নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এবার তোমরা আঘাত কর।

এই ব্লগের যেকোন লেখা যেকেউ সূত্র না দিয়েও কপি/ইডিট/শেয়ার করতে পারবে।

মুক্তির প্রজন্ম

ঠিক যেভাবে এই প্রজন্মও একটা স্বপ্ন দেখবে যা পূরন করবে পরের প্রজন্ম।

মুক্তির প্রজন্ম › বিস্তারিত পোস্টঃ

এক আমলার সম্পদের পরিমাণ - সাবেক আইজিপি চোর নূর মোহাম্মদ

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ৯:৫৮

সূত্র মতে, নূর মোহাম্মদের বির“দ্ধে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। নূর মোহাম্মদের নিজ বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানা এলাকার একজন চিকিৎসক নূর মোহাম্মদের অবৈধ অর্থ-সম্পদের বিষয়ে প্রায় ১০ পৃষ্ঠার একটি অভিযোগ প্রধানমন্ত্রীর দফতর, দুদক ও পুলিশের আইজিসহ সরকারের বিভিন্ন দফতরের কাছে পাঠান। সেই সূত্র ধরেই তার বির“দ্ধে তদন্ত শুর“ করা হয়।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে তার যেসব সম্পদ পাওয়া গেছে তার মধ্যে রয়েছে কিশোরগঞ্জের কটিয়াদী থানার চান্দপুর গ্রামের মীরেরপাড়ায় ২০ বিঘা জমির ওপর একটি রাজকীয় বাড়ি। এর মধ্যে রয়েছে রেলওয়ের ৪ বিঘা জমি। যার মূল্য ১ কোটি ৭৫ লাখ টাকা। বাড়ির নির্মাণ ব্যয় ৩ কোটি টাকা। বাড়ি থেকে ১ মাইল পূর্বে ৪০০ বিঘা জমির ওপর ১৫ কোটি টাকা ব্যয়ে তৈরি মাছের প্রকল্প। বাড়ি থেকে প্রকল্প পর্যন্ত যাওয়ার জন্য ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২৫ ফুট প্রস্থের পাকা রাস্তা। আইজিপি থাকা অবস্থায় সর্বশেষ এক বছরে কটিয়াদীতে ১৩ কোটি টাকায় জমি কিনেছেন ৪০০ বিঘা। বেইলি রোড ও মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিংয়ে ৯ কোটি টাকায় কিনেছেন ৫টি বিলাসবহুল ফ্ল্যাট। অভিযোগে বলা হয়েছে, আইজিপি থাকাকালে ৬, মিন্টো রোডে সরকারি অনুমোদন ব্যতীত ১ কোটি ৫০ লাখ টাকা খরচ করেছেন। খুলনায় ৩৫০ বিঘা জমির ওপর ১৪ কোটি টাকা ব্যয়ে গড়ে তুলেছেন চিংড়ি প্রকল্প। ২০০৮ সালে পূর্বাচলে র্যানরিকা নামক প্রকল্পের মাধ্যমে প্লট বরাদ্দ দেয়ার কথা বলে পুলিশ সদস্যদের কায় থেকে নিয়েছেন ১০ কোটি টাকা। পরে প্রকল্পটি আলোর মুখ দেখেনি। পল্লবীতে ৯ কোটি টাকায় বানিয়েছেন জমির প্রকল্প। তার স্ত্রী পনম সমিতির চেয়ারম্যান থাকাকালে ২ কোটি টাকা আÍসাৎ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। গাজীপুরের