নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত ছোটগল্প

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়।

অসমাপ্ত ছোটগল্প

আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।

অসমাপ্ত ছোটগল্প › বিস্তারিত পোস্টঃ

""নতুন করে কেও পুরানো হালখাতা খুলে না''

২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৪১

জুনের ২ তারিখ,

ওই দিন আমার রিসার্চের প্রেজেন্টেশন ছিল, যথারীতি আমিই জানতাম না।

এক ফ্রেন্ডের ডায়ালাইসিস চলতেছিলো, ওইদিন ওকে ব্লাড দিতে গেছিলাম।

যে টেকনিশিয়ান আমার ব্লাড নিয়েছিল, তার কেন জানি মন খারাপ মনে হচ্ছিলো।

আমি বেডে শুয়ে বললাম, এতো মহান একটা কাজ করতেছেন, তার পরও মন খারাপ কেন ভাইয়া?

সে কড়া ভাবে জিগ্যেস করলেন, কি মহান কাজ করলাম? আজকেই কি প্রথম নাকি? আপনাকে দেখে মনে হচ্ছে টেনশনে মরে যাইতেছেন।

বুঝলাম আসলেই মন খারাপ, হাঁসি দিয়ে বললাম, আপনি আদর করে গুতো দিয়ে সূচটা ফুটায়া দিলে এইটা আমার

নাইন্থ টাইম হবে। আর এক জীবন থেকে আরেক জীবনকে জীবন দিয়ে বাঁচাচ্ছেন, এর চেয়ে মহান আর কি হইতে পারে?

মনে হল কথাটা শুনে তার মনটা ভালো হইছে।

একটু হাঁসিও দিলেন,

মানুষ তার কর্মের মাধ্যমে সন্মান চায়। ফ্রিতে পাওয়া সন্মান, দু-নল খোলা চৌবাচ্চার মতো।

ভাইটা বললেন, আর বইলেন না, একটা মেয়ে কে...

থামিয়ে দিয়ে বললাম, ভালোবাসতেন?

হ্যাঁ

সে বাসে নাই কক্ষনোই, বাসলে ছাইড়া যাইতো না।

দেখেন, যে আসে চলে যাবার জন্য, সে হচ্ছে ঝড়ের মতো।

হালকা সিগন্যাল দিয়ে হুট করে আসবে, এসেই তোলপাড় করবে, নিজেকে মাতাল মনে হবে।

আবার ঠিক ঝড়ের গতিতেই আপনাকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া যাবে গা।

তার জন্য কষ্ট পেয়ে নিজে ছোট করে অন্যের কাছে তাকে মহান করবেন না।

ব্যাগটা যখন টইটুম্বুর, আমিই বললাম, ব্লাড বেশী চলে গেছে, আমি পড়ে গেলে কিন্তু তুলে বেডে নিতে পারবেন না।

তাড়াতাড়ি খুলেন।

তিনি আমার নাম্বার রাখলেন, আমিও তার।

আমি মানুষটাই এমন, যেখানেই যাই মানুষের সাথে আত্মিক সম্পর্কে জড়িয়ে যাই।

আমার ছেলে প্রায় ১৫০০ নাম্বার। :D

যদিও কাওকেই ফোন দেই না।





গত শুক্রবারের কথা, একটা নাম্বার থেকে ফোন আসলো।

ভাই কেমন আছেন? আমাকে চিনতে পাড়ছেন?

হেঁসে বললাম, ভাই GP এখনও ৩জি দেয় নাই,

দিলে আমি আগে পাবো, আমার নাম্বার বাংলাদেশের প্রথম আইএসডি সিম, ইজি গোল্ড :D

[এইটা আমি খুব গর্ভ করেই বলি, আর একারণেই আমি এই সিমটা চেইঞ্জ ও করি না]

তাই আপনাকে দেখতে পারতেছি না, সরি।

ভাই আমি অমুক, ঐযে ব্লাড দিতে আসছিলেন।

আরেকটা নাম্বার থেকে ফোন দিছি,

বললাম ও আচ্ছা।

সে বললেন, ভাই একটা খুশীর সংবাদ আছে, আপনার ভাবীতো সব নতুন করে শুরু করতে চায়।

আমার চোখে অদৃশ্য তবে দৃশ্যমান তার সেই হাঁসিটাকে থামিয়ে বললাম, "ভাই নতুন করে কেও পুরানো হালখাতা খুলে না'

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০১৩ রাত ৯:৫৩

কালোপরী বলেছেন: হুম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.