নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর, কিন্তু মাঝে মাঝে বেদনাদায়ক

মুক্তারবেষ্ট

শিকরের সন্ধানে

মুক্তারবেষ্ট › বিস্তারিত পোস্টঃ

সংসদে কোন রানু না ফানু এসব কোন ভাষা ব্যবহার করছে .....

১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:১২

তু তু তু তু তারা মর্জিনার মা মার্কা মারা ... এসব কি কোন সংসদ সদস্যের ভাষা ?

গলাটা মনে হয় উনার ছিরে যাচেছ তবুও বলা থামছে না । মনে হয় বস্তির কোন জামাই ছাড়া মেয়ে মানুষও এমন উত্তিজিত হয়ে কথা বলে না !

আসলে উনাকে .... মনে হচেছ ...

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২২

মুক্ত ধারা বলেছেন: কে সে !!!

১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০৪

মুক্তারবেষ্ট বলেছেন: বিএনপির এক কর্কটভাষী সংসদ সদস্যা...

২| ১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৫

কি-বোর্ড বলেছেন: Agulo bole na,shorom, a vasA
upne buzbenna

৩| ১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:২৬

উদাসীফাহিম বলেছেন: ভাইরে উনি মতিয়া চৌধুরির ক্লোন। মতিয়াকে আপনি যা মনে করেন উনাকেও তাই মনে করেন।

৪| ১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

জারনো বলেছেন:
শালীনতা, সভ্যতা, ভদ্রতা শিখতে পারিবারিক শিক্ষার কোন বিকল্প নাই।
সংসদ সদস্যপদ লাভের জন্য একটা মিনিমাম কোয়ালিটি থাকা প্রয়োজন।
শুধুমাত্র দালালী ও চামচামির যোগ্যতায় কেউ যাতে মাহান সংসদের সদস্য
না হতে পারে তার একটা বিধান থাকা উচিত। তা না হলে এই সকল
তু তু তুত তুততু তারা মর্জিনাদের আধিক্যে সংসদ তার ভাবমূর্তি নষ্ট
করবে।

১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০২

মুক্তারবেষ্ট বলেছেন: স্বামীদের সাথে ঝগড়া করে মনে হয় এদের স্বাদ মেটে না

৫| ১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৪৮

ফেরারী মন বলেছেন: :-B :-B :-B :-B |-) |-) |-) হালার সংসদে মব মহিলাই বস্তির মত লাগে। চেহারা কাররই ভালো না।

১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০০

মুক্তারবেষ্ট বলেছেন: চেহারা ভাল না হলে বড় সমস্যা না , কারন তা আল্লাহর হাতে । মুখের ভাষা তো সে নিজে সংযত করতে পারেন ।

৬| ১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৬:৫৬

এম এম ওবায়দুর রহমান বলেছেন: সেদিন দেখলাম হিজলা কণ্ঠের এক মহিলাকে! অবাক হয়ে ভাবলাম এই সব মাতারীদের কে নেই ওখানে?
নির্বাচন বিহিন ভাবে সোপিচ হতেপারে হয়ত

১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:০১

মুক্তারবেষ্ট বলেছেন: আর আমার মনে হয় এসব মহিলাদের স্বামীরা খুব দুর্বল প্রকৃতির !!!!

৭| ১৮ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:৩৯

রাফিকুল ইসলাম পাটোয়ারী বলেছেন: ভাল ভাল।

৮| ১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:০৯

চাঁপাডাঙার চান্দু বলেছেন: কিছু শ্রুতিমধুর বক্তব্য পড়ুন

খালেদা জিয়ার জন্ম শিলিগুড়ির চা-বাগানে। তাঁর নানা-নানির নাম কী?
জিয়াউর রহমানের জন্ম ভারতে, পড়াশোনা করেছেন পাকিস্তানে। তাঁর বাবা-মার কবর পাকিস্তানে। দেশের প্রতি তাঁদের দরদ থাকবে কী করে?
জিয়াউর রহমান ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা।
বিএনপির নেতা মেজর হাফিজের লেখা বইয়ে আছে, মুক্তিযুদ্ধের সময় গেরিলারা বেগম জিয়াকে ভারতে নিয়ে যেতে এসেছিলেন। তিনি যাননি। তিনি ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মেসে ছিলেন।’

পুরাই টাস্কিত B:-)
আচ্ছা ভাই মুজিব যে কলকাতার এক উকিলের সাথে জাতির নানির অবৈধ সম্পর্কের ফসল ছিল, ঐডা কি হাচা না মিছা!!

৯| ১৮ ই মার্চ, ২০১২ রাত ৮:২৬

শিপু ভাই বলেছেন:
পাপিয়ার কথা কইতাছেন নিকি????

১০| ১৮ ই মার্চ, ২০১২ রাত ১১:০৯

উদাসীফাহিম বলেছেন: পাডাঙার চান্দু বলেছেন: কিছু শ্রুতিমধুর বক্তব্য পড়ুন

খালেদা জিয়ার জন্ম শিলিগুড়ির চা-বাগানে। তাঁর নানা-নানির নাম কী?
জিয়াউর রহমানের জন্ম ভারতে, পড়াশোনা করেছেন পাকিস্তানে। তাঁর বাবা-মার কবর পাকিস্তানে। দেশের প্রতি তাঁদের দরদ থাকবে কী করে?
জিয়াউর রহমান ঘটনাচক্রে মুক্তিযোদ্ধা।
বিএনপির নেতা মেজর হাফিজের লেখা বইয়ে আছে, মুক্তিযুদ্ধের সময় গেরিলারা বেগম জিয়াকে ভারতে নিয়ে যেতে এসেছিলেন। তিনি যাননি। তিনি ক্যান্টনমেন্টে পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মেসে ছিলেন।’

পুরাই টাস্কিত ।
আচ্ছা ভাই মুজিব যে কলকাতার এক উকিলের সাথে জাতির নানির অবৈধ সম্পর্কের ফসল ছিল, ঐডা কি হাচা না মিছা!! =p~ :P :P :P :P :P

১১| ১৯ শে মার্চ, ২০১২ সকাল ১১:৩৪

জারনো বলেছেন:
চাঁপাডাঙার চান্দু বলেছেন: কিছু শ্রুতিমধুর বক্তব্য পড়ুন

"জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো।"
"হে মুমিনগণ তোমরা তোমারা একে অন্যের দোষ গোপন করো,
শেষ বিচারের দিন সৃষ্টি কর্তাও তোমাদের দোষ গোপন করবেন।"
আল্লাহ আমাদের সকলকে তাঁর মহিমা বুঝবার ক্ষমতা দান করুন। আমিন-

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.