মাওয়ায় ২০ কোটি টাকায় কিনেছেন ৩০ বিঘা জমি। স্কাইওয়েজ কোম্পানির মালিক মানিক মিয়ার (বাড়ি ৩৯৬, রোড ৬, বারিধারা, ডিওএইচএস) সঙ্গে ৪০ কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প তৈরি করেছেন। দুবাইয়ে মানিক মিয়ার সঙ্গে (দুবাই অফিস-ফ্লোরিডা হোটেল, ১ম তলা, ১০২ নম্বর কক্ষ, পোস্ট বক্স-১১৩৮১) ২৫ কোটি টাকা পুঁজির মাধ্যমে যৌথ ব্যবসা চালিয়ে যা”েছন। বিভিন্ন ব্যাংকে তার নামে-বেনামে প্রায় ১০০ কোটি টাকা রয়েছে বলে দুদক মনে করছে। দুদকে আসা এক অভিযোগে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা লতিফের নামে মিথ্যা মামলা দিয়ে তার ভাগ্নে মুর্শেদ আলীর মাধ্যমে মামলা নিষ্পত্তির কথা বলে বিভিন্ন কায়দায় ৩০ বিঘা জমি, ১টি দোকান ও ৩ কোটি টাকা আদায় করা হয়েছে। মুর্শেদের নামে তিনি ১৪০ বিঘা জমি রেজিস্ট্রি করিয়েছেন। মানিকখালী বাজারে রেলওয়ের জমির ওপর মুর্শেদের নামে ১টি মিনি মার্কেট তৈরি করে দিয়েছেন। এর মূল্য ১৮ কোটি টাকা। মুর্শেদের কাছ থেকে কিছু জমি নূর মোহাম্মদ নিজ নামে রেজিস্ট্রি করছেন। তার নামে জনতা ব্যাংক মানিকখালী বাজার শাখায় মোটা অংকের টাকা রয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতরে দাখিলকৃত অভিযোগ থেকে জানা যায়। দুদকের প্রাথমিক অনুসন্ধান অনুযায়ী ভাগ্নে শাওন ও মনকে ব্যবসার জন্য তিনি দিয়েছেন ১৫ কোটি টাকা। তার বাড়ি নির্মাণ করেছিলেন কটিয়াদী উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিলন। দীর্ঘদিন আগে বাড়ি নির্মাণ কাজ শেষ হলেও এখন পর্যন্ত তার ৮৪ লাখ টাকা পরিশোধ করা হয়নি। সম্প্রতি কটিয়াদীর চাতল হাইস্কুল সংলগ্ন এলাকায় ১ কোটি ৪০ লাখ টাকার জমি বিক্রি করেছেন দারোগা মজিবুরের কাছে। কম দামে দলিল করে এখানে কর ফাঁকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। দুদকের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, তার আÍীয় সামছুদ্দিনকে ৩০ লাখ টাকা পুঁজি ও ১০ কাঠা জমি কিনে ব্যবসা ধরিয়ে দিয়েছেন। মিশনে লোক পাঠানোর সময় ৫৬০ জনের মধ্যে ১০০ জনকে সঠিকভাবে পাঠানো হয়। বাকি ৪৬০ জনের কাছ থেকে ১ থেকে দেড় লাখ টাকা ঘুষ নেয়া হয়। বিশ্বাস বিল্ডার্স নামে এক কোম্পানির সঙ্গে ১০ কোটি টাকায় যৌথ ব্যবসা রয়েছে নূর মোহাম্মদের। তবে তিনি তার এসব সম্পদের বিষয় অস্বীকার করেছেন।



