![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
ফিরছি, পুরনো সভ্যতায় অভিমান বাঁধা ঘরে
দেখছি, ভাবছি চোখের দেখাও ব্যথা জাগায় মনে
তোর নিঃশ্বাসে মিশে যাই, ভেতর বাড়ি ছুঁতে পাই
বিষণ্ণতার দখলে সৃতি, তোর ছায়ায় ঢুবে যাই
ভয়ে তোকে হারিয়ে যাচ্ছি অসহায়ে বাঁধা পড়েছি
অসহায়ের আচরণ অবুঝ হয়ে দাঁড়ায়______
তোর বুঝার অন্তিম ঘটেছে আমি খুঁজেই যাচ্ছি
বারণ না শোনা মন_________
সাহস হচ্ছে না এই বলাটার তুই কারণ।
বিদ্ঘুটে অন্ধকার বাতাসে সাগরের ঢেউ শুনতে পাই
পার ধরে হেঁটে যাই তোর ছায়া মেখে গায়
সঙ্গীহীন, তোর সৃতির করুণায় মনের মায়ায়
তবুও এ প্রহর শেষ হয় বিস্বাদের চোখ মেলে
তারপরও ফিরে যাই________
অতীতের স্পর্শ মনে রেখে বর্তমানে ব্যথা পাই।
তবে উড়ে যাক নগরীর ধুলোবালি
তোর পদধ্বনির স্পর্শে কাতর হতে
সুখ গেঁথে থাক তোর বাড়ির সিতানের কোণে
মায়াবী এক প্রানহানীর মামুলী ফাল্গুন এঁকে।
©somewhere in net ltd.