| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই মাত্র বিডিওয়েবলোড.কম এর এডমিন এর সাথে কথা হলো। শৃনলাম এই ব্লগ লেখার পর (গত বৃহঃ) বিকাল ৪.০০ টা থেকে ১০.০০ টার মধ্যে সম্মানিত ব্লগারদের থেকে ২৯ জন রেজিস্ট্রেশন করেছেন। এডমিন আমাকে ধন্যবাদ জানিয়েছে তাই আমি আপনাদের ধন্যবাদ না দিয়ে পারলাম না। সাবাইকে অসংখ্য ধন্যবাদ।
যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এখনো কোন টাকা লোড করতে পারেনি তারা বিডিওয়েবলোড.কম এর এডমিনের সাথে যোগাযোগ করতে পারেন।
যারা অফিস বা অনেক রাতে কথা বলতে বলতে মোবাইলের ব্যালেন্স শেষ করে আর কথা চালিয়ে যেতে পারেন না , আর মনে মনে ভাবতে থাকেন ইস্ এখন যদি কিছু টাকা নিজেই লোড করতে পারতাম ! আর তাদের জন্যই এখন আর কোন সমস্যাই না । আপনি নিজেই আপনার নিজের মোবাইলে যখন যত খুশি যেকোন অপারেটরের নাম্বারে লোড করতে পারবেন ফ্লেক্সি দোকানের মতোই । বরং এর সাথে কিছু বোনাস টাকাও পেয়েও যাবেন । যেমন আপনি যদি এখানে ১০০০ টাকা লোড করেন তাহলে অতিরিক্ত আরও ১২ টাকা আপনি এডমিন এর কাছ থেকে বোনাস হিসেবে পাবেন । কি দারুন মজার না বিষয়টা? আপনার ফ্লেক্সির দোকানে যাওয়ার ঝামেলা থেকেতো বাচলেনই ,উল্টো আরও কিছু বোনাস টাকা পেলেন ।
সেদিন রাতে অফিসের গাড়িতে করে বাসায় ফিরছিলাম । তো আমার আরেক কলিগ ড্রাইভারকে বলছিল ভাই পাশের দোকানে একটু গাড়িটা থামাবেন , মোবাইলে টাকা লোড করতে হবে । আমি সাথে সাথে বল্লাম ,ভাই টাকাটা আমার কাছে দেন, আমি আপনার টাকা লোড দিচ্ছি । প্রথমে উনি ভাবছেন আমি ফান করছি । তারপর যখন আমার মোবাইল থেকে তাকে ৫০ টাকার লোড দিলাম তিনি তো খুবই অবাক। শুধু বল্লেন , ভাই কোথায় বাস করছি !!! গাড়িতে বসেই টাকা লোড পেলাম! আমি জানি এরকম আরও অনেক সাইট হয়তো আছে , তবে আমি অত জানিনা ।
শুধু এটুকু বলতে পারি , আমি এই সাইটে একাউন্ট খোলার পরে খুব আরামের সাথে ঘরে বসেই আমার মোবাইলে লোড করছি আর ভাবছি সামনের দিনগুলোতে আরও কত যে অবাক করার মতো সার্ভিস পাব তার হিসাব নাই । নিচে লিং্ক দিয়ে দিলাম , একবার ডুঁ মেরে দেখতে পারেন ....
http://www.bdwebload.com/
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪
মুক্তারবেষ্ট বলেছেন: তোর অপদার্থ নামটা স্বার্থক হইছে!!!বেকুব এই রকম আরও অনেক সাইট আছে যেখানে মোবাইল ব্যাংকিং এর মতো করে মোবাইলে টাকা লোড করা যায় । দেখ্ নিচে অনেকে এরকম সাইটের ঠিকানা দেবে ... মনে রাখিস ,খুব বেশি দিন আর নাই যখন ফ্লেক্সিলোডের দোকান নামক কোন সাইন বোর্ড রাস্তার আশে পাশে থাকবে । সবাই যার যার একাউন্ট থেকেই মোবাইলে টাকা লোড দেবে !!!
পড়ার জন্য একটা ধন্যবাদ পাস.. দিলাম
২|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
মো: আবু জাফর বলেছেন: এই যে আর একটি http://www.onlinerecharge24.com/
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৮
মুক্তারবেষ্ট বলেছেন: ধন্যবাদ ভাই । আমি যেহেতু একটিতে একাউন্ট করে ফেলেছি তাই আমার আপাতত আর দরকার নাই । আমার এক একাউন্ট থেকেই এখন বাড়ির সবার মোবাইলে লোড দিতে পারি এবং কেউ সময়ের অভাবে দোকানে যেতে না পারলে তাদেরও লোড দিয়ে দেই কিন্তু টাকা অবশ্যই নগদ ! কারন একাউন্টের টাকাতো আমাকেই রাখতে হয়েছে ।
৩|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২০
ওয়ারেছুল ইসলাম বলেছেন: ধন্যবাদ! আজ রেজিষ্ট্রেশন করলাম। কনফার্মেশন পেয়ে আপনার সাহায্য নিব। থ্যাংকু।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৯
মুক্তারবেষ্ট বলেছেন: ধন্যবাদ ভাই । এডমিন সাহেব আজ পিকনিক করতে চিটাগাং গেছেন । হয়তো কনফার্মেন পেতে একটু দেরি হতে পারে । কারন যেখানে গেছেন সেখানে নেটের কি অবস্থা , আগে থেকেই কিছু বলতে পারছি না ।
৪|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৭
রোড সাইড হিরো বলেছেন: ভাইয়া, আমার একটা ডাচ বাংলা ব্যাংকে একাউন্ট আছে। সেখান থেকে কিভাবে আমার মোবাইলে লোড করা যা্য় তা কি আপনার জানা আছে???
৫|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৩
মুক্তারবেষ্ট বলেছেন: ডাচ বাংলা মোবাইল ব্যাংকিং নামে একটা সার্ভিস চালু আছে । আপনাকে শুধু ১০০ টাকা দিয়ে রেজিস্ট্রিশন করতে হবে । বিস্তারিত কোন ফ্লেক্সির দোকানে বা ঐ ব্যাংকে গেলেই জানতে পারবেন । দেখবেন ফ্লেক্সি দোকানের সামনে ডাচ বাংলা ব্যাংকের একটা ব্যানার লাগানো আছে । ।ঐ দোকানেই জানতে পারবেন ।
৬|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৭
রুদ্র ছায়া বলেছেন:
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১
মুক্তারবেষ্ট বলেছেন: এটা কি???
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭
একজন অপদার্থ বলেছেন: মজা লস???