নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোলাপ এমন একটি ফুল যা অতীতের বহু সভ্যতার সঙ্গে নিজেকে নিবিড় ভাবে জড়িয়ে রেখেছে। ফুল ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে কমই আছে। গোলাপ ফুল পৃথিবীর অন্যতম প্রাচীন ফুল। প্রাচীন উপহার হিসেবে গোলাপের চাহিদা এখনও সব ফুলের ঊর্ধ্বে। সেই আদি অনাদিকাল থেকে কালক্রমে কারো বাড়ির আঙিনায় বারান্দায় ঘরের কোনে এবং ছাদে এই ফুল শোভা পেয়ে এসেছে। গোলাপের পরিচয় শুধু একটি ফুল হিসেবে নয়,এটি প্রাকৃতিক সৌন্দর্য অপরিপূর্ণতা প্রতীক রূপে ধরা হয়। প্রাচীনকাল থেকে নানা প্রেমের গল্প কবিতা ও জীবনের সব ধরনের শৈল্পিক ও সৃষ্টিশীল জায়গা করে নিয়েছে এই গোলাপ ফুল। বিভিন্ন মিশ্র রংয়ের সহ অনেক নতুন শংকর প্রজাতি গোলাপ তৈরি হচ্ছে । এবার কিছু গোলাপের আদান-প্রদান সম্পর্কে জেনে নেই।
লাল গোলাপ: সৌন্দর্য ও ভালোবাসার প্রতীক লাল গোলাপ। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় কিন্তু এই লাল গোলাপের ফুল দিয়ে প্রেমের প্রথম বহিঃপ্রকাশ আজও চিরো অমলিন রয়ে গেলো। লাল গোলাপের অবস্থান ভালোবাসার বহিঃপ্রকাশ এখনো চিরন্তন।
সাদা গোলাপ: সাদা গোলাপ ফুল হচ্ছে শুভ্র ও শান্তির প্রতীক। সাদা গোলাপের গুরুত্ব অনেক গভীর। এই সাদা রঙের গোলাপ ফুল নতুন জীবনের শুরুর আবার সজ্ঞানে আধ্যাত্মিক এর প্রতীক সাদা গোলাপ ফুল। যদি কেউ অসুস্থ থাকে তার সুস্থতা কামনা করে সাদা গোলাপ উপহার দেয়া যায় আবার কিছু কিছু ক্ষেত্রে সাদা গোলাপ দ্বারা দুঃখ প্রকাশ করা হয়।
হলুদ গোলাপ: জীবন চলার পথে বন্ধু অপরিহার্য। বন্ধু ছাড়া জীবন চলা যাকে বলে রংহীন বর্ণহীন জীবন। ঠিক এই হলুদ গোলাপ ফুল হচ্ছে বন্ধুত্বের প্রতীক। প্রিয় বন্ধু বান্ধবীকে হলুদ গোলাপ দিয়ে বুঝাতে পারেন সে আপনার কতোটা প্রিয়। বন্ধুত্বের আনন্দ, সুস্বাস্থ্য এবং বন্ধুত্বের স্মারক হিসেবে এর প্রচলন রয়েছে।
কমলা গোলাপ: আত্মবিশ্বাস ও উৎসাহ দেবার প্রতীক কমলা গোলাপ । আপনজন ও পাশের কাউকে অনুপ্রেরণা বহিঃপ্রকাশই যেন কমলা গোলাপ। প্রকৃতির স্নিগ্ধতা এবং নমনীয় তার অপর পৃষ্ঠা আরেক নামই যেনো এই কমলা গোলাপ ফুল।
বেগুনী গোলাপ: বেগুনী গোলাপ ফুল বিশ্বস্ততার প্রতীক। বেগুনী রংয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে রাজকীয় সম্মান ও অহংকার। প্রশংসা ও অনেক বড় প্রাপ্তি বুঝাতে বেগুনী গোলাপ ফুল ব্যবহার করা হয়। রানী কে সম্মান জানানোর জন্য বেগুনী ফুল দেওয়া হয়।
সবুজ: সবুজ গোলাপ ফুল মূলত শান্ত ফলপ্রসূ বোঝাতে ব্যবহৃত হয়। প্রকৃতির রং এর সাথে নিজেকে বিলিয়ে দিয়ে প্রকৃতির আরেক রুপের রানী এই সবুজ গোলাপ ফুল।
গোলাপী গোলাপ: লাল আর গোলাপি গোলাপ ফুলের অর্থ একদমই ভিন্ন। গোলাপী গোলাপ ফুল ভালোবাসা কৃতজ্ঞতা স্বীকৃতি প্রতীক নির্ভরযোগ্য প্রিয় বিশ্বস্ত বন্ধুবান্ধব, পরিবারের লোকজন , সঙ্গিনীকে ধন্যবাদ বলতে গিয়ে এইগুলো দিতে পারেন।
কালো গোলাপ: মৃত্যু বা বিদায় বুঝানোর প্রতীক অথবা অশুভ কিছু বোঝানো হয় কালো গোলাপ ফুলকে। তাই কালো গোলাপ সবচেয়ে বেশি অন্ত্যেষ্টিক্রিয়া বা সমাধি স্থান এর প্রদান করা হয়। ধরুন আপনার কাছের মানুষের সময়টা বেশ খারাপ যাচ্ছে, তাকে আপনি খারাপ সময় কে পেছনে ফেলে নতুন দিকে অথবা সমবেদনা জ্ঞাপন কালো গোলাপ ফুল উপহার দিতে পারেন।
গোলাপ নিয়ে প্রচলিত আছে অনেক অনেক ভালোবাসার গল্প সহ বেদনা মধুর ও রোমহর্ষক গল্প! যা ১০০১ রাতের আরব্য রজনীর গল্পকেও হয়তো হার মানাতে পারে। হয়তো কোনো একদিন সেই সব গল্প নিয়ে আবার আসবো।
