| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি অনেক আগে ডায়েরীতে লিখতাম নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো।কিন্তু কখনো ব্লগ সাইডে লিখতে সাহস হয়ে উঠেনি।তারপর আমারই এক পরিচিত ভাইয়া আমাকে বললো নিজের ঈদ শপিং সম্পর্কে লিখতে কিন্তু তারপরও আমি গুরুত্ব সহকারে লিখিনাই।না লিখার জন্য ভাইয়া আমাকে খুব ঝারি দিল।তারপর সাথে সাথেই আমি এই ব্লগ সাইডে গিয়ে নিজের ঈদ শপিং সম্পর্কে লিখে ফেললাম।সবার মধ্যেই প্রতিভা থাকে কেও প্রকাশ করে আর কেও করেনা।আমি না হয় ভাইয়ার ঝারি খেয়েই প্রকাশ করলাম।অনুভূতিটা আসলেই অন্যরকম।
©somewhere in net ltd.
১|
০৭ ই জুন, ২০১৮ সকাল ১০:১৫
লাবণ্য ২ বলেছেন: শুভ ব্লগিং।