কত বড় চোর। বাইন্দা পিডানো উচিত।





সূত্রঃ Click This Link

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:০৫

মহসিন৭১ বলেছেন: সুত্র কি?

২| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১০

বিপ্লব৯৮৪২ বলেছেন: সত্যতা কতটুকু ?

৩| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১১

সোলাইমান হোসেন বলেছেন: ব্যাক্তিগত রাগ আছে নাকি?

৪| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন:
আপনি লিখেছেনঃ আল্লা উচিত কাম করছে, এর মাইয়া বিয়ার তিন মাসের মধ্যে বিধবা অইছে।

মাজহার ভাইয়ার মৃত্যু একটি দুঃখজনক ঘটনা। এতে আল্লাহ্‌ তায়ালার ন্যায়বিচার নিশ্চিত হয়না। আল্লাহ্‌ নিশ্চই বাধনকে বিধবা করে তাঁর ক্ষমতার প্রদর্শন করেননি। আল্লাহ্‌ অসীম দয়াময় ও পরম করুণাময়। তিনি সদ্য বিবাহিত একটি মেয়েকে বিধবা করে কোন কিছু প্রমান করার চেষ্টা করেননি।

সাবেক আইজিপি-র অন্যায় বা দূর্নীতি নিয়ে লিখতে গিয়ে ঐ লাইনটা না লিখলেও পারতেন।

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:১৮

মুক্তির প্রজন্ম বলেছেন: বিডিয়ার জোয়ানরা রেপও করছে। বাপের পাপের ফল সন্তানকেই ভোগ করতে হয়। বাপেরা সাবধান।

৫| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৩৯

আবিন সুর বলেছেন: কোন মানুষই ১০০ ভাগ নিষ্পাপ হতে পারেনা। আপনিও নন। আর এইজন্য যদি আপনার সন্তানকে কেউ সম্মানহানী করে বলে যে বাপের পাপের ফল সন্তানকেই ভোগ করতে হয়, তখনও কি ব্যপারটা আপনার কাছে আল্লাহর শাস্তি হিসেবে মনে হবে?

যদি বাপের পাপের ফল সন্তানকেই ভোগ করতে হয় এবং এটা যদি আল্লাহর বিধান হয়, তবে নিশ্চয় আপনার পাপ-পূণ্যের হিসাব নিয়ে আপনাকে শাস্তি দেয়া হবে আখেরাতে, এরকম কোন কথা ইসলামিক আইনে থাকত না। ওখানে উল্লেখ খাকতো, তোমার জন্মদাতা ও দাত্রীর পাপের উপর তোমার শাস্তির সীমানা নির্ধারণ হবে।

সর্বশেষে, এতগুলো কথা বললেন নুর মোহাম্মদ সম্পর্কে, যখনই একজন প্রমাণ চাইলো, পালিয়ে গেলেন? এতটাই সৎ সাহস আপনার ?

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৬

মুক্তির প্রজন্ম বলেছেন: বাপের পাপ সন্তানকেই ভোগ করতে হয়। বাপেরা সাবধান।

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫১

মুক্তির প্রজন্ম বলেছেন: প্রমানের কি আছে, ও ২৮ বছরে যতটাকা বেতন ভাতা পাইছে তার এক পয়সা খরচ না করলেও ২ কোটি টাকা হওয়ার কথা না। আপনিও কি চোরের পুলা নাকি চোর বাপে চুরির প্রমান চান ?

৬| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪১

এম এম ওবায়দুর রহমান বলেছেন: মন্তব্য না করে মডারেটদের ডিলেট এর প্রতিবাদ জানালাম।
হক কথার ভাত নাই।

৭| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৪৭

আহমেদ জী এস বলেছেন: আপনি লিখেছেনঃ আল্লা উচিত কাম করছে, এর মাইয়া বিয়ার তিন মাসের মধ্যে বিধবা অইছে।
উত্তরে জীবনানন্দদাশের ছায়া যা বলেছেন আমি তার সাথে সম্পূর্ন একমত ।
আপনি নিজেকে বলেছেন মুক্তির প্রজন্ম । আপনার দেখা স্বপ্ন পরবর্তী প্রজন্ম সার্থক করবে এমোনটা আশাও করেছেন । খুব অল্প বয়স সম্ভবত আপনার, রক্ত গরম থাকাটাই স্বাভাবিক । অন্যায় দেখে ধিক্কার দিতে চেয়েছেন তা ও ঠিক । কিন্তু যে দৃষ্টিভঙ্গী এবং ভাষা একটি নিরাপরাধ মেয়েকে লক্ষ্য করে ব্যবহার করেছেন তা আপনার ভদ্র রূচির পরিচয় বহন করেনা । আপনার এমোন মনোবৃত্তির জন্যে যদি কেউ আপনারই পিতাকেই দায়ী করেন ঠিক হবে কি ?
আপনার এমোন বুদ্ধিহীনতা পরবর্তী প্রজন্ম ধারন করে বেঁচে থাকলে দেশের অবস্থা কোন পর্যায়ে গিয়ে ঠেকবে সহজেই অনুমেয় । অংক কষে বের করার প্রয়োজন পড়বেনা । প্রার্থনা করি, তা যেন না হয় ।