ছবি: গুগল হতে সংগ্রহ।
১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৮
মুক্তা নীল বলেছেন:
বিজন দা ,
আমার পোস্টে আপনাকে পাশে পেয়ে ভীষণভাবে ভালোলাগা জানবেন এবং প্রথম মন্তব্যকারী হিসেবে
আপনাকে গোলাপ ফুলের শুভেচ্ছা। হ্যাঁ দাদা শুধু গোলাপি নয় আরো অন্যান্য কিছু কিছু প্রজাতির ফুল আছে
যা একেকটার চার-পাঁচটা রঙের হয় । লিখবো হয়তো অন্য সময় ।
আপনাকেও অনেক ধন্যবাদ , ভালো থাকুন ।
২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৩৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ এক পোস্ট আপি
গোলাপ নিয়ে অনেক লিখেছি আমি
১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:১৭
মুক্তা নীল বলেছেন:
ছবি আপা ,
আপনার মন্তব্যে ভীষণ খুশি হ'লাম এবং ধন্যবাদ জানবেন ।
আমি আপনার লেখার ভক্ত অবশ্যই গোলাপ ফুল নিয়ে আপনার লেখাগুলো পড়বো।
৩| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:৫২
ঠাকুরমাহমুদ বলেছেন:
বোন মুক্তা নীল,
শুধু গোলাপ নিয়ে তথ্য সহ এমন একটি পোস্ট অবস্যই প্রশংসার দাবী রাখে। অনেকদিন আগে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি ছবি দেখেছিলাম (ছবির নাম মনে নেই) - ছবিতে কোনো এক স্টেশনে যুদ্ধফেরত সৈনিকদের জন্য অপেক্ষমান যাত্রীদের মধ্য এক নারী তার আপনজন ফিরে না আসায় তার হাতের সব গোলাপ অশ্রুসজল চোখে যুদ্ধফেরত অন্যান্য সৈনিকদের একটি একটি করে দিয়ে দেন। এই গোলাপ দেয়ার দৃশ্য দেখে মনে হয়েছিলো যে কোনো শর্তে এই নারীর আপনজন ফিরে আসুক - যে কোনো শর্তে।
আমার ধারণা গোলাপ ফুলের সাথে সুখের চেয়ে দুঃখকষ্ট বেশী জড়িত। গোলাপ সহ অন্যান্য ফুল নিয়ে আরো লিখবেন এই প্রত্যাশা করছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন।
১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৩০
মুক্তা নীল বলেছেন:
ঠাকুর দা,
আমাদের জীবনের সুখ-দুঃখ হাসি আনন্দের সাথে গোলাপ ফুল মিশে আছে ঐতিহ্যের মতন।
যুদ্ধ ফেরত সৈনিকদের সিনেমার সেই মহিলার গোলাপ ফুল দেয়ার ক্যাপশনের দৃশ্যটি আবেগপ্রবণ
বটেই এবং সে সাথে আমাদের বাস্তব জীবনেও আমরাও এর বাহিরে নই । আপনার মন্তব্যে গোলাপ
ফুলের অনুভূতি খুঁজে পেলাম এবং কৃতজ্ঞতা রইলো ।
ভালো ও নিরাপদে থাকুন।
৪| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৩:০৯
নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ
১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৩৩
মুক্তা নীল বলেছেন:
আলি ভাই ,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৫| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৪৮
ঢাবিয়ান বলেছেন: বাহ গোলাপের রং অনুসারে এর ব্যবহারের কথা জানা ছিল না। হলুদ ছাড়া আর সব কয়টি রং এর গোলাপই ভাল লাগলো
১৫ ই জুন, ২০২০ রাত ৯:০৫
মুক্তা নীল বলেছেন:
ঢাবিয়ান ভাই ,
দিন যতো এগোচ্ছে ততোই যেনো অনেক কিছুতেই নতুনত্ব সৃষ্টি হচ্ছে।
বাহারী রঙের বিভিন্ন গোলাপ ফুল নিজেদের আভিজাত্যে সকলের মন জয়
করে নিয়েছে । গোলাপ ফুল সম্পর্কে আপনাকে সামান্য জানাতে পেরেছি
জেনে আমারও ভালো লাগছে।
অনেক ধন্যবাদ ও ভালো থাকুন।
৬| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৪৩
ভুয়া মফিজ বলেছেন: যাক, ব্লগের আরেকজন কুমীরের পোষ্ট দেয়াজনিত শীতনিদ্রা ভাঙ্গলো। ব্লগের এবং ব্লগারদের পরম এবং চরম সৌভাগ্য!!
