নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ\'ম এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন!

মাহির মুনিম

পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!

মাহির মুনিম › বিস্তারিত পোস্টঃ

ফিলিস্তিন এবং কিছু দৃশ্য

১৪ ই জুলাই, ২০১৪ দুপুর ১২:২১

যে হাতে কাগজের খেলনা, নেই চোখে শঙ্খা

সেখানে আনন্দের বদলে মা হয়ে যান শঙ্কিতা

পৃথিবী ধ্বংস হয়ে যাবার চিন্তা নেই

যতদিন আছে ততোদিন বাঁচার আশা তাদের এই,

নেই কি পাশে কেউ? কেই নেই?

এই কথা গুলো ওদের মতো করে বুঝার??



বুঝার মতো কেউ নেই থেকেও

দেখি যেহেতু দেখার বিষয়।



দেখার বিষয় বলে দেখি বোমার ফাটানোর খেলা,

বক্ক ফাটার একটি মুখ ছেলের জন্য মায়ের

দেখার বিষয় বলে দেখি পাশে নেই দাঁড়াবার সাহস

কিন্তু সবে মাত্র ইশকুলের গণ্ডি পেরোয়'নি

তার হাতে পাথরে একটুকরো; ট্যাংকের সামনে

এই বুঝের ব্যাখ্যা কি? জানা নেই কারো?



এই শিশুদের সীমিত জ্ঞানের পরিচয়ে

হারিয়ে গেল জাতিসংঘ?

হারিয়ে গেল এমন গোটা রাজ্যের শাসক?



ঝরছে কিছু নিষ্পাপ জীবন

কলিজা ফেটে যায় তখন

যখন বোমার আঘাতে জর্জরিত মাত্র ৩ বছর বয়সের শিশু

মৃত্যুর আগে চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে -

"আমি আল্লাহর কাছে সব বলে দেব"

সে কিন্তু বলে দিবেই........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.