নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

র্দুনীতি মুক্ত বাংলাদেশ চায়।

আসুন উষ্কানী মূলক রাজনৈতিক বক্তব্য পরিহার করি।

মুকুল সালাহউদ্দীন

নোংরা রাজনৈতিক প্রতিহিংসা গ্রাস করতেছে আমাদের হৃদয়, রাজনৈতিক নোংরা আবেশ ধ্বংস করতেছে আমাদের ব্যাক্তিগত পারিবারিক ও বন্ধুত্ব সর্ম্পক, আসুন সুস্থ ও সুন্দর রাজনীতি করি, দেশকে প্রতিহিংসা মুলক রাজনীতির কবল হতে মুক্ত করি। @সালাহউদ্দীন মুকুল

মুকুল সালাহউদ্দীন › বিস্তারিত পোস্টঃ

ভাইকিংস বিশ্বের মারাত্বক ভয়ঙ্কর যুদ্ধবাজ জাতি। লুটতরাজ আর সন্ত্রাস ছিল তাদের একটি নিত্য অভ্যাস।

০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৪



ভাইকিংস হচেছ একটি মারাত্বক ভয়ঙ্কর যুদ্ধবাজ জাতির নাম, শাব্দিক অর্থে ভাইকিং হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার সমুদ্রচারী ব্যবসায়ী, যোদ্ধা ও জলদস্যুদের ভয়ঙ্কর একটি দলকে বোঝায়, এই দলটি মূলত অষ্টম শতক থেকে ১১০০ শতক পর্যন্ত বংশ পরম্পরায় ইউরোপের বিরাট এলাকা জুড়ে লুটতরাজ, ডাকাতি, খুন হত্যা, সম্পদের জবর দখল, বিভিন্ন এলাকা নিজ আয়ত্বে নিয়ে সারাক্ষণ অন্যায় ভাবে যুদ্ধ আর মারামারিতে লিপ্ত থাকতো, ইউরোপের বিভিন্ন এলাকা জবর দখল নিয়ে নিজেরা বসতি স্থাপন করতো, এদের নর্থম্যান বা নর্সম্যানও বলা হয়, ভাইকিংরা পূর্বদিকে রাশিয়া ও কনষ্ট্যন্টিনোপল পর্যন্ত পৌছে গিয়েছিল, অন্যদিকে পশ্চিমে গ্রীনল্যান্ডে ভাইকিংরা ৯৮৫ খ্রিষ্টাব্দে প্রথম ইউরোপীয় অঞ্চলে বসতি স্থাপন করে, আর এতেই সম্ভবত প্রথম ইউরোপীয় জাতি হিসেবে ১০০০ খিষ্টাব্দে আমেরিকা মহাদেশ আবিষ্কার করে, আইসল্যান্ড ও স্ক্যান্ডিনেভিয়ার সাহিত্যে ভাইকিংদের শৌর্য-বীর্যের কথা বলা হয়েছে, স্কান্ডিনেভিয়ার মানুষরা খ্রিষ্টর্ধমে র্ধমান্তরিত হতে শুরু করলে ভাইকিংদের অভিয়ান ধীরে ধীরে হ্রাস পেয়ে শেষ হয়ে য়ায়, ভাইকিংদের ভাবা হতো ইউরোপীয় অঞ্চলের ত্রাস, দস্যুতার জন্য বিখ্যাত এই জাতিটি যুদ্ধবাজ মনোবৃত্তির জন্যও ইতিহাস বড় একটি স্থান দখল করে ্আছে, অন্যান্য যোদ্ধা জাতির তুলনায় ভাইকিংদের খানিকটা পার্থক্য ছিল, আর সেই পার্থক্যটি হলো শরীরিক গড়নের ভাইকিং যোদ্ধাদের প্রায় সবাই অনেক লম্বা এবং চওড়া ছিল, তাদের প্রধান অস্ত্র ছিল কুড়াল, যুদ্ধংদেহী ভাইকিংদের র্ধমও আবর্তিত হয় যুদ্ধকে ঘিরে।

























