নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তা নীল

মুক্তা নীল › বিস্তারিত পোস্টঃ

কলুষ উপন্যাস পড়ার অনুভূতি

১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৫১




আমি অল্প কিছুদিন ধরে সামহোয়্যারইনব্লগে আছি, অবসর সময়ে ব্লগের লেখা পড়ার চেষ্টা করি, ব্লগারদের প্রকাশিত বইও পড়ার চেষ্টা করি। সামহোয়্যারইনব্লগের ব্লগার নীল আকাশ মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ ভাই একজন ব্লগের পরিশ্রমী ও সার্থক ব্লগার । যিনি মূলত গল্পাকার ও বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে দুর্দান্ত লিখেন । এবারের বইমেলায় লেখক এর তৃতীয় উপন্যাস কলুষ প্রকাশিত হয়েছে । কলুষ নামটির যথাযথ সার্থকভাবেই সার্থকতা দেখিয়েছেন । ভৌতিক উপন্যাস হিসেবে যথেষ্ট ভয়ও পাইয়ে দিয়েছেন । "কলুষ" বইয়ের সবচেয়ে চমক ছিল এই বইটি ব্লগের মডারেশন টিম এবং সামহোয়্যারইনব্লগের সকল ব্লগারকে উপন্যাসটা উৎসর্গ করেছেন ।

কলুষ উপন্যাস ২৪টি পর্ব আকারে সাজানো হয়েছে । যাদুবিদ্যার অপদেবতার পূজা করা হয় ক্ষমতা কিংবা আধ্যাত্মিক শক্তি হাসিলের জন্য । পৃথিবীতে বিভিন্ন জাতির বিভিন্ন ধর্ম এবং মোটামুটি সব ধর্মেই অপদেবতার উপস্থিতি লক্ষণীয়। বিভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন অপদেবতাদের এবং কাহিনীর প্রয়োজনে বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন আচার অনুষ্ঠান প্রথা তথা রীতিনীতি উল্লেখ করা হয়েছে । এই বইটা পড়তে গিয়ে লেখক বারবার কয়েকটি বিষয় নিয়ে দ্বিধা ফেলেছেন -- এই পৃথিবীতে অনেক কিছু ঘটে গেছে যার আজও কোন ব্যাখ্যা পাওয়া যায়নি ভবিষ্যতেও অনেক কিছু ঘটবে যার ব্যাখ্যা কেউ দিতে পারবে না ।

একজন নারায়ন চট্টোপাধ্যায়ের সাধক ও আধ্যাত্মিক হওয়ার কাহিনী এই উপন্যাসের অন্যতম দিক। কারণ এটুকু আমার কাছে বাস্তবতা আর সেকালে একালের এপিক ওপিঠ মনে হয়েছে । মজার ব্যাপার হলো ভৌতিক উপন্যাসেও যুনায়েদ ভাই পরকীয়ার অন্ধকার দিকটা তুলে ধরেছেন । সাঁওতালি উপজাতি জনগোষ্ঠীর লোক অপর ধর্মের প্রতি হিংসার কবলে পরিবারের সকল সদস্যকে হারিয়ে ছোট শিশু ছেলেটাই আজ শিবু তান্ত্রিক । শিবুর সাধনার দ্বারা অদৃশ্য মহাশক্তি অর্জনের কাহিনী অত্যন্ত রোমাঞ্চকর অনেকটা গা শিউরে ওঠার মতোই । প্রতিটি ঘটনার পর ঘটনা অনেক রহস্যের জন্ম দিয়েছে । বেশ কিছু রাজনৈতিক চরিত্রকে অর্থপূর্ণভাবে বাস্তবের আঁধারে তুলে ধরা এবং তাদের ভয়াবহ মৃত্যুর কারণ হিসেব মৃত্যু বর্ণনা উচ্চমার্গের তান্ত্রিকরা শক্তি সাধনার মাধ্যমে অলৌকিক ক্ষমতার বর্ণনা অসাধারণ হয়েছে । এছাড়াও কিভাবে কামাখ্যা দেবী প্রধান তান্ত্রিক দেবী হিসেবে সমগ্র ভারতে প্রসিদ্ধ হয়ে উঠেন , শিব সাধনার ইতিহাস , মহাদেবীর পূজা, কামরূপ-কামাখ্যার আশেপাশের অরণ্য , ডাকিনী যোগিনী অনেক কিছুই উঠে এসেছে এই বইটিতে ।

