রইল।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১২:৩৯
মুক্তা নীল বলেছেন:
দাদা
আপনার এমন হৃদ্যতাপূর্ণ ও আন্তরিক মন্তব্যে আমার ভালোলাগাটুকু গ্রহণ করবেন। কয়েকটা জায়গায় প্রতি মন্তব্য করতে যে আমার ভীষণ কষ্ট হচ্ছে। কাছের মানুষের মৃত্যুতে তাকে আর দেখা যায় না কিন্তু তার সব কিছু থেকে যায় স্মৃতিতে।
কিছু কিছু মৃত্যু আছে যা মেনে নেওয়া খুবই দুঃখজনক। ঠিক সঞ্চিতার মৃত্যু এমনই ছিল ।
দাদা ,বানানগুলো আমি ঠিক করে নেবো। আপনি বলায় ভালো হয়েছে।
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানবেন ।
২০| ২২ শে জুন, ২০১৯ রাত ১২:১৬
ওমেরা বলেছেন: এত অল্প বয়সে মেয়েটা মারা গেল !! মৃত্যুর কোন বয়স নেই। খুব দুঃখজনক ঘটনা ।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:০২
মুক্তা নীল বলেছেন:
ওমেরা আপু,
ঠিকই বলেছেন মৃত্যুর কোন বয়স নেই। আমাদের এই ঘনিষ্ঠ এক পরিচিত ছিল মেয়েটা ক্লাস সিক্সে পড়ার সময় ব্রেন টিউমার ধরা পড়ে।ওকে অনেক চিকিৎসা করানোর পরও বাঁচানো যায়নি। মারা যায় এক বছর পরে। এখনো সেই পিচ্চিকে চোখে ভাসে। এই মৃত্যুগুলো আসলে ভীষণ কষ্ট দেয়।
ভালো থাকুন সব সময়।
২১| ২২ শে জুন, ২০১৯ রাত ১:০৪
রাকু হাসান বলেছেন:
পড়বো ,কাল । ঘুম পাচ্ছে । শুভরাত্রি ।মুক্তা আপু ।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:০৬
মুক্তা নীল বলেছেন:
রাকূ ভাই ,
ঠিক আছে, অপেক্ষায় রইলাম মন্তব্যের।
২২| ২২ শে জুন, ২০১৯ সকাল ৯:৩৫
নতুন নকিব বলেছেন:
পোস্ট পড়িনি। তবে মন্তব্য পড়েছি সবগুলো। যদিও একটি মন্তব্যে কিছুটা বিব্রতবোধ করেছি। কোনো ব্লগারের আইডেন্টিটি নিয়ে অপ্রয়োজনীয় সন্দেহমূলক প্রশ্ন উত্থাপন অনাকাঙ্খিত। যা-ই হোক মন খারাপ করবেন না। এসব বিষয় নেগেটিভলি নিবেন না। এগুলো থেকেও অবশ্যই শিক্ষনীয় কিছু খুঁজে নিতে হবে। হয়তো ধৈর্য্যের বিষয়টিই ধরে নিতে পারেন। ধৈর্য্যের মত অমূল্য একটি বিষয় রপ্ত করার এগুলো একেকটি অপশন হতে পারে। সবকিছু আশা করি, ঠিক হয়ে যাবে।
আপনার পোস্ট সময় নিয়ে পড়ার ইচ্ছে থাকলো।
শুভকামনা।
২২ শে জুন, ২০১৯ দুপুর ১:১৬
মুক্তা নীল বলেছেন:
নকীব ভাই,
আপনার কিছু অমূল্য কথা আমার কাছে অনেক প্রয়োজনীয় উপদেশ হয়ে রইলো । পাঁচ জনের মন মানসিকতা তো পাঁচ রকমের হবেই । ধৈর্য ধারণ করা ছাড়া আর কি করার আছে ?