৮| ১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫০

আবিন সুর বলেছেন: ওবায়দুর রহমান ভাই, আপনি যদি না দেখে থাকেন, তবে সেটাই ভালো। মডারেটর যে পোষ্টটি ডিলেট করেছে, সেটা নিয়ে আর কোন মন্তব্য না করাই ভালো।

এখন আলোচনায় আশা যাক।

দেখলাম যে আপনি লিংক দিলে সুত্র হিসেবে একটি সংবাদপত্রের একটি আর্টিকেল। আপনি এখানে তার সম্পত্তি এর বিরাট হিসাব দিলেন, প্রমাণ বলতে আসলে কি বোঝায় আপনি মনে হয় বুঝতে পারেন নি।

এতো গুলো সম্পত্তি কিনলো, এতো রাস্তা বানালো, কমপক্ষে দুচারটি দলিল দস্তাবেজ দেখাবেন তো, নাকি? এত সম্পত্তির কথা বললেন, এগুলো কি কোন পেপারওয়ার্ক ছাড়াই হয়? কোন একটা পেপারওয়ার্ক এর একটু নমুনা দেন, অথবা স্বীকার করেন যে আপনার কাছে নাই ।

অথবা নিদেনপক্ষে, তার এত সম্পত্তির, এত বাড়ির, এত জায়গার মধ্যে কিছু জায়গার ঠিকানা দিন অন্তত।

১৭ ই এপ্রিল, ২০১১ রাত ১০:৫৬

মুক্তির প্রজন্ম বলেছেন: ভালোই বলছেন। আপনার বাপ মার নাম কি ? কাবিন শুট করে আপলোড করেন তা না হলে ধরে নিব আপনি আপনার যে বাপের নাম বলবেন সেটা ভুল, আসলে অন্য কেউ।

৯| ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৩

মোসাজস বলেছেন:
হাসিনা এই চোরকে মরক্কোতে রাস্ট্র দূত হিসাবে নিয়োগ দিয়েছে, রতনে রতন চিনে !!

১০| ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:১৪

আশিক আহমেদ বাপ্পী বলেছেন: নুর মোহাম্মদের বাপ ছিল বিখ্যাত ডাকাত। নুন্দর আলী ডাকাত নামেই কটিয়াদীতে পরিচিত এবং তার মৃত্যু হয়েছিল গনধোলাইয়ে। গ্রামের বাড়িতে তার খরচ ছিল ১ কোটি টাকার মত এবং বাড়িটা রাজকীয় হইছে দেখতে। আর উনার মাছের প্রকল্পটা উনি কিনছিলেন ৭ কোটি টাকা দিয়ে বর্তমান মূল্য ১৫ কোটি হৈবে কিনা জানিনা। তবে সত্যি কথা হল নূরমোহাম্মদ সাহেব আসলেই একজন বড় রকমের চোর ।

১১| ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২০

শূণ্য উপত্যকা বলেছেন: আপনি একটা প্রথম শ্রেনীর স্টুপিড। এই লোকটাকে নিয়ে একটা খেলা চালানো হচ্ছে। শেষ পর্যন্ত উনি সৎ হিসাবেই প্রমানিত হবেন। তার বাবা খারাপ ছিল তা ঠিক তবে তিনি নিজে সৎ ছিলেন।
আমার খুব ক্লোজ ফ্রেন্ড এর পাশের বাড়ির লোক তিনি। লোকটা আসলে কেমন তা আমার ভাল জানা আছে।

