![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চলুন হই মুক্তমনা
আসলে ব্যাপারটা পুরোপুরি আপেক্ষিক।সমাজ,ধর্ম,নীতিশাস্র সব কিছুই আমাদের একটা মানদণ্ড ঠিক করে দিয়েছে।আমরা তার অন্ধ অনুসরণ করছি মাত্র।absolute অর্থাৎ পরম বলতে যা বোঝায় , তা আমরা কখনই অনুসরণ করিনা। গত বাধা নিয়ম শৃঙ্খলার জালে আমাদের আবদ্ধ করতে চায় সমাজ,ধর্মীয় বিধিবিধানে আমাদের নিয়ন্ত্রণ করছে ধর্ম , শাস্তির ভয়ে অবলীলায় মেনে নিচ্ছি সকল আইন।শ্লীল-অশ্লীলতার ব্যাপারটাও পুরোপুরি আপেক্ষিক।সমাজ,দেশ,কাল বিবর্তনে অনেক কিছুই এখন চোখ সওয়া হয়ে যাচ্ছে।পশ্চিমা দেশ গুলোতে যা সমাজ অনুমোদিত তার অনেক কিছুই আমাদের দেশে চূড়ান্ত অশ্লীলতা আর সকল ধর্মের ক্ষেত্রেও তাই।যা কিছু পরম তা নির্ধারণ করবে আমাদের বিবেক,সুপ্ত সদিচ্ছা আর মানবীয় বিবেচনা।সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে আমরাতো এতটুকু করতেই পারি !
এদের শিক্ষা ব্যাবস্থা সম্পর্কে অনেক সমালোচনা আগে থেকেই হয়ে আসছে।ত্রুটিপূর্ণ সিলেবাস,প্রশ্নফাস, শিক্ষার্থীদের অবমূল্যায়ন অনেক আগে থেকে হয়ে আসছে।বিশেষ করে গ্রেডিং ব্যাবস্থা প্রবর্তিত হবার পর তা আরও প্রকট রুপ ধারণ করেছে।এখন যেমন Golden GPA-5.00 কে অর্থাৎ সব বিষয়ে ৮০ বা তদূর্ধ্ব পেলেও তাকে সেভাবে মূল্যায়ন করা হয়না। অথচ একযুগ আগেও ১ম শ্রেণী অর্থাৎ সব বিষয় মিলিয়ে তার ৬০% ফলাফল হিসেবে সন্তোষজনক ছিল।স্টারমার্ক পাওয়া বা স্ট্যান্ড করাতো কোন শিক্ষার্থীকে সেলেব্রেটি এর আসনে বসিয়ে দিত।এর মানে এই নয় যে এখনকার সময়ে সেমানের ছাত্রছাত্রী নেই।বিশেষ করে ব্যাপক প্রশ্নফাস হওয়ায় ’১৪ ব্যাচের ছাত্রছাত্রীরা অনেকটা গ্যাঁড়াকলে পড়ে গেছে।আমি বা আপনি তাদের জায়গায় থাকলে আর পরীক্ষার আগে এভাবে প্রশ্ন পেলে কি করতাম তা আর নাইবা বললাম। দোষ এসব শিক্ষার্থীদের ? না আমাদের শিক্ষা ব্যাবস্থার?
আসলে কোন ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে প্রেক্ষাপটটাও বিবেচনা করা জরুরী।জগতের কোন কিছুই পরম নয়।সব কিছুই আপেক্ষিক। তাই আমরা সিদ্ধান্ত নেবার বেলায় একটু চিন্তা ভাবনা থেকেই করি।
সবাইকে ধন্যবাদ।
©somewhere in net ltd.