| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভাবে ৬মাস কেটে য়ায় তাদের সম্পর্কের।ছেলেটা অনেক আগে থেকেই ঠিক মতো খেতে পারতো না আর বমি করতো।মেয়েটা অনেক বার বলেছিল ডাক্তার দেখাতে কিন্তু দেখায়নি।যখন ডাক্তার দেখিয়েছে তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল।একদিন ছেলেটা ফোন দিয়ে মেয়েটাকে বলে ডাক্তার বলেছে তার ২টা কিডনি ই একবারে নষ্ট হয়ে গেছে সে আর বেশি দিন বাচঁবে না।এটা শুনে মেয়েটা কোনো কথা বলতে পারলো না ফোন টা রেখে দিয়ে কান্না শুরু করলো।তারপর থেকে ছেলেটা মেয়েটাকে অপমান,অবহেলা করতে শুরু করে।কিন্তু তারপরও মেয়েটা ছেলেটাকে ছেড়ে যায় না।সব সময় ছেলেটার পাশে থাকে,তাকে সাহস দেয় কিন্তু ছেলেটার পরিবার মেয়েটাকে পছন্দ না করায় অনেক অত্যাচার সয্য করতে হতো মেয়েটাকে।এভাবে কেটে যায় ১টা বছর।ছেলেটার বাবা মা অনেক ভাবে মেয়েটাকে সরানোর চেষ্টা করে তখন আর এতো অত্যাচার সয্য করতে না পেরে মেয়েটা সরে যায়।তারপর ২টা বছর তাদের আর কোনো যোগাযোগ হয় না।২বছর পর একদিন মেয়েটাই ছেলেটাকে ফোন দেয় আর জানতে পারে ছেলেটা বাইরের দেশ থেকে অপারেশন করে পুরোপুরি সুস্ত হয়ে এখন অন্য কারও সাথে সুখেই আছে।ছেলেটা ভালো আছে জেনে মেয়েটাও খুব খুশি হয় কিন্তু তারপর মেয়েটা কই আছে,কেমন আছে,বেচেঁ আছে কিনা আজও জানা যায়নি।সেই ছোয়া নাম টা আজও কাল্পনিকই থেকে যায়।
ভলোবাসার পরিনাম বুঝি এমন ই হয়।
The End
©somewhere in net ltd.