নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যই সুন্দর, কিন্তু মাঝে মাঝে বেদনাদায়ক

মুক্তারবেষ্ট

শিকরের সন্ধানে

মুক্তারবেষ্ট › বিস্তারিত পোস্টঃ

এবার হরতালে ভাবনা পাল্টালাম !!

০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

আগে হরতাল শুনলেই মনটা খারাপ হয়ে যেত ।দেশে এত হরতাল কেন হচ্ছে বা হরতালে তো দেশের চরম ক্ষতি হচ্ছে ইত্যাদি ইত্যাদি.। কিন্তু এত বেশী হরতাল হচ্ছে যে এখন ব্যাপারটা কিছুটা গা সওয়া ব্যাপারের মত হয়ে গেছে । তাই ভাবনাটাও পাল্টালাম । একটানা তিন দিন হরতাল ,৮,৯,১০ এপ্রিল । এই তিন দিনই সকালে ইচ্ছেমত ঘুমাবো । হরতালের জন্য কোন টেনশন করব না !সবাই হরতালে যার যার ফায়দা লুটছে , আমি বা বসে থাকব কেন? হরতালেও এখন খুব খুশি খুশি থাকব । ভাল খাবার দাবার রান্না করব আর সিনেমা দেখব । আর রাজনীতিবিদদের মত বসে বসে খবর দেখব । আহ ! কি মজার হরতাল ,তাই না ?



হরতাল হলেই কিছু কমন খবর, অমুক অমুক স্থানে বাসে আগুন, পুলিশ ও পিকেটারদের ধাওয়া, পাল্টা ধাওয়া, ৪/৫ জনের মৃত্যু , হানিফ সাহেব দুষবেন বি.এন.পি. কে আর ফকরুল সাহেব দুষবেন আওয়ামীলীগ কে । পুলিশ বলবে নাশকতা এড়ানোর জন্য হরতালে মিছিলে বাধা দেয়া হয়েছে । আর হতভাগা জনগণ বিভিন্ন টিভি চ্যানেলের সাংবাদিক ভাইদের কাছে মন উজার করে দু:খ প্র্রকাশ করে বলবে , আমরা এই হরতাল চাই না, আমরা দুই নেত্রীর মধ্যে আলোচনা চাই ..

আর কত ভাই? এখন আর সহ্য হচ্ছে না । তাই এই কঠোর অবস্থান । নো অফিস, নো ঘুরাঘুরি , অনলি ঘুম আর ছবি দেখা । স্বাগত হরতাল , স্বাগত বি.এন.পি , স্বাগত আওয়ামীলীগ, স্বাগত ঘুম আর স্বাগত বসে বসে হরতালের খবর দেখা আর বুলি আওরানো , আহ!দেশটার হলো কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.