১২| ১৮ ই এপ্রিল, ২০১১ রাত ১২:২৯

আবিন সুর বলেছেন: আমার নামে মামলা করার কথা তো আর চলছে না বা আমার/আপনার নামে এখানে কথা বলা হচ্ছে না বা আমি সৎ নাকি অসৎ এটাও হচ্ছে না। অথবা আমার বাবার নাম নিয়ে কোন সংবাপত্রের তথ্য নিয়ে কোন আলোচনা হচ্ছে না। আপনি এখানে একজন ব্যাক্তির নামে মানহানিকর অনেকগুলো কথা বলেছেন। এর জবাবে শুধু বললাম যে, আপনার কথা সমর্থন করে এমন দুচারটি দলিল দিতে। তাহলে নাহয় আপনার এই দাবি বিশ্বাস করা এবং সমর্থন করার প্রশ্ন আসে।

আমি যে কাজগুলো করছি, আপনিও হয়তো করতেন যদি আপনার পরিচিত কারো নামে এরকম কথা বার্তা কোন ব্লগে অথবা সংবাদপত্রে দেখতেন।

আমি শুধুই দুচারটি প্রমাণ চাইলাম আপনার তুলে ধরা এই অপরাধগুলোর। দিতে পারলে বলেন পারবেন, না পারলে বলেন যে আপনার কাছে নেই। এতো কথা বাড়ানোর কি আছে?

১৩| ১৮ ই এপ্রিল, ২০১১ ভোর ৫:২৫

স্বাধীকার বলেছেন:
নুর মোহাম্মদের বাবার প্রচুর বদনাম আছে সত্য। তাকে প্রকাশ্যে সকাল বেলায় হত্যা করা হয়। নুর মোহাম্মদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেন, তিনি ছিলেন মহসিন হলের ছাত্র। তার কাজের কিছু নমুনা আপনাকে দিচ্ছি, তিনি যখন ঢাকার ট্রাফিক ডিসি ছিলেন তখন ট্রাফিক সাজেন্টরা তার বিরুদ্ধে মিছিল করেছিল, তার অফিস ভাঙচুর করেছিল, কারন হলো তিনি ট্রাফিক পুলিশকে গাড়ী থামিয়ে টাকা নিতে দেখে, সাথে সাথে ঠাপ্পর মেরেছিলেন। তিনি যখন রংপুর-কুড়িগ্রামের এসপি ছিলেন, তখন রাতের বেলায় একা একা মাথা গামছা বেধেঁ মাদকের আখড়ায় গিয়ে তাদের গ্রেফতার করেছেন। মাদক বন্ধ করেছেন। ওখানের স্কুল কলেজের গেটে আড্ডা গুলো গুড়িয়ে দিয়েছেন। সেখান থেকে চাকুরীর নিয়মানুযায়ী বদলী করা হলে সেখানে তাকে রাখার জন্য সেখানে লোকজন মিছিল করে সরকারের কাছে দাবী জানিয়েছিল তাকে বদলী না করার জন্য। তারপর তিনি আসেন বগুড়ায়, সেখানেও তাকে রাখার জন্য মানুষ মিছিল করেছে। তার একটি লক্ষ্য ছিলো তিনি ব্যক্তিগত জীবনে সৎ থাকবেন এবং তিনি সর্বোচ্চ পর্যায়ে যাবেন। তিনি সফল হয়েছেন। এবার বলি তার পারিবারিক জীবন নিয়ে-তার বাসায় আমার যাতায়াত ছিল, এখনো আছে গত সপ্তাহেও তার বাসায় আমি গিয়েছিলাম তার মাকে দেখতে। আমি কোনদিন তার বাসায় 2টির বেশী খাবার আইটেম পাইনি। ভোগ বিলাসে তিনি তেমন মত্ত নন। যে বাধঁনের কথা আপনি বলছেন, তাকে তো আপনি চিনেন না, তার উপর কেন প্রতিশোধ নেওয়ার মতো করে হিংসা করলেন? এবার বলি তার সম্পদ বিবরণী নিয়ে আপনার লেখা গুলোর উপর। জানেন তো সুবিধাবাদী সব জায়গাতেই আছে। ক্যাচাল করার জন্য অনেকেই সুযোগ খুজেঁ। একবার কটিয়াদীতে একটি খবর রটে নুর মোহাম্মদ এমপি ইলেকশন করবেন। তখনই স্থানীয় কিছূ ব্যক্তি উৎসাহিত হন তাকে সাইজ করার জন্য। তার একটি প্রচেষ্টা হলো জনৈক ব্যক্তির মাধ্যমে দুদকে নালিশ করা। তবে তারা এখন থেমে গিয়েছে, কারন নুর মোহাম্মদ সাহেব বলে দিয়েছেন তিনি ইলেকশন করবেন না। এমনিতেই তার পারিবারিক বিপর্যয়, পরিবারের বড় সন্তানের জীবনে এরকম একটি দুর্ঘটনা-সব মিলিয়ে তিনি অনেকটা হতাশার মধ্যে ছিলেন। এখন তিনি মরক্কো যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। নুর মোহাম্মদ হলেন বাংলাদেশের সবচেয়ে কম বয়সী এবং দ্বিতীয় দীর্ঘকালীন আইজিপি। তার ব্যক্তিগত ও চাকুরী সংক্রান্ত প্রতিটি ট্রেনিং এবং কর্মকান্ড বাংলাদেশ পুলিশ বিশেষভাবে বিবেচনা করেই আইজিপি হিসাবে মর্যাদা দিয়েছে। আপনি তো জানেন তাকে কোন সরকার নিয়োগ দিয়েছে-তারা নিশ্চয় দল দেখে নিয়োগ দেয়নি কিংবা বর্তমান সরকারও কিন্তু এসে তাকে সরিয়ে দেয়নি। সব কিছু বিবেচনা করার দরকার।

