![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ব্লগে আমার পরিচয় "মুক্ত মন না"! এখানে আমি কিছু লিখেছি, (যদিও সেগুলা কেউ পড়ে দেখেনি) তাই আমি ব্লগার না বলাটা কেমন যেন লাগছে। তবুও যে দেশে মিথ্যার প্রচলন বেশি সেখানে এটা মানিয়ে যাবে আশা করছি।
সভ্যতার সংজ্ঞাটা আমার কাছে বিভ্রান্তিকর। যারা যত বেশি আইন মানে তারা নাকি তত সভ্য! সিঙ্গাপুরে চুইংগাম খাওয়া আইনে নিষেধ, আমার এটা খেতে ভাল লাগে। খেলে জরিমানা গুনতে হবে! ওরা কি সভ্য?
আমার মন মুক্ত না, চারিদিকে শাসনের বেড়াজালে হাসপাস করি। দেশে একটা আইন নাকি আছে, "কোন ধর্মকে কটাক্ষ করা যাবে না"। আমার মন এখানে বন্দি। অথচ নিজেকে উদারপন্থী পরিচয় দিতে ভালবাসি।
আমি নাস্তিকদের ঘৃণা করি না, আমার অন্য ধর্মীয় বন্ধুর সংখ্যা নিতান্ত কম না। যতটা সম্ভব ইসলাম পালন করার চেষ্টা করি।
আমি ব্লগার পরিচয় দিতে সাচ্ছন্দ বোধ করছি না। সেটা ব্লগারদের হত্যা করা হচ্ছে এই ভয়ে না।"ব্লগার", "মুক্তমন", "নাস্তিক" শব্দগুলো পচে যাচ্ছে। কেন এদেশের সাধারন মানুষ দেশের একটা আইন ভঙ্গকারী কিছু লোককে এই নামে চিনছে?
ব্লগে মত প্রকাশের স্বাধীনতা কি দেশের আইনের শাসনকে উপেক্ষা করে?
লেখার চাতুরীতে কটাক্ষ না করার অনুরোধ জানাই। ক'দিন আগে একজন লিখেছেন " সময়, স্থান এগুলোর ভেদে বিশ্বাসের পরিবর্তন হয়"। আমরা মুসলমানগন এটা স্বীকার করি না। লিখেছেন "তরবারি দিয়ে বিশ্বাস চাপিয়ে দেয়া হয়েছে"। এতে প্রমান হয়েছে তিনি কাদের বিরুদ্ধে লিখছেন। যুক্তিবিদ্যা খুব মজার বিষয়, "তরবারির ভয়ে আপনার মন বদলে যাবে? হয়তো কিছু সময়ের জন্য নতি স্বীকার করতে পারেন"।
আমার লেখার মান ভাল না, তাই যা বলতে চাইলাম বুঝাতে পারলাম কি না জানি না!
যদি কানাও হই তবু বলি রামকৃষ্ণ তর্কলঙ্কারের ভাষায় " কানা কে কানা বলিও না।"
পুনশ্চঃ রসুল মুহাম্মদ সাল্লালাহি আলাইহে সাল্লামের সময়ে উনার নামে ও ইসলামের বিষয়ে কুৎসা রটাত অনেক ভিন্নধর্মী, তাদের কতজনকে হত্যা করা হয়েছিল আমি ঠিক জানি না।
©somewhere in net ltd.