গোলাপ ফুলের বিবরন নিয়ে এসে ভালো করেছেন। আমি আসলে গোলাপ, জবা আর ''লাল গেন্দা ফুল'' ছাড়া আর কোন ফুল সম্পর্কে বেশী ভালো জানি না। এ'জন্যে আমার আন্তরিক কৃতজ্ঞতা জানবেন।
প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, এই তিনটার মধ্যে আমার সব চাইতে প্রিয় হলো ''লাল গেন্দা ফুল''।
এ'ভাবেই বছরের প্রতি কোয়ার্টারে একটা করে পোষ্ট দিয়ে আপনার পোষ্টদান সংক্রান্ত উপস্থিতি আমাদেরকে জানিয়ে যাবেন। এই আশাবাদ ব্যক্ত করছি।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:৩৪
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
হায় হায় মফিজ ভাই এই কি লজ্জা দিয়ে আমাকে হাসতে
হাসতে কি বললেন !! যান আগামী ১০ দিনের পরে নতুন
একটা পোস্ট এই কথার জবাবে । শীতনিদ্রা নাই ভাই
তন্দ্রা নিদ্রায় থাকি সব সময় ।
গোলাপ ফুলের বিবরণ নিয়ে আসা আপনার ভালো লাগলো
-- এটাতো আমার জন্য পরম পাওয়া এবং সৌভাগ্য। ব্লগে
আসি আপনাদের মত অনেক প্রিয় ব্লগারদের লেখা পড়তে
এখন আর কোনো গল্পের বই বা ম্যাগাজিন পড়াই হয় না।
শুনেন ভাই , লাল গেন্দা ফুল কেন আপনার এত প্রিয় আমি
জানি । পহেলা ফাল্গুনে নারীরা হলুদ বাসন্তী রঙের শাড়ীর
সাথে লাল গেন্দা ফুল ফোটে তো তাই ( হি হি )যদিও এখন
আর ঢাকায় থাকেন না কিন্তু তাতে কি স্মৃতি বড়ো অটুট ।
কষ্ট করে এসে পোস্টখানা পড়ে সুন্দর একখানা মন্তব্য করায়
অনেক আন্তরিক ধন্যবাদ ও ভালোলাগা।
ভালো ও নিরাপদে থাকুন ।
৭| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫৫
নুরুলইসলা০৬০৪ বলেছেন: সবুজ গোলাপ আর কালো গোলাপ দেখা হয় নাই।ভালো লাগলো।ফুল সম্পর্কে আরো জানার অপেক্ষায় থাকলাম।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:৪২
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
আমার ছোট্ট ব্লগ বাড়িতে আপনাকে স্বাগতম ।
আমাদের অনেকেরই অনেক ধরনের ফুল দেখা হয়না
আশাকরি অন্য কোন এক সময় দেখার সৌভাগ্য
হবে । ধন্যবাদ আপনাকে ।
৮| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৩
আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল,
গোলাপের সুগন্ধ তো বটেই সাথে "ফুল নেবে গো..." বলে ডাক দিয়ে গেছেন লেখায়।
আরো কতো রঙের যে গোলাপ আছে...
কোরাল গোলাপ - কামনা আর আকাঙ্খার রঙ। জীবনে আসা প্রথম মানুষটিকে কামনা করে এটা দিতে পারেন।
স্যামন গোলাপ ( স্যামন মাছের মতো যার রং ) - উচ্ছাস আর উদ্দীপনার রঙ। সম্পর্ক গড়তে গেলে এটা কারো হাতে তুলে দেয়া আপনার উচ্ছাসের প্রকাশ ।
পীচ রঙা গোলাপ - নম্রতা, আন্তরিকতা আর কৃতজ্ঞতার রঙ। কাউকে কতোটুকু আপনি অনুভব করেন এটা বোঝাতে এই নম্র রঙের গোলাপটি দিতে পারেন।
১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৫
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
গোলাপ ফুলের সুগন্ধী দিয়ে ফুল প্রেমী প্রিয় মানুষকে
আমার সামান্য লেখায় আনতে পেরে নিজেকে সৌভাগ্যবান
লাগছে । জী ভাই ঠিকই বলেছেন , নতুন নতুন আরো অনেক
প্রজাতির গোলাপ ফুল আছে । সেই ছোটবেলা থেকেই আজ
অব্দি পর্যন্ত হরেক রকমের ফুলের মধ্যে গোলাপ ফুল আমার
ভীষণ প্রিয়।সেই সাথে এতো সুন্দর গোলাপ ফুলের ছবিগুলো
একদম পোষ্টের জন্য পারফেক্ট পাওয়া। কোরাল , স্যামন ও
পীচ ফুলের জন্য অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
সবসময়ই ভালো ও নিরাপদে থাকুন।
৯| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
রাজীব নুর বলেছেন: আমার তোলা। আপনার জন্য।
১৫ ই জুন, ২০২০ রাত ১০:০০
মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
অনেক অনেক খুশি ও আনন্দিত হ'লাম আপনার কাছ
থেকে উপহার পেয়ে , ধন্যবাদ ।
১০| ১৫ ই জুন, ২০২০ রাত ৮:০০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন সব গোলাপ ফুল । কালোগোলাপ নাকি সবচে দামী । লাল গোলাপ শুভেচ্ছা আপনার জন্য ।
১৬ ই জুন, ২০২০ রাত ৮:২৯
মুক্তা নীল বলেছেন:
হ্যাঁ ঠিকই বলেছেন সেলিম ভাই কালো গোলাপ খুবই দামী।
হয়তোবা এই কালো গোলাপ ফুলও উপলব্ধি করতে পারে
মানুষের জীবনের মূল্য অনেক বেশি , তাই খুব রেয়ার ।
আপনাকে ও কবিতায় ফুলের শুভেচ্ছা রইলো ।
ভালো ও নিরাপদ থাকুন ।
১১| ১৫ ই জুন, ২০২০ রাত ৮:০২
