নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ\'ম এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন!

মাহির মুনিম

পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!

মাহির মুনিম › বিস্তারিত পোস্টঃ

মৃত্যুদণ্ডটা বহাল থেকে যায় কারাগারে

২৭ শে জুলাই, ২০১৫ ভোর ৫:০৩

যদি কোন ভুল হয়ে যায় শোনো অষ্টপ্রহরের শেষে
শ্যাওলা ধরা দেওয়ালে জমে যায় জীবন নামের প্রহসয়ে
দুঃখ তোমার উড়ে বেড়ায় ধুলোর গায় এখানেই অসমও
কান্না গুলো দেখি আমি শীতল চোখে পাহাড় বেঁয়ে নামতে
তুমি বিকেলের পর্দায় মৃত দেহের ছায়া দেখো
অথচ তুমি মৃত্যু মেনে নিতে আগ্রহী নয়।

সময়ের সাথে বিজ্