বিভিন্ন ওয়েভসাইট হতে সংগৃহীত ও অনুবাদ কৃত।

মন্তব্য ১৬ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

যোগী বলেছেন:
কি যেন একটা ব্লাক বেয়ার্ড ভাইকিং এর অনেক নাম সুনেছিলাম

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৪

মুকুল সালাহউদ্দীন বলেছেন: ব্লাক বেয়ার্ড ভাইকিং

বুঝলাম না বা জানিনা এই ব্লাক বেয়ার্ড ভাইকিং ব্যাপারে, তবে দেখতে হবে।ধন্যবাদ যোগী মশায়।

২| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০২

নীল বরফ বলেছেন: ভালো পোস্ট। :)

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৫

মুকুল সালাহউদ্দীন বলেছেন: ধন্যবাদ মন্তব্য করার জন্য, আর অনুপ্রাণিত করার জন্য।

৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫০

ফারিয়া বলেছেন: গুড ওয়ান!

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১০:৫৬

মুকুল সালাহউদ্দীন বলেছেন: ধন্যবাদ ফারিয়া ভাই, অনুপ্রাণিত ও খুশি হলাম , আপনার মন্তব্য দেখে। ভাল থাকুন।

৪| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:০৭

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: ভালো হয়েছে! আরো একটু জানলে মন্দ হত না।

০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১১:১৫

মুকুল সালাহউদ্দীন বলেছেন: আসলে ভাইকিংস সর্ম্পকে খুবই কম তথ্য পেয়েছি, তাছাড়া যা পেয়েছি তাও অনুবাদ করতে ও ছন্দ ময় করে লিখতে বেশখানিকটা সময় লেগেছিল, বেশী লম্বা করে লিখলে পাঠক পড়তে চায়না , তায় চেষ্টা করেছিলাম কম লিখে মুল সারর্মমটা জানাতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।

৫| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ২:০০

মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: আমাদের ডিপার্টমেন্টের ফুটবল টীমের নাম ভাইকিংস B-))

গুড পোস্ট ।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫০

মুকুল সালাহউদ্দীন বলেছেন: আপনার ডিপার্টমেন্টের ফুটবল টিম ভাইকিংস এর মত শক্তিশালী ও সাহসী হোক।

৬| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:২২

সাদা মনের মানুষ বলেছেন: পড়লাম, ছবিগুলো দেখে চমৎকৃত হলাম।

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪৯

মুকুল সালাহউদ্দীন বলেছেন: ধন্যবাদ বন্ধু,
আপনার ফেসবুক লিঙ্কটা দেন প্লীজ।

৭| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

মোনশেদ শুভ্র বলেছেন: এহ হে রে! করলেন কি ভাই। একটা বর্বর জাহাজী জাতির কুকির্তী এই রকম ভাবে তুইলা ধরলেন। এম্নিতেই বিয়ে করার পাত্রী খুজে পাচ্ছি না। |-) তার উপর এই রকম ইতিহাস শুনলে...... :(
লেখা ভাল লাগছে!

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪২

মুকুল সালাহউদ্দীন বলেছেন: সত্তি কার অর্থে আামার পোষ্টের বিষয়টা - কোন ভাল বিষয় বা ভাল দিক নিয়ে নয়।

তবে জানার বিষয়।
দোয়া রইল আপনার কপালে ভাল সুন্দরী পাত্রী জুটুক।

৮| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৫

কালোপরী বলেছেন: I love vikings because of the movie How to train your Dragon :D :D

০৫ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

মুকুল সালাহউদ্দীন বলেছেন: ভাইকিংসদের যুদ্ধ কৌশল মুভি সত্তি উপভোগ্য , আমিও দেখেটি ছোট্ট একটি ডকুমেন্ট্রি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.