নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ\'ম এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন!

মাহির মুনিম

পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!

মাহির মুনিম › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে আমার

১১ ই জুলাই, ২০১৪ রাত ১১:২৯

হাত ধরা, ছায়ার সাথে ছায়া মিলিয়ে হাটা

ক্ষণিকের জন্য বিচ্ছেদ, মীমাংসায় কাছে আসা

কথায় কথায় কবিতা বুনা,

নিজেদের মতো আবৃতি করা

মনে পড়ে আমার !!



সৃতি ধরে রাখার জন্য সৃতি তৈরি করা

কিছু অঘটন, নীরবে তোমার যতন,

দ্বিপ্রহরের প্রখর গরম

নরম হাতে আঁচল দিয়ে মুখ মুছে,

নিয়মের দায়ে তোমার কাঁদে বরণ

হঠাৎ কর্তব্যের পরিবর্তন,

স্বীকার করে নিজেদের মতো নিজেদের প্রত্যাবর্তন

দুরতিক্রমণীয় একটা সময়

মনে পড়ে আমার !!



রাতের আঁধারে মিথ্যায় জমানো সত্য

দগ্ধ কিছু ক্ষণ, দুর্বোধ ভাষায় বুঝা খুঁজে

ঝিঁঝিঁ পোকার ডাকে কথার অন্য ছলে,

আবার ফেরা নিজেদের প্রণয়ের মেলায়

দুর্গম রাতে জীবনের স্বপ্নে হারিয়ে যাওয়া

বলে ফেলা;

কীসের এতো ভয় আমি আছি তো_____

মনে পড়ে আমার !!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৪:৫৪

মকসুদ মনি বলেছেন: "কিসের এতো ভয় আমি আছি তো"-----কি অদ্ভুত এক শব্দ সম্ভার--- এই কথা গুলো কেউ শুনে সুখী হয়; কেউ সুখ প্রশান্তিতে ভেসে যায় বলতে পারায়।

২| ১৪ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:০১

আহসানের ব্লগ বলেছেন: এই লেখা লেখির একটি অনবদ্য জগতে আপনাকে স্বাগতম, :)
ভালো থাকবেন,
লিখবেন,
পড়বেন
এবং মন্তব্য করে অন্য লেখক দের উৎসাহিত করবেন। :-B

১৬ ই জুলাই, ২০১৪ রাত ১:৪২

মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ !!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.