জোবাইর বলেছেন: বাহারি রংয়ের গোলাপ ফুল ও এগুলোর বৈচিত্র ও সারমর্ম জানানোর জন্য ধন্যবাদ ও কমলা গোলাপীয় শুভেচ্ছা রইলো।
১৬ ই জুন, ২০২০ রাত ৮:৫৪
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
আমার ব্লগ বাড়িতে প্রথম আগমনের জন্য আপনাকে
অভিনন্দন। গোলাপ ফুল ভীষণ প্রিয় তাই সামান্য একটু
লেখা। আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম এবং
আপনাকেও ফুলের শুভেচ্ছা রইলো ।
ভালো ও নিরাপদে থাকুন।
১২| ১৫ ই জুন, ২০২০ রাত ৮:১১
ওমেরা বলেছেন: নীল মুক্তা আপু গোলাপ ফুলের এত এত মরতবা জেনে খুব ভালো লাগল , পোষ্টে গোলাপফুলের মত ভালোলাগা।
অনেক অনেক ধন্যবাদ আপু।
১৬ ই জুন, ২০২০ রাত ৮:৫৭
মুক্তা নীল বলেছেন:
ওমেরা আপা ,
সামান্য লেখায় অসামান্য উপহার পেলাম এবং খুব খুশি
হলাম আপনার কাছ থেকে রেইনবো গোলাপের শুভেচ্ছা
পেয়ে এছাড়া আরেকটি তো আছেই নীল মুক্তা।
অনেক ভালোবাসা রইলো ওমেরা আপা ।
১৩| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:০৬
মৃন্ময়ী শবনম বলেছেন:
স্কুল ও কলেজ জীবনে বইয়ের ভেতর গোলাপ রেখে দেওয়া ছিলো আমার এক পছন্দের কাজ। কখনো কখনো বইয়ের ভেতর গোলাপের পাপড়িও রেখে দিতাম। একবার নীলক্ষেত হতে পুরোনো বই কিনে বইয়ের পাতায় পাতায় বেশ কিছু গোলাপের পাপড়ি পেয়েছিলাম সাথে বইয়ের পাতায় পেন্সিলে আঁকা গোলাপের ছবি - হয়তো আমার মতোই কোনো একজনের কাজ।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:০২
মুক্তা নীল বলেছেন:
শবনম আপা ,
আপনার সাথে তো আমার দারুণ মিল এ কাজটি
আমিও করতাম।তবে আমার জীবনে প্রথম গোলাপ
ফুল আমার হাতে করা টবের গাছ থেকে ছিঁড়ে রেখে
ছিলাম বইয়ের ভাঁজে। অনেক বছর যত্নে রাখার
পর কিভাবে যেন সেটা হারিয়ে গেল। আপনার দেওয়া
শুকিয়ে যাওয়া বইয়ের ভাঁজে ফুলের ছবিটা অসাধারণ।
আহা এটা দেখে মনে হচ্ছে কেউ হারিয়ে গেলেও তার
স্মৃতিচিহ্ন টুকু হারিয়ে যায়নি ।পুরনো স্মৃতিতে ফিরিয়ে
নেওয়ায় অনেক অনেক ভালোলাগা।
ভালো ও নিরাপদে থাকুন।
১৪| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:১১
মনিরা সুলতানা বলেছেন: বাহ ! খুব ভালো লাগলো লেখা।
রঙের বাহারে গোলাপের ব্যবহার।
সুন্দর পোষ্ট ।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:০৫
মুক্তা নীল বলেছেন:
মুনিরা আপা ,
আপনার উপস্থিতি সবসময়ই আনন্দের । দিন কে
দিন বিভিন্ন ধরনের উৎসব ও সৃজনশীল সম্পর্ক
রঙের বাহারে গোলাপের ব্যবহার এখন বেশ গর্জিয়াস।
বাহারি রঙের গোলাপ ফুল যেন চির নতুনের আহ্বান
এবং তাকে স্বাগত জানাই।
ভালো ও নিরাপদ থাকুন ।
১৫| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:৫৩
সোহানাজোহা বলেছেন:
শুভেচ্ছা নিবেন আপনার গোলাপ ফুল সংক্রান্ত পোস্ট সামহোয়্যারইন ব্লগের নির্বাচিত পাতায় স্থান পেয়েছে।
সিঙ্গাপুরে ফাস্টফুড শপগুলোতে মা দিবস, ভালোবাসা দিবসে কেক, পেস্ট্রি, বিস্কুট ও ডোনাট পাওয়া যায় যাতে গোলাপ পাপড়ি দেয়া থাকে - খেতে বেশ ভালোই লাগে। তাছাড়া বাংলাদেশে সিলেট শাহজালাল (রাঃ) দরগাহ ও শাহ পরান (রাঃ) দরগাহতে এক ধরনের মিষ্টান্ন পাওয়া যায় তাতেও গোলাপের পাপড়ি দেয়া থাকে। গোলাপ ফুলের যে কতো ব্যবহার আছে তার হিসেব করে শেষ করা যাবে না।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:০৯
মুক্তা নীল বলেছেন:
সোহানাজোহা আপা ,
আপনাকেও শুভেচ্ছা , কেমন আছেন ? এ সামান্য লেখা
নির্বাচিত পাতায় স্থান পেয়েছে সেটা দেখে আমারো ভালো
লাগছে । বিভিন্ন দিবসে খাবারের উপর গোলাপের পাপড়ি
শুধু খাবারে ডেকোরেশনের জন্য নয় এতেই ভালোবাসার
বহিঃপ্রকাশ ঘটে একটা অন্যরকম কোন কিছুতে।
সিলেটের মাজার শরীফে এক ধরনের হালুয়ার উপর লাল
গোলাপের পাপড়ি গুলো ছিটিয়ে রাখা হয়। ঠিকই বলেছেন
আমি ভুলে গিয়েছিলাম আপনি বলছেন তাই মনে হলো।
সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
ভালো ও নিরাপদে থাকুন।
১৬| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:১২
শের শায়রী বলেছেন: জীবনে কাউরে কোন গোলাপ দেই নাই, তবে আপনার পোষ্টের বেগুনী গোলাপটা ভালো লাগছে বোন।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:১১
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
জীবনে কাউরে কোন গোলাপ দেই নাই , তাই নাকি?