প্লিজ না জেনে মতিকন্ঠের মতো সংবাদের ভিত্তিতে মন্তব্য করা কি ঠিক? রিপোর্টটি দিলে হয়তো এত কথা বলতাম না, আপনার মন্তব্য থেকে মনে হয়েছে, আপনি সেটি বিশ্বাস করেছেন এবং এর উপযুক্ত বিচার হিসাবে একটি দুর্ঘটনাকে জাস্টিফায়েড করেছেন। আপনি বলতে পারেন, আমার যেহেতু পারিবারিক সম্পর্ক আছে তাই আমার পক্ষপাতিত্বের সম্ভাবনাও আছে। সবতো লিখতে পারিনা, ব্যক্তিগত যোগাযোগ থাকলে হয়তো আপনার সাথে আলোচনা করা যেতো। আপনাকে ঢাকার বাসায় কিংবা মানিকখালীতে নিয়ে যেতেও পারতাম। মুক্তির প্রজন্মের যদি নিজ বিবেকের মুক্তি না ঘটে তাহলে তো দায়িত্ব পালন কঠিন হবে, প্রজন্মও বিভ্রান্ত হবে, তাই না? নিজে লিখুন, পোস্ট করুন, আমরা পড়ি। অন্যের লেখাতে নিজের কোন কৃতিত্ব কি থাকতে পারে?

১৪| ১৮ ই এপ্রিল, ২০১১ সকাল ৯:৩৫

মুমাআলী বলেছেন: অন্যান্য বিষয়গুলো সত্যি হতে পারে, মিথ্যাও হতে পারে।

তবে তার মেয়ের বিধবা হবার বিষয়টি এখানে টেনে এনে আপনি খুবই কুরুচির পরিচয় দিয়েছেন।

১৮ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:০১

মুক্তির প্রজন্ম বলেছেন: ঐ অংটুকু বাদ দিলাম তবে এটা প্রকৃতির নিয়ম, পিতা মাতার কুকর্মের ফল সন্তানকেই ভোগ করতে হয়। তাই সাবধান, দেশকে না ভালোবাসুন অন্তত নিজের সন্তানকে ভালোবাসুন -

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.