সময় করে পোস্ট করে নিয়েন।
ভালো থাকবেন ও আপনার জন্য অনেক শুভকামনা জানবেন।
২৩| ২২ শে জুন, ২০১৯ দুপুর ১:৫৭
ভুয়া মফিজ বলেছেন: পথে চলতে চলতে বন্ধু-বান্ধবী অনেকই হয়, কিন্তু আত্মার বন্ধন দু'এক জনের সাথেই হয়। এদের চিরবিদায় মেনে নেয়া আসলেই কষ্টকর! ওপারে ভালো থাকুক আপনার বান্ধবী......এটাই কামনা করছি।
২২ শে জুন, ২০১৯ রাত ১১:০৯
মুক্তা নীল বলেছেন:
সঞ্চিতার সাথে সেই দিনগুলো যেন একটা জীবন্ত গাঁথা মালা স্মৃতি। আজও আমাকে অনেক পেছনে নিয়ে যায়। মহামূল্যবান যে দিনগুলো ছিল কিন্তু মন থেকে চির বিদায় মেনে নেয়া আসলেই অনেক কষ্টের।
ভালো লাগলো আপনার মন্তব্যে ও আগমনে। শুভকামনা রইলো ।
২৪| ২৩ শে জুন, ২০১৯ দুপুর ১২:৪৮
নীল আকাশ বলেছেন: প্রিয়জন হারানোর বেদনা একমাত্র কাছের মানুষই বুঝতে পারে, অনুভব করতে পারে। শুন্যস্থান কখন পূরণ হয় না।
সঞ্চিতার জন্য সমবেদনা রইল।
লেখা আস্তে আস্তে ভাল হচ্ছে। আপনার উচিৎ আরও ঘন ঘন লেখা। তাতে ছোট খাট ভুলগুলি দ্রুতই ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
২৪ শে জুন, ২০১৯ সকাল ৮:০৭
মুক্তা নীল বলেছেন: ভাই ,
কাছের মানুষের হুট করে চলে যাওয়া ও মৃত্যুকে মেনে নেওয়া ওই সময়ের জন্য ছিলো ভীষণ ভয়ঙ্কর। হুম সেটাই , কত বান্ধবী তো পেয়েছি চলার পথে কিন্ত ও ছিলো আত্মার আত্মা । আপনার এত সুন্দর কথা ও সমবেদনা আমি অন্তর দিয়ে গ্রহন করলাম।
ভাই , দিবো ,পোস্ট দিব । আপনি পাশে থেকে ভুলগুলো ধরিয়ে দিলে খুব খুশি হবো । আপনার জন্যই তো লেখা প্রথম পাতায় যাচ্ছে, খুব মনেপড়ছিল আপনাকে।
সবসময় ভালো থাকুন ও শুভকামনাজানবেন।
২৪ শে জুন, ২০১৯ সকাল ৮:১৮
মুক্তা নীল বলেছেন: ভাই ,
কাছের মানুষের হুট করে চলে যাওয়া ও মৃত্যুকে মেনে নেওয়া ওই সময়ের জন্য ছিলো ভীষণ ভয়ঙ্কর। হুম সেটাই , কত বান্ধবী তো পেয়েছি চলার পথে কিন্ত ও ছিলো আত্মার আত্মা । আপনার এত সুন্দর কথা ও সমবেদনা আমি অন্তর দিয়ে গ্রহন করলাম।
ভাই , দিবো ,পোস্ট দিব । আপনি পাশে থেকে ভুলগুলো ধরিয়ে দিলে খুব খুশি হবো । আপনার জন্যই তো লেখা প্রথম পাতায় যাচ্ছে, খুব মনেপড়ছিল আপনাকে।
সবসময় ভালো থাকুন ও শুভকামনাজানবেন।
২৫| ২৬ শে জুন, ২০১৯ সকাল ৯:৩১
মাধুকরী মৃণ্ময় বলেছেন: আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার এক বন্ধু আত্বহত্যা করে মারা যায়। তার কথা এতদিন পর মনে পড়ে গেলো।
২৬ শে জুন, ২০১৯ দুপুর ১২:১৭
মুক্তা নীল বলেছেন:
আপনার বন্ধু অবুঝ ছেলেটা না বুঝে অভিমানে আত্মহত্যা করেছে শুনে আমারও ভীষণ খারাপ লাগলো ।
এই মৃত্যুগুলো মেনে নেওয়া খুব কষ্টের।
ভালো থাকুন সব সময়, শুভকামনা।
২৬| ২৬ শে জুন, ২০১৯ রাত ৯:২১
রাকু হাসান বলেছেন:
মনে হচ্ছে সত্য ঘটনার অবলম্বনে লেখা । সঞ্চিতা ভালো থাকুক । কার জীবনে যে কি এনমে আসে কখন কে জানে । লিখুন ,আর আমরা পড়ি । ভালো থাকবে ন ।
২৭ শে জুন, ২০১৯ সকাল ১১:২৫
মুক্তা নীল বলেছেন:
জী,রাকু ভাই সত্যি ঘটনাই ।
আফসোস লাগে বেঁচে থাকলে জীবনটাকে উপভোগ করতো । আসলে , আমাদের হাতে কিছুই নেই।
জন্ম মৃত্যু সবই তো উপরওয়ালার হাতে। কখন কার কি ভাবে আল্লাহ মৃত্যু লিখে রেখেছেন তা কেউ জানি না।
ভালো থাকুন ও শুভকামনা।
২৭| ০৪ ঠা জুলাই, ২০১৯ রাত ১২:১৭
নীল আকাশ বলেছেন: আপনার ফেসবুক এ্যাকাউন্ট নেই?
হারিকেন দিয়ে খুজে বেড়িয়েছি আপনাকে আমি ফেসবুকের গ্রুপে।
একটা পোস্টে আপনার নাম লিখে জানতে চেয়েছি কোন জন আপনি?
আমার ফেবু এ্যাকাউন্ট ব্লগেরগ্রুপে না পেলে না চিনলে জানাবেন।
একদম উধাও হয়ে গিয়েছিলেন আপনি?
আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে আর কোন দিন যোগাযোগ হয় নাকি?
ভাল থাকুন সুস্থ থাকুন।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৪২
মুক্তা নীল বলেছেন: ভাই,
আবারো আপনি আমাকে অশেষ কৃতজ্ঞতা মায়াজালে জড়ালেন। সত্যি বলতে দ্বিধা নেই, আজ আবারো বুঝিয়ে দিলেন ভাই বোনের সম্পর্ক কি !!!
