নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর, কিন্তু মাঝে মাঝে বেদনাদায়ক

মুক্তারবেষ্ট

শিকরের সন্ধানে

মুক্তারবেষ্ট › বিস্তারিত পোস্টঃ

তুই একটা গবেট্!....

২৯ শে মার্চ, ২০১২ রাত ৮:০৮



ইংরেজী ক্লাশে গল্প পড়াচ্ছিলাম । ও হেনরির বিখ্যাত ছোট গল্প The Gift of the Magi. একজন ছাত্রী দাঁড়িয়ে একটা প্রশ্নের উত্তর দিচ্ছিল । ঠিক তার পিছনেই বসা ছিল অন্য একটি দুষ্ট প্রকৃতির ছেলে । মেয়েটির উত্তর বলার সময় সে কি যেন মনে করে আস্তে আস্তে হাসছিল এবং আমি সে ব্যাপারটি বুঝতে পেরে জোরে একটি ধমক দিয়ে তাকে থামিয়ে দেই । রীতিমত মেয়েটি তার উত্তর শেষ করে যখন বসতে যাবে তখন খেয়াল করলাম মেয়েটি খুব আস্তে করে ( যাতে আমি না শুনি এমনভাবে ) ছেলেটিকে উদ্দেশ্য করে বলল, "তুই একটা গবেট্" । দুর্ভাগ্যবশত সে কথাটিও আমি শুনে ফেলি এবং মেয়েটিকে জিজ্ঞেস করি ,"গবেট বানান লিখতে পারবে ?"

মেয়েটি একটু ভয় পেয়ে বলল , স্যার এর অর্থ জানি । আমি বললাম "কি মানে বলো "

মেয়েটি বলল , " স্যার এর অর্থ বোকা বা এর কাছাকাছি কোন শব্দ হবে । "

কিন্তু মনে মনে আমি নিজেই একটু দ্বিধাগ্রস্থ হলাম এই ভেবে যে ,আসলে এটি কোন ভাষার শব্দ ! বাংলা , না ইংরেজী ? না অন্য কোন বিদেশী শব্দ ?

আবার ভাবলাম আসলেই তো একটা ভাবার মতো বিষয় ।

ডিকশনারিতে যে দুটো আমি খুঁজে পেলাম তা হলো - Gobbet -a lump of food or raw flesh বা খাদ্য / কাঁচা মাংসের ডেলা

Gavotte (n) a lively dance and a piece of music such a dance বা এক ধরনের নৃত্য ও গীত ।

এখন ভাবছি ঐ ছাত্রী যদি উল্টো আমাকেই প্রশ্ন করতো এটি কোন ভাষার শব্দ , তাহলে নিজেই এর সঠিক উত্তর দিতে পারতাম না ! কারো "গবেট" শব্দটি ভালভাবে জানা থাকলে শেয়ার করবেন , প্লিজ ...এটি কোন ভাষার শব্দ বা এর বানান কি ইত্যাদি ।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে মার্চ, ২০১২ রাত ৮:৩৩

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: গবেট দেখলাম কোন আমদানী করা বিদেশী নয় বরং দেশী শব্দ।

২৯ শে মার্চ, ২০১২ রাত ৮:৩৯

মুক্তারবেষ্ট বলেছেন: ভাই বাংলা শব্দের ভান্ডারেতো এখনও আমার নজরে কোন বইতে এই গবেটকে দেখলাম না

২| ২৯ শে মার্চ, ২০১২ রাত ৮:৩৬

শিক কাবাব বলেছেন: দারুন তো ! তাইলে বুঝে নিন আপনি কত বড় গবেট

Gobbet -a lump of food or raw flesh

ঠিকইতো আছে। মাংসের দলা। অর্থাৎ বেক্কল বলে সে জাষ্ট একটা মাংসের পিন্ড। আর মাংসের পিন্ড মানেই তাতে কোনা হাড্ডি নাই কোনো মাথা নাই, মাথা নাই বলে ব্রেন নাই। জাষ্ট মাংসের পিন্ড।

(গবেট কোনহানকার) (এটা আপনেরে বলি নাই। আপনে না শুনার মত আমি বিরবির করে মনে মনে বলেছি)।

২৯ শে মার্চ, ২০১২ রাত ৮:৫৬

মুক্তারবেষ্ট বলেছেন: ইংরেজী ডিকশনারীতে যারা বাংলায় অনুবাদ করেছেন তারাই বা আপনার চেয়ে কত বড় গবেট ! না মানে আপনি যে গবেটই তা বলছি না , তবে কোন গবেটই a lump of food or raw flesh বা খাদ্য / কাঁচা মাংসের ডেলা এর সাথে সেকেন্ডারি মিনিং হিসেবে বোকা , বেক্কল , কাঁচা মাংসের ডেলার সাথে কাঁচা বুদ্ধির গ্রেড ইডিয়ট ইত্যাদি (অন্য শব্দের ক্ষেত্রে উল্লেখ করলেও ) উল্লেখ করে নাই ।

৩| ২৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০০

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন:
আমার তথ্যসূত্র, মানে আমি যেখানে পেয়েছিঃ

Click This Link

৪| ২৯ শে মার্চ, ২০১২ রাত ৯:০২

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: উপরেরটায় আসে নাই, এটা দেখেনঃ
Click This Link

৫| ২৯ শে মার্চ, ২০১২ রাত ৯:১৭

মুক্তারবেষ্ট বলেছেন: আপনি প্রয়োজনীয় স্বাক্ষী বা যুক্তি দিযে বিষয়টি উপস্থাপন করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ । হয়তো এটি বাংলা শব্দ যা আমরা জানি না বা বিষয়টি নিয়ে সেভাবে ভাবিনি । কিন্তু উপরে একজন অনুমানে একটি শব্দকে গবেট বলে চালিয়ে দিতে চেষ্টা করে নিজেকে গবেটদের উপরে স্থান দিতে চেয়েছিল ! :P

৬| ২৯ শে মার্চ, ২০১২ রাত ১০:২৮

নরসিংদীর পোলা। বলেছেন: মুক্তারবেষ্ট বলেছেন: আপনি প্রয়োজনীয় স্বাক্ষী বা যুক্তি দিযে বিষয়টি উপস্থাপন করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ । হয়তো এটি বাংলা শব্দ যা আমরা জানি না বা বিষয়টি নিয়ে সেভাবে ভাবিনি । কিন্তু উপরে একজন অনুমানে একটি শব্দকে গবেট বলে চালিয়ে দিতে চেষ্টা করে নিজেকে গবেটদের উপরে স্থান দিতে চেয়েছিল ! :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.