নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অসমাপ্ত ছোটগল্প

তরুণদের ভাল কিছু করার আকাঙ্খা যখন তারনা দেয়, একটা দেশ তখনই অগ্রসর হয়।

অসমাপ্ত ছোটগল্প

আমি অসঙ্গায়িত। প্রতিনিয়ত পরিবর্তনশীল। আমি জোঁক। শেষ করে/ না দেখে ছাড়ি না। আমি ডিপেন্দেদ হতে ভয় পাই, ডিপেন্দেদ মানুষ আর কম্পিউটারের মধ্যে কোন পার্থক্য নাই। পছন্দ করি সব। অপছন্দ করি, কোনো কিছু অপছন্দ করা। আমার আখাঙ্খার কোনো সমাপ্তি নাই, তাই আমি অসমাপ্ত আমার মৃত্যুই সমাপ্তি না, তাই ছোটগল্প। অসমাপ্ত ছোটগল্প ।।

অসমাপ্ত ছোটগল্প › বিস্তারিত পোস্টঃ

Salatul Istisqa / সালাতুল ইসতিস্কা [বৃষ্টির জন্য নামাজ]

২৪ শে এপ্রিল, ২০১৪ রাত ৩:১১

হযরত আয়েশা বলেছিলেন, একদল মানুষ একবার নবীজি (সাঃ) এর কাছে বৃষ্টি না হওয়ার অভিযোগ করলো। তখন তিনি একটা মিম্বারের জন্য নির্দেশ দিলেন, এবং একটা নির্দিষ্ট দিনে সবাইকে একত্র হতে বললেন।



ওই দিনে তিনি সূর্য উঠার সাথে সাথেই এসে সেই মিম্বারে বসলেন, তার পর বললেন,

"তোমরা তোমাদের এলাকায় বৃষ্টির বিলম্ব হওয়ার জন্য অভিযোগ করেছো, কিন্তু আল্লাহ্‌ তোমাদের বলেছেন, তোমরা তার কাছে বিনম্র ভাবে বৃষ্টি কামনা করো, এবং তিনি তোমাদের অবশ্যই উত্তর দিবেন।"



এর পরে তিনি বলেন, এর পরে তিনি হাত তুলে দোয়া করলেন,

সকল প্রশংসা এক আল্লাহ্‌র, তিনিই অসীম দয়ালু, শেষ দিবসের মালিক।

আল্লাহ্‌ ছাড়া আর কোন ইলাহ নাই, এবং তিনি যা ভাল মনে করেন তাই করেন।

এবং শেষে বলেন,

আল্লাহ্‌ আমাদের বৃষ্টি দাও, এবং এই বৃষ্টির মাধ্যমে আমাদের শক্তি দাও এবং প্রশান্তি দাও।



এর পরে তিনি মিম্বার থেকে নেমে, ২রাকাত নামাজ আদায় করলেন।

এবং নামাজ শেষ হতে না হতে তখনই আল্লাহ্‌ সুবহানাল্লাহ তায়লার অনুমতিতে আকাশে মেঘ জমে, বৃষ্টির লক্ষন দেখা দিলো। এবং তিনি মসজিদে পৌঁছানোর আগেই বৃষ্টি নেমে এলো।

তখন জমায়েত হওয়া মানুষ গুলো দৌড়ানো শুরু করলো বৃষ্টি থেকে আশ্রয়ের জন্য, নবীজি (সাঃ) তা দেখে মৃদু হাসলেন। এর পর তিনি বললেন,

আমি সাক্ষী, যে আল্লাহ্‌ যে কোন কিছু করার ক্ষমতা রাখেন, এবং আমি আল্লাহর প্রেরিত রাসুল।



জুম্মার দিনেও এই আমল করা যায়, খুদবাতুল জুম্মার সময় ইমাম দোয়া করবেন, আর মুসুল্লিরা আমীন বলে সায় দিবেন।



বাংলা অনুবাদটাতে কেও কোন ভুল পেলে দয়া করে বলবেন।



Fiqh-us-Sunnah Volume 002, Supererogatory Prayer, Fiqh 2.039

Fiqh-us-Sunnah Volume 002, Supererogatory Prayer, Fiqh 2.036B



১। সোর্সঃ Click This Link Sunnah...



২। সোর্সঃ Click This Link



৩। সোর্সঃ https://www.google.com.bd/search?q=Salatul Istisqa...



৪। সোর্সঃ শেইখ আব্দুর রহমান আস-সুদাইসের আদায় করা Salatul Istisqa/সালাতুল ইসতিস্কা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:১৪

নিষ্‌কর্মা বলেছেন: হুসেন এরশাদ তার শাসনামলে একবার বহু নাটক করে এই নামাজ পড়িয়েছিলেন। সে জন্য আবহাওয়া রিপোর্ট গায়েব করে দেওয়া হয়েছিল। =p~ =p~

২| ২৫ শে এপ্রিল, ২০১৪ রাত ৮:২০

sania বলেছেন: Nice post.

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.