ভালো কথা যেহেতু আপনার বেগুনি ফুলটি পছন্দ হয়েছে
ঘরের রানীক এই রাজকীয় ফুলের শুভেচ্ছা জানাতে পারেন।
অনেক ভালো লাগলো আপনাকে আমার পোস্টে পেয়ে।
ভালো ও নিরাপদে থাকুন।
১৭| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:১৪
আহমেদ জী এস বলেছেন: মুক্তা নীল,
আগের করা মন্তব্যটি অসাবধানে মুছে গেছে বলে আমার পোষ্টে দুঃখ প্রকাশ করে এসেছেন। দুঃখ প্রকাশের কিছুই নেই , ওটা স্বাভাবিক।
আগের করা মন্তব্যের যতোটুকু মনে আছে দেখি সেটাই দিতে পারি কিনা।
গোলাপের সুগন্ধি ছড়ালেন তো বটেই সাথে " ফুল নেবে গো...." বলেও ডাক দিয়ে গেলেন।
গোলাপের আছে আরও হাযারো রকম। কিছু কিছু তুলে দিচ্ছি -
ক্লোরাল গোলাপ - কামনা আর আকাঙ্খার রঙ। কামনা করার মতো জীবনে নতুন কোনও মানুষকে এটা উপহার দিতে পারেন।
পীচ রঙা গোলাপ - নম্রতা, আন্তরিকতা আর কৃতজ্ঞতার মিষ্টি রঙ। কাছের মানুষদের এমন একটি ফুল দেয়া আপনাকে মিস্টি করে তুলতেই পারে।
স্যামন গোলাপ ( স্যামন মাছের রঙ ) - কমলার থেকে বেশী গোলাপী আর পীচের চেয়ে কিছুটা গাঢ় রঙের। এ রং উচ্ছাস আর উদ্দীপনার। সম্পর্ক গড়তে চাইলে এমন রঙের একটি ফুল কারো হাতে তুলে দেয়াই যায়।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:১৫
মুক্তা নীল বলেছেন:
শ্রদ্ধেয় জী এস ভাই ,
আপনার আগের মন্তব্যটা আমি আনতে পেরেছি সেটা
আমার জন্য অনেক বড় আনন্দের। মন্তব্যটা মুছে গিয়েছে
তাই খুব মন খারাপ লাগছিল এবং এজন্য আমি অন্য
কমেন্টের উত্তর দিতে পারছিলাম না। যাইহোক এটাও
থাকবে এটা আমার বোনাস । আপনাকে আমি বলেছি
এবং কষ্ট করে পুনরায় আবার আমাকে মন্তব্য করেছেন
সেজন্য অনেক অনেক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।
১৮| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:৫৭
রাজীব নুর বলেছেন: ভালোবাসা ভাই।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:১৭
মুক্তা নীল বলেছেন:
রাজীব ভাই ,
মন্তব্য মনে হয় ভূলে এসেছে।
১৯| ১৬ ই জুন, ২০২০ রাত ১২:২৮
কাওসার চৌধুরী বলেছেন:
বিভিন্ন জাতের গোলাপ ফুলের সাথে পরিচিত হলাম। ভালো লাগলো পড়ে।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:১৯
মুক্তা নীল বলেছেন:
কাওসার ভাই ,
অনেকদিন পর আপনাকে পেয়ে ভালো লাগছে এই সামান্য
লেখায়। গোলাপের সাথে কিছুটা পরিচিতি এবং লেখা ভাল
লাগায় আন্তরিক ধন্যবাদ রইলো ।
ভালো ও নিরাপদে থাকুন।
২০| ১৬ ই জুন, ২০২০ রাত ৩:৩০
অনল চৌধুরী বলেছেন: অনেক দিন পরে লিখলেন।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:২২
মুক্তা নীল বলেছেন:
জী দাদা অনেকদিন পরেই লেখলাম ।
ভালো ও নিরাপদে থাকুন ।
২১| ১৬ ই জুন, ২০২০ সকাল ৮:২২
পদাতিক চৌধুরি বলেছেন: কি সুন্দর! চোখের পক্ষে দারুণ প্রশান্তিময়।
গেরুয়া, নীল ও হাল্কা সবুজ রঙের গোলাপ তিনটি আমার ভীষণ ভালো লেগেছে । একেবারে টাটকা ফোঁটা মনে হচ্ছে। অনেক দিন পরে প্রিয় ছোট বোনের গোলাপের অভ্যর্থনা পোস্টে ভালোলাগা।
আহমেদ জী এস ভাইয়ের কমেন্টে লাইক।
শুভকামনা প্রিয় ছোট বোনকে।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:২৪
মুক্তা নীল বলেছেন:
দাদা ,
আসলেই দাদার সুন্দর কিছু ফুল দেখলে চোখ ও মন
প্রশান্তিময় হয়ে ওঠে । গোলাপ ফুলকে যে নামেই ডাকা
হয় না কেন গোলাপ গোলাপই। এমনই রাজকীয় বাহার
তার রূপ। অনেকটা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী মতো ।
পোস্টে ভালোলাগায় দাদা কৃতজ্ঞতা জানবেন।
সব সময় ভালো ও নিরাপদে থাকুন।
২২| ১৬ ই জুন, ২০২০ সকাল ১০:০৮
আরোগ্য বলেছেন: মুক্তা আপু,
কেমন আছেন? সকালবেলা আপনার পোস্ট পড়ে ভালোই লাগছে। এতো বিশ্লেষণ মাথায় থাকবে না তাই পোস্ট প্রিয়তে, ভবিষ্যতে কাজে লাগবে আশা করি।
সূা আরোগ্য থাকুন আপু।
১৬ ই জুন, ২০২০ রাত ৯:২৯
মুক্তা নীল বলেছেন:
আরোগ্য ,
আল্লাহর রহমতে ভালো আছি আমি।
দোয়া করি আপনিও আগের চেয়ে এখন আরো সুস্থ ও
ভালো আছেন।এতো সুন্দর গোলাপের তোড়া উপহার পেয়ে
আমারো ভালো লাগছে । গোলাপ শুধুমাত্র একটি ফুল নয়
মানুষের জীবনের সৌন্দর্য আর রোমান্টিকতার প্রতীক হিসেবে
এটি আলো ছড়ায়। অনেক কৃতজ্ঞতা রইল ভাই এই সামান্য
পোস্টটি প্রিয়তে নেয়ার জন্য ।
সব সময় ভালোও নিরাপদে থাকুন পরিবারের সকলকে
নিয়ে ।
২৩| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:৩৬
ভুয়া মফিজ বলেছেন: শুনেন ভাই , লাল গেন্দা ফুল কেন আপনার এত প্রিয় আমি জানি । পহেলা ফাল্গুনে নারীরা হলুদ বাসন্তী রঙের শাড়ীর সাথে লাল গেন্দা ফুল ফোটে তো তাই লাল গেন্দা ফুল কেন আমার এত প্রিয় বোঝেন নাই। এখানে দেখেন, লাল গেন্দা ফুল
১৬ ই জুন, ২০২০ রাত ৯:৩৮
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
অতপর বুঝিলাম যদিও দেরিতে লাল গেন্দা ফুল কেন
এতো প্রিয়। তাহলে তো এই লাল গেন্দা ফুল
আপনাদের মতো অনেকেরই মাথা নষ্ট করা ভীষণ
প্রিয় । থাক এত লাল গেন্দা ফুল দেখার দরকার নাই
চক্ষু খানা নষ্ট হইয়া যাইতে পারে।পরে আমরা আমাদের
মফিজ ভাইকে হারিয়ে ফেলবোসুন্দর সুন্দর লেখা থেকে
আর কিছু বলবো না , এবার আসি খোদাহাফেজ।
পুনরায় এসব বোঝানোর জন্য স্পেশাল থ্যাংকস।
২৪| ১৭ ই জুন, ২০২০ রাত ১২:৩৭
জাফরুল মবীন বলেছেন: বাহ! গোলাপের কাব্যিক উপস্থাপনা।
চমৎকার পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য।
১৭ ই জুন, ২০২০ রাত ৯:৩১
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
আমার ছোট্ট ব্লগ বাড়িতে আপনার প্রথম আগমনের
জন্যে রইলো অভিনন্দন । ফুলের রাজ্যে সবচাইতে
পরিচিত ও মনোমুগ্ধকর ফুল হচ্ছে গোলাপ। বিভিন্ন
বাহারি রঙের গোলাপের কত জিবি ভিন্নব্যবহার ,
তাই সামান্য কিছু তুলে ধরলাম।
আপনার জন্য অনেক ধন্যবাদ ও শুভকামনা রইলো।
২৫| ১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:১০
করুণাধারা বলেছেন: মুক্তা নীল, অনেক দিন পর এমন চমৎকার পোস্ট নিয়ে এসে মন ভরিয়ে দিলেন!! এমনিতে বেশিরভাগ সময় মন দুশ্চিন্তাগ্রস্থ আর বিষন্ন থাকে, গভীর ভাবে চিন্তা করতে হয় এমন পোস্ট পড়তে ভালো লাগে না। তাই এই পোস্টে দেয়া নানারকম
১৮ ই জুন, ২০২০ বিকাল ৫:৩১
মুক্তা নীল বলেছেন:
আপা ,
আজ এতো বছর পরেও ফুলের এই প্রাগৈতিহাসিক
ও নান্দনিকতার অপার সৌন্দর্যে আমাদের সকলকে
মুগ্ধ করে এবং মন ভালো রাখে ।এই সামান্য লেখা
যদি আপনার কিছুটা ভালোলাগে , তবে তা আমার
জন্য অনেক বড় পাওয়া। আপা, এতো দুশ্চিন্তাগ্রস্ত হলে
শরীর এতে আরও খারাপ করবে। মনোবল হারাবেন না
এবং আল্লাহর উপর ভরসা রাখুন ।
দোয়া করি পরিবারের সকলকে নিয়ে ভালো থাকুন ।
২৬| ২২ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৮
মিরোরডডল বলেছেন:
নীলাপু ভীষণ সুন্দর ফুলগুলো । কালো আর সবুজ গোলাপ সামনে দেখিনি কখনও ।
“আমি খুঁজে নেবো সেখান থেকে
একটি গোলাপ
আমার জন্য
এ রাতে”
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:১৩
মুক্তা নীল বলেছেন:
আপনাকে পুষ্প বৃষ্টির শুভেচ্ছা।
গোলাপ ফুলের সৌরভ ও সৌন্দর্য অনুভব করুন
অবসরে, নির্জনে, একাকিত্বে দেখবেন খুব ভালোলাগবে ।
চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ ।
মিরোরডল খুব সুন্দর একটি নিকনেম কিন্তু কেমন যেনো
একটা অন্যরকম মায়া লাগে ।
ভালো ও নিরাপদে থাকুন ।
২৭| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:২১
নীল আকাশ বলেছেন: ভুয়া মফিজ বলেছেন: যাক, ব্লগের আরেকজন কুমীরের পোষ্ট দেয়াজনিত শীতনিদ্রা ভাঙ্গলো। ব্লগের এবং ব্লগারদের পরম এবং চরম সৌভাগ্য!!
যাক অবশেষ কুমীরের শীত নিদ্রা ভেঙ্গেছে। সেটাও বা কম কিসের?
প্রতিটা গোলাপের ফুলের ছবি অসাধারণ লেগেছে তার সাথে এর বর্ননা। জী এস ভাইয়ের মন্তব্য যেন পোস্টটাতে পূর্ণতা এনে দিয়েছে। এক সময় নিজের বারান্দায় গোলাপ ফুলের চাষ করতাম। সকাল বেলা একটা নতুন গোলাপ ফুটেছে দেখলেই মন খুশিতে ভরে যেত।
পোস্ট খুব সুন্দর হয়েছে।
লাইকড সহ সোজা প্রিয়তে রাখলাম।
ভালো থাকুন সব সময়, এবং নিরাপদে থাকুন।
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩২
মুক্তা নীল বলেছেন:
আমার ভাইয়ের মন্তব্য না পাওয়া অব্দি পোস্টটা কেমন
যেনো অসম্পূর্ণ রয়ে গিয়েছিল । মনে মনে আপনারই অপেক্ষা
করছিলাম । আপনিও মফিজ ভাইয়ের মতো বলে দিলেন ,
আর লজ্জা দিয়েন না ভাই।
নিজের হাতে ফুটানো ফুল দেখার আনন্দই আলাদা । এছাড়া
ফুলের রাজ্যে সবচেয়ে মনোমুগ্ধকর ও পরিচিত ফুল গোলাপ
ফুল। বিভিন্ন রকম ফুলের মধ্যে গোলাপ ফুলের প্রচলন
এখনো সব ফুলের শীর্ষে । জী এস ভাইয়ের মন্তব্যে
পোস্টটিতে পূর্ণতা এনে দিয়েছে আমারো ঠিক তাই মনে
হয়েছে। আপনাকেও ধন্যবাদ চমৎকার মন্তব্যের জন্য।
গোলাপ ফুলকে নিয়ে সামান্য লেখাটুকু প্রিয়তে নিয়ে
আমাকে কৃতজ্ঞতায় বাঁধলেন ।
অনেক ধন্যবাদ ভালো থাকুন সবসময় ।
২৮| ২৩ শে জুন, ২০২০ বিকাল ৩:২২
নীল আকাশ বলেছেন: গোলাপ নিয়ে রোমহর্ষক গল্প পড়ার ব্যাপারে আগ্রহী আমি। লিখে ফেলুন এটা নিয়ে সিরিজ।
২৫ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৭
মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই ,
আপনার মতো এতো বড় গল্পাকার ব্যক্তির এই মন্তব্য
পেয়ে আমার হাত রীতিমতো কাঁপছে । তবে লিখবো
রোহমর্ষক হবে না ভাই ছাইপাশ লেখা হবে ।
সব সময় ভালো আর নিরাপদে থাকুন ।
২৯| ২৭ শে জুন, ২০২০ রাত ১০:১৬
শায়মা বলেছেন: লাল হলুদ কমলা আর গোলাপী গোলাপ!!!
কি যে প্রিয়!!!!!!!!
আসলেই গোলাপ ফুলের রাণি!!!
২৯ শে জুন, ২০২০ দুপুর ১:২৫
মুক্তা নীল বলেছেন:
শায়মা আপা ,
আমার ব্লগ বাড়িতে প্রথম আগমনের জন্য আনন্দবোধ
করছি । গোলাপ ফুল ভালোবাসা না এমন মানুষ হয়তো
পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে না ।
আপনাকে লাল গোলাপের শুভেচ্ছা ।
ভালো থাকুন সব সময়।
৩০| ২৮ শে জুন, ২০২০ রাত ৯:৫৭
জুন বলেছেন: গোলাপ ফুলের সৌন্দর্যে মুগ্ধ হোলাম। সবুজ গোলাপ কি আছে নাকি? জানা হয়নি। খুব খুব প্রিয় এই ফুল নিয়ে একটি মজার অভিজ্ঞতা আছে আমার। ইন্ডিয়ার চন্ডিগড় ঘুরতে বেরিয়েছি নিজেরাই। গুগুল ঘেটে দেখলাম সেখানে বিখ্যাত একটি বাগান নাম রোজ গার্ডেন যার পুরোটা জুড়েই গোলাপ বাগান। গিয়ে দেখি লাল গোলাপি ফুলতো দুরের কথা সবুজের চিনহ পর্যন্ত নেই। শুধু কতগুলো ডাল পোতা। একজন জানালো এটা অফসিজন তাই প্রুনিং করে রেখেছে
এই ভাষা বিভ্রাটের জন্য সেখানকার বিখ্যাত শুখা লেক দেখতে যাই নি। ভেবেছি শুখা মানে শুকনো। পরে শুনলাম শুখা অর্থ সুখ আর তার সৌন্দর্য নাকি দেখার মত। তবে চন্ডিগড়ের রক গার্ডেন দেখে মুগ্ধ হয়েছিলাম।
২৯ শে জুন, ২০২০ দুপুর ১:৩৬
মুক্তা নীল বলেছেন:
জুন আপা ,
গোলাপের সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন জেনে আনন্দিত হলাম
আর সেজন্য আপনাকে আমার পোস্টে আসতে বলেছিলাম।
পৃথিবীতে প্রায় ১০০ প্রজাতির গোলাপ ফুল আছে । বিভিন্ন
দেশে হাইব্রিড চাষের মাধ্যমে ভিন্ন রংয়ের গোলাপ ফুটাতে
সক্ষম হয়েছে। সাধারণত গোলাপ গাছ অনেক বছর বাঁচে।
পৃথিবীর মধ্যে সবচাইতে প্রাচীন জীবিত গোলাপ গাছ টি
জার্মানির হিলডেসহেইমে শহরের গির্জায় বেড়ে উঠেছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মিত্রশক্তির বোমায় গির্জাটি গুঁড়িয়ে
গেল গোলাপ গাছটি মরেনি । অসাধারণ জীবনীশক্তির এই
গাছটি সারা পৃথিবীর বিস্ময়। রোজ গার্ডেন দেখতে যেয়ে
কিছুই দেখতে পাননি শুনে আমিও মর্মাহত হলাম ।
কোথাও বেড়াতে গেলে আশানুরূপ কিছু না হলে আফসোস
এর সীমা থাকেনা । থাক আপু, আপনার রক গার্ডেন
বেড়ানো মুগ্ধতা আশা করি কিছুটা হলেও সেই দুঃখ ভুলিয়ে
দিয়েছিলো । আমার সাথে আপনার রোজ গার্ডেনের ঘটনাটি
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আর আমারও নতুন একটা
কিছু জানা হলো । আপনার আন্তরিক মন্তব্যে প্রীত হলাম।
সবসময় ভালো থাকুন ।
৩১| ৩০ শে জুন, ২০২০ রাত ২:৩৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: কালো গোলাপ প্রাকৃতিকভাবে হয় না। তবে কিছু গোলাপ আছে যে গুলি খুবই গাড় রঙের হয়। এগুলিকে কিছু কৌশলে কালো বানানো হয়। বাংলাদেশের পিলখানাতে এক সময় হরেক রকমের গোলাপের বাগান ছিল। হয়ত এখনও আছে।
৩০ শে জুন, ২০২০ সকাল ১১:১৩
মুক্তা নীল বলেছেন:
জ্বি ভাই আমিও শুনেছি গাঢ়ো খয়েরি রঙের গোলাপ কে
প্রসেসিং করে কালো গোলাপ এ রূপান্তরিত করা হয় ।
আমার সবচেয়ে অবাক লেগেছে সাতরঙা গোলাপ ফুল
ফোটানো । পিলখানার ঝাঁক ঝাঁক বিভিন্ন রঙের গোলাপ ফুল
ভীষণ নজরকাড়া ছিলো ।
আমার এই সামান্য লেখায় আপনাকে অনেক ধন্যবাদ ও ভালোলাগা জানবেন
৩২| ২৮ শে আগস্ট, ২০২০ রাত ১১:১২
খায়রুল আহসান বলেছেন: চমৎকার গোলাপ বৃত্তান্ত লিখেছেন! পড়ে যেমন মন প্রসন্ন হলো, গোলাপগুলোর ছবি দেখেও তেমনি দু'চোখ জুড়িয়ে গেল!
আপনার পোস্টে দেয়া গোলাপগুলোর সাথে উপরি পাওনা হিসেবে পাওয়া আহমেদ জী এস রাজীব নুর, ওমেরা এবং আরোগ্য এর দেয়া ফুলগুলোও চোখ জুড়িয়ে দিল। আর তা ছাড়া বই এর পাতার ভেতরে রাখা মৃন্ময়ী শবনম এর শুকিয়ে যাওয়া গোলাপটি দেখেও ছোটবেলায় আমাদের ভাইবোনদের মাঝে এসব কাজ করার প্রবণতার কথাও মনে পড়ে গেল!
এই করোনাকালে কোয়ারেন্টাইন-আবদ্ধ ব্লগ জীবনে হঠাৎ করে গোলাপের সুবাতাস ছড়িয়ে গেলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ।
পোস্টে ভাল লাগা + +।
৩০ শে আগস্ট, ২০২০ রাত ১০:৩৫
মুক্তা নীল বলেছেন:
ভাই ,
আপনার আগমনে এবং মন্তব্য আমি অনুপ্রাণিত ও কৃতজ্ঞ আপনার কাছে। এতো চমৎকারভাবে আপনি আমার গোলাপ ফুল পোস্টে এসে মন্তব্য করলেন , যেনো মনে হচ্ছে কোন গোলাপের সুবাস আমি পেলাম। গোলাপের ভুবন মোহিনী রূপে মন তো প্রসন্ন হবেই। মিলনে, বিরহে , উৎসব-পার্বণে সবকিছুতেই এই ফুল ছাড়া আমরা অচল । গোলাপ গোলাপ-ই এজন্যই মনে হয় গোলাপ ফুলকে ফুলের রানী বলা হয়। আহমেদ জী এস ভাই , ওমেরা আপা, রাজিব ভাই ও আরোগ্য উনাদের দেওয়া উপহার গুলো উপরি পাওয়া
--- ঠিকই বলেছেন।মৃন্ময়ী শবনম আপার এর মতো আমরাও বইয়ের ভাঁজে গোলাপ রাখতাম এবং আপনার স্মৃতিচারণে আমি মুগ্ধ। আমার আন্তরিক ধন্যবাদ গ্রহন করুণ ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ২:১১
বিজন রয় বলেছেন: গোলাপের এত প্রকার আছে তা আগে জানতাম না।
আপনাকে ধন্যবাদ।