ফেসবুকের অ্যাকাউন্ট অনেক আগে বন্ধ করে দিয়েছি । ভাই , আপনি আমাকে এইভাবে খুঁজেছেন জেনে
ঋণী হয়ে রইলাম। অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবো এবং তা থাকবে সব সময়।
আপনিও সব সময় ভাল থাকুন সুস্থ থাকুন সবাইকে নিয়ে, দোয়া করি।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ৯:৪৫
মুক্তা নীল বলেছেন: শীঘ্রই ফিরবো ফেসবুকে ।
২৮| ০৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:০০
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় ছোট বোন,
নীল আকাশ ভাই ইতিমধ্যে চলে এসেছেন। একই প্রশ্ন আমারও। ব্লগ বন্ধ হওয়াতে ফেসবুকে খুঁজে গেছি আপনাকে, আরোগ্য ও রাকুকেও। অথচ সেই ফেইসবুককে আমি এক্কেবারে পছন্দ করতাম না। এখনো যে করি তাও বলবো না। কিন্তু ওই তিন দিন ব্লগারদের যোগাযোগের মাধ্যমে ছিল ফেসবুক। সে জন্য অনুরোধ করবো নিদেনপক্ষে একটা অ্যাকাউন্ট খুলে সামুর ফেসবুক গ্রুপে আমাদের সঙ্গে সম্পর্কটা রাখতে।যদি কখনো ব্লগের সমস্যা হয় তখন অন্তত এই ছোট্ট যোগাযোগের মাধ্যমটি যে অক্ষুন্ন থাকবে সেটাও বা আমাদের কম কিসের।
অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা প্রিয় ছোট বোনকে।
০৫ ই জুলাই, ২০১৯ রাত ১১:৫৮
মুক্তা নীল বলেছেন:
দাদা
এমন আন্তরিক মন্তব্যে আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আপনিও আমাকে খুঁজেছেন জেনে ভালো লাগলো । অবশ্যই দাদা ফেসবুকে একটা একাউন্ট শীঘ্রই খুলবো।
শ্রদ্ধা রইলো দাদার জন্য ।
২৯| ১৩ ই জুলাই, ২০১৯ রাত ৮:১১
আরোগ্য বলেছেন: মুক্তাআপু,
বিলম্বে আগমনের আমি খুবই লজ্জিত ও দুঃখিত। ইনশাআল্লাহ ভবিষ্যত আর পোস্টে আসতে দেরি হবে না।
সঞ্চিতার জন্য সমবেদনা রইলো কিন্তু আপনাকে স্বান্তনা দেয়ার কোন শব্দ নেই।
ইদানিং ব্লগে আপনাকে কম দেখা যায় আশা করি ভালো আছেন।
১৪ ই জুলাই, ২০১৯ রাত ১২:২৪
মুক্তা নীল বলেছেন:
ভাই আরোগ্য ,
দেরি হওয়ার জন্য দুঃখিত বা লজ্জিত হওয়ার কিছু নেই। হয়তোবা ঐ সময় অসুবিধা এবং ব্লগে ছিলেন না । এখন সময় করে পড়ে নিয়েছেন
এতে আমার ভালোলাগা রইলো ।
অসময়ে যারা আপনজন হারায় শুধু তারাই কেবল বুঝতে পারে এর যন্ত্রণা । দীর্ঘশ্বাস ফেলে মেনে নেওয়া ছাড়া আর কিছুই করার থাকেনা।
কিছুটা অনিয়মিত তো বটে , চেষ্টা করব নিয়মিত হওয়ায় ।
অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা রইলো আমার ভাইটার জন্য ।
৩০| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৮:২৪
খায়রুল আহসান বলেছেন: কারো মৃত্যুর জন্য কোন নির্দিষ্ট বয়স নির্ধারিত নেই। কোন সিরিয়াল নেই। তবে সময় নির্ধারিত এবং তা অপরিবর্তনীয়।
সত্য ঘটনা নিয়ে লেখা এ গল্পটি পড়ে পাঠকের মন খারাপ হয়ে যায়। বন্ধুর মৃত্যুদিবসে তাকে স্মরণ করে এ লেখাটা লিখেছেন, তা জেনে ভাল লাগলো।
গল্পে প্লাস + +।
০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ২:১৬
মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় ,
আপনার মত বিচক্ষণ ব্যক্তির কাছ থেকে এমন মন্তব্য পাওয়া এবং সম দুঃখে ব্যথিত হয়েছেন জেনে কৃতজ্ঞতা বোধ করছি । আপনার লেখা জীবন ভিত্তিক কাহিনী গুলো পড়ে আমি ভীষণ আপ্লুত হই।
সময় করে এসে লেখাটি পড়ার জন্য ঋণী হয়ে রইলাম।
শ্রদ্ধা ও ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ২১ শে জুন, ২০১৯ সন্ধ্যা ৬:১০
করুণাধারা বলেছেন: বহুদিন পর দেখা পাওয়া গেল!
কাজ সেরে পরে আসছি।