![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনা ঠিক হয়নি । ........ কি রাগ হচ্ছে? গালি দিতে মন চাচ্ছে? সামনে পেলে মেরে তক্তা বানিয়ে দিতেন? রাজাকার মনে হচ্ছে? হ্যা আমার কাছেও তাই মনে হচ্ছে । এসব লোকদের পাছায় লাথি মেরে দেশ থেকে বের করে দেয়া দরকার ! কিন্তু কে লাথিটা দেবে? ভাই বলছিলাম ৩৪তম বিসিএস পরীক্ষার কথা যেখানে ৫৬% চাকরি কোটাধারীদের জন্য আর ৪৪% চাকরি মেধাধাবীদের জন্য!
আবার এবার পরীক্ষার কাট মার্ক দাডিয়েছে ৭৯-৮০ । আচছা একটা সহজ হিসাব করেন, কেউ যদি ৯০টি প্রশ্নের উত্তর দেয় আর তার যদি ৭-৮ বা ৯-১০টি প্রশ্ন কাটা যায় তাহলে তার কাট মার্ক দাঁডাবে যথাক্রমে ৯০-৮-৪=৭৮ এবং ৯০-১০-৫=৭৫ । কারন, প্রতিটি ভুল প্রশ্নের জন্য .৫ নম্বর কাটা যাবে । আর কজন ছাত্র/ছাত্রী ৬০ মিনিটের পরীক্ষায় ৯০টি বা তার চেয়ে বেশী প্রশ্নের উত্তর দিতে পারে ?
২ লাখ ২১ হাজার ৫৭৫ টি পদের বিপরীতে ১ লাখ ৯৫ হাজার পরীক্ষার্থী অংশ নেন । এবং মোট ১২ হাজার ৩৩ জন উত্তীর্ণ হন । এর আগের বছর গুলোতে প্রিলি, লিখিত এবং মৌখিক পরীক্ষার পর কোটা বিবেচনা করা হতো । কিন্তু ৩৪তম বিসিএস থেকে তাকে একট্ ুবডও হতে দেয়নি । প্রিলি থেকেই শুরু হয়েছে । এখন ভাবছি আমরা পুর্ব পাকিস্তানের জনগোষ্টী ছিলাম সংখ্যায় বেশী আর পশ্চিম পাকিস্তনিরা ছিল সংখ্যায় কম । কিন্তু তারা আমাদের শোষন করেছে বলে আমরা পুর্ব পাকিস্তানের জনগণ তাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলাম । এখন আমরা যারা জনসংখ্যায় বেশী কিন্তু কোটা থাকার কারনে চাকরি থেকে বঞ্চিত হচ্ছি কাদের কাছ থেকে স্বাধীনতা ছিনিয়ে আনব ? উহ! কিচছু লিখতে ইচ্ছে করছে না ।
শাহবাগে যেসব ভাই বোনেরা ৩৪তম বিসিএস এর অনিয়ম এর জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না । কাল আমাকেও পাবেন আপনাদের মাঝে ইনশাল্লাহ । আজকের মত খোদা হাফেজ ।
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ সকাল ১০:৫২
সোহেল সি এস ই বলেছেন: এই লোটা ভর্তি কোটা নিয়ে যারা মোটা কথা বলে তাদের বোটাসহ মূলৎপাটন করলে গোটা দেশের মানুষের মুখে হাসি ফোটা এখন সময়ের দাবি।