এই উপন্যাস পড়ে আমি আমার নিজের ভালোলাগাটুকু প্রকাশ করেছি মাত্র এটা বুক রিভিউ না। এই উপন্যাসের ওজন অনুযায়ী আমার লেখার অভিব্যক্তির সামান্য মাত্র । একটা ভৌতিক উপন্যাসের বিভিন্ন চরিত্র চিত্রণের যে দৃঢ়তা এনেছেন তা আমার কাছে অন্যতম ভালো লাগার দিক । পরিশেষে সেটুকু বলতে চাই একজন লেখক এর তৃতীয় উপন্যাস প্রকাশের অনুভব অনুভূতি এককথায় নিজের হাতের সৃষ্ট মলাট বদ্ধ অবস্থায় পাওয়া যেনো এক কঠিন সংগ্রামের পর কোন এক স্বপ্ন পূরণ। আশা করি এই উপন্যাসটা পাঠক প্রিয়তা পাবে । ব্লগার নীল আকাশ মহিউদ্দিন মোহাম্মদ যুনাইদ ভাইয়ের তৃতীয় উপন্যাস কলুষের সফলতা কামনা করছি।

মন্তব্য ২৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১৬ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৭

সোনাগাজী বলেছেন:



আশাকির, এখন থেকে আপনার লেখার মান অনেক বেড়ে যাবে।

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০২

মুক্তা নীল বলেছেন:
ধন্যবাদ আপনাকে।

২| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:৩৪

জুল ভার্ন বলেছেন: চমতকার রিভিউ লিখেছেন।

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৩

মুক্তা নীল বলেছেন:
সময় নিয়ে আমার লেখাটা পড়েছেন সেজন্য আপনাকে অশেষ ধন্যবাদ , আরো কিছু লিখতে পারলে আমার মন মতোন হতো ।

৩| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: বোনের রিভিউ ভালো হয়েছে। আজকে বোনের সাথে @ অপু তানভীর ভাইয়েরও একটা রিভিউ দেখলাম।যা থেকে বইটি না পড়েও একটা ধারণা লাভ করা যায়।
পোস্টে লাইক।
শুভকামনা প্রিয় ছোট বোনকে।

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৫

মুক্তা নীল বলেছেন:
দাদা ,
কলুষ বইটি পড়ছিলাম আর ভাবছিলাম এটা নীল আকাশ ভাই এতো চমৎকার করে কিভাবে লিখলেন ? উপন্যাস পড়ে আমার ভালো লাগা টুকু আমি আপনাদের সাথে শেয়ার করেছি , আশা করি আপনারও পড়তে মন্দ লাগবে না । হ্যাঁ অপু ভাইয়ের পোস্ট দেখেছি মন্তব্য করবো ।
দাদার জন্য অনেক শুভকামনা রইলো ।

৪| ১৬ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৫১

রাজীব নুর বলেছেন: ওকে।

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৭

মুক্তা নীল বলেছেন:
ধন্যবাদ।

৫| ১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:০৫

শাওন আহমাদ বলেছেন: বাহ!

১৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:০৭

মুক্তা নীল বলেছেন:
ধন্যবাদ।

৬| ১৬ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:১৪

নীল আকাশ বলেছেন: মোবাইলে রিভিউটা দেখেছিলাম আগেই। এবার আসলাম কৃতজ্ঞতা জানানোর জন্য।
জি কলুষ অনেক ধীরে স্থিরে লেখা হয়েছিল। যেহেতু এটা আমার তৃতীয় বই, তাই খুব সাবধান ছিলাম এটার লেখার মান নিয়ে।
যারা পড়েছে তারা সবাই এটার প্রশংসাই করেছে। আমার লেখা তাই সার্থক হয়েছে।
কলুষ সংগ্রহ করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
পোস্ট লাইকড সহ সোজা প্রিয়তে।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:৫৫

মুক্তা নীল বলেছেন:
নীল আকাশ ভাই,
আমার এই সামান্য লেখায় আপনার এত ভালোলাগার বহিঃপ্রকাশ আমাকে ভীষণ আনন্দিত করেছে ।
ভাই আমি আপনার তিনটি উপন্যাসই পড়েছি এবং তিনটি তিন ধরনের । এই উপন্যাসের মাধ্যমে বিভিন্ন ধর্মের ভিন্ন ভিন্ন প্রথা রীতিনীতি সম্পর্কে আপনি যা লিখেছেন তাতে আমি অনেক অবাক হয়েছি । আপনার এই উপন্যাসটি অনেক সফলতা পাক এই দোয়া করি । এ উপন্যাসটি হাতে পেয়ে এবং সম্পূর্ণটা যখন পড়লাম তখন বারবার মনে হল অনেক কষ্ট করে আপনি এই বইটি লিখেছেন । আপনার পরিশ্রম সার্থক । ভালো থাকুন এবং আপনার জন্য সবসময়ই শুভকামনা ।

৭| ১৬ ই মার্চ, ২০২৩ রাত ৮:৩০

আমি তুমি আমরা বলেছেন: বইটি পড়ার ইচ্ছা আছে।

১৬ ই মার্চ, ২০২৩ রাত ৯:০৪

মুক্তা নীল বলেছেন:
অবশ্যই এই বইটি পড়বেন ।
কলুষ উপন্যাসের আপনি ভিন্ন ভিন্ন কিছু বিষয় পাবেন যা নিঃসন্দেহে আপনার অনেক ভালো লাগবে ।
ধন্যবাদ আপনাকে আগ্রহ প্রকাশের জন্য ।

৮| ১৭ ই মার্চ, ২০২৩ রাত ১২:১৯

ডার্ক ম্যান বলেছেন: উনার কোনো বই পড়া হয় নি। তবে উনি ইসলামিক উপন্যাস লিখলে ভালো করবেন।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪১

মুক্তা নীল বলেছেন:
ধন্যবাদ আপনাকে এবং ঈদ মোবারক ।
উনি সব ধরনের উপন্যাসই ভালো লেখেন ।

৯| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১১:৪০

খায়রুল আহসান বলেছেন: বইটির লেখক নীল আকাশ কে অভিনন্দন এবং বইটি নিয়ে নিজের ভালোলাগার অভিব্যক্তি সহজ সরল ভাষায় প্রকাশ করার জন্য আপনাকে সাধুবাদ। আমি লক্ষ্য করেছি, আপনি প্রতিবছরই ব্লগারদের বই কিছু না কিছু কেনেনই। এই মহৎ সহায়তা ও প্রেরণার জন্য আপনাকে সকল লেখক ব্লগারদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৪

মুক্তা নীল বলেছেন:
আপনি বরাবরই আমাকে কৃতজ্ঞতার বাঁধনে আমাকে বাঁধেন যার বহিঃপ্রকাশ আমি কখনোই করতে পারবোনা ।
আপনার এই মহৎ ধন্যবাদ টুকু আমি মাথা পেতে নিলাম এবং আপনার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
মন্তব্যের উত্তর দেরিতে দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি ।
সব সময় ভালো থাকুন এবং আপনাকে ঈদ মোবারক ।

১০| ১৮ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৪:৪৯

অধীতি বলেছেন: বইটা সংগ্রহ করার খুব ইচ্ছে হলো।

২৪ শে এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৭

মুক্তা নীল বলেছেন:
বইটি সংগ্রহের ইচ্ছা প্রকাশে খুশি হ'লাম ।
ধন্যবাদ এবং ঈদ মোবারক ।

১১| ২৮ শে এপ্রিল, ২০২৩ রাত ১:৫৭

আরোগ্য বলেছেন: কবে যে আপুর পোস্ট এসে গেল দেখলামই না। রমজানের বেশ আগে থেকে আমি ব্লগে অনুপস্থিত। তাই হয়তো চোখ এড়িয়ে গেছে। রিভিউ দেখে বইটি ইন্টারেস্টিং মনে হচ্ছে। নীল আকাশ বোনাই তো ব্লগে অন্যতম সেরা গল্পকার।

অনেক দিন পর কথাবার্তা, আশা করি আপু ভালো আছেন সপরিবারে। আলহামদুলিল্লাহ আমিও ভালো। নতুন বিশ্লেষণ লেখার জন্য প্রস্তুতি নিচ্ছি, জানি না কবে নাগাদ লিখতে পারবো। দোয়া করবেন মুক্তাআপু।

০৪ ঠা মে, ২০২৩ রাত ১:২৮

মুক্তা নীল বলেছেন:
যখনই লেখা আসুক না , দেরিতে হলেও তুমি পড়ে নিয়েছো এবং আমাকে মনে রেখেছো সেজন্য তোমাকে আন্তরিক ধন্যবাদ । নীল আকাশ ভাইয়ের এই উপন্যাসটা পড়ে শুধু আমার একটা বিষয় মনে হয়েছে না জানি উনি কত স্টাডি করেছেন । বিশ্বাস করো তুমি যদি এই বইটা পড়ো অনেক ইন্টারেস্টিং বিষয়ে জানতে পারবে ।
আশা করি তুমি সকলকে নিয়ে ভালো আছো । আমি মাঝে মধ্যে তোমার ব্লগ বাড়ি গিয়ে ঘুরে আসি দেখি নতুন কোন লেখা দিলে কি-না , তবে যেহেতু আভাস দিলে আশা করছি শীঘ্রই একটা নতুন লেখা পাবো ।
পরিবারের সকলকে নিয়ে সব সময় ভালো থেকো এবং তোমার জন্য সব সময় শুভকামনা ।

১২| ০৪ ঠা মে, ২০২৩ ভোর ৬:৫৩

সোহানী বলেছেন: চমৎকার রিভিউ। বইটা অবশ্যই পড়বো।

১৩| ১৭ ই জুন, ২০২৩ রাত ৮:৩৬

পদাতিক চৌধুরি বলেছেন: এসেছিলাম বোনের নুতন কোনো পোস্ট আছে কিনা দেখতে...।।

১৪| ০১ লা জুলাই, ২০২৩ রাত ৮:৫৬

আরোগ্য বলেছেন: আসসালামু আলাইকুম মুক্তাআপু
আপনার কোন সাড়া শব্দ না পেয়ে খবর নিতে আসলাম। আশা করি সব ঠিক আছে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.