| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটবেলার ঈদই বেশি আনন্দের। বাবা-মায়ের সঙ্গে ঈদের আগে মার্কেটে যেতাম। শপিং নিয়ে বন্ধুদের সঙ্গে প্রতিযোগিতা হতো। ভাই, বোন, বাবা-মা সবার কাছ থেকে আলাদা আলাদা করে জিনিস নিতাম। জামার কাপড় কিনে বন্ধুদের দেখাতাম না। জামা তৈরি হওয়ার পর দর্জিবাড়ি থেকে অবশিষ্ট ছোট টুকরাগুলোও নিয়ে আসতাম। যাতে কোনো বন্ধু আমার জামার রঙটা পর্যন্ত না জানতে পারে। ঈদের দিন জামা পরে বন্ধুদের সারপ্রাইজ দিতাম। আর জুতা ছিল আমার খুবই প্রিয়। নতুন জুতা কিনে বাক্সসহ বিছানায় মাথার কাছে রেখে ঘুমাতাম। ঘুমানোর আগে পায়ে দিয়ে কয়েকবার বিছানার ওপর হাঁটতাম। ধুলা লেগে যাবে, এজন্য মাটিতে হাঁটতাম না। ঈদের দিন নতুন জামা, জুতা পরে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতাম। এখন আর সেই মজা পাই না। কারণ, পরিবেশও আগের মতো নেই। যান্ত্রিক যুগ, মানুষের মনও যেন যান্ত্রিক হয়ে গেছে। ঈদের দিন কোথাও ঘুরতে যাব। শহরের জ্যামের কথা মনে হলেও ভয় লাগে। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে যেতে সময় শেষ!
©somewhere in net ltd.
১|
০৬ ই জুন, ২০১৮ দুপুর ১২:৫৯
কাওসার চৌধুরী বলেছেন: ব্লগে স্বাগতম। শুভ কামনা আপনার জন্য। নিয়মিত ব্লগে সময় দেন, লেখালেখি করেন। আশা করি অল্পদিনেই সেফ হবেন। শুভ কামনা রইলো।
ভাল ভাল লেখা পোস্ট করুন। নিয়মিত ভাল ব্লগারদের লেখায় কমেন্ট করুন। পরিচিতি বাড়ান।