![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের প্রয়োজনে সব কিছুই পরিবর্তন হয়ে যায় । হেফাজতে ইসলামীদের এই আন্দোলনও খুব বেশীদিন চালিয়ে যেতে পারবে না । আর ঢাকায় অবস্থান করার যে হুমকি দিচ্ছে সেটিও তাদের পক্ষে বেশীদিন চালিয়ে যাওয়া সম্ভম হবে না । অথাৎ তাদের আন্দোলন আপনা আপনিই দুর্বল হয়ে আসবে । সুতরাং তারা দু একদিন যে সমাবেশ করতে চায় সেখানে সরকারের সহযোগীতা করাই উচিৎ বলে আমার অভিমত । কারন ধর্মীয় অনুমতিতে আঘাত একটা বড় ইস্যু । এটার বিপক্ষে সরকার অবস্থান করলে ফলাফল ভালো হবে না , অতীতেও হয় নাই । আর যেকোন দলের জন্যই আন্দোলন অনেক দিন চালিয়ে যাওয়া একটা কষ্টকর বিষয় । শাহ বাগের গণজাগরণ মঞ্চ একটা বড় উদাহরণ হতে পারে । আর মাসের পর মাস আন্দোলনের যে কথা বলা হচ্ছে এটা বেশীর ভাগ হুজুরের পক্ষেই সম্ভব হবে না। তাদের সংসার , চাকরি ইত্যাদি নান জটিলতা দেখা দেবে ।
তাই আমার একান্ত অনুরোধ ,সরকারের কাছে অন্তত কয়েকটা দিন এদের পর্যবেক্ষনে রাখুন , ভাবুন , তারপর এদের পক্ষে বা বিপক্ষে যা বলার বলুন ।
২| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৬
অারমান বলেছেন: "হেফাজতে ইসলাম"এদের কে চিনতে ভুল করবেন না................
৯৬ ওরা দেখিয়ে দিয়েছিল ওরা কি করতে পারে ..................
তসলিমা কে জিঙ্গেস করেন ওরা কারা............
সামনের সময় গুলোতে ওদের জন্য অপেক্ষা করুন
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৮
মুক্তারবেষ্ট বলেছেন: বেশী বাড়লে তা ঝরে ভেগ্ঙে যায়.. ভুলবেন না
৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৪
নায়করাজ বলেছেন: টাকার ব্যাগ শেষ হয়ে গেলে আন্দোলনও শেষ হয়ে যাবে।
এইখানে দেখেন :
Click This Link
Click This Link
Click This Link
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩০
মুক্তারবেষ্ট বলেছেন: আমিও তো তাই ভাবি গুরু..
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৪
শোয়াইব আহেমদ বলেছেন: অতি-বাম কর্মকান্ড অতি-ডানকে উস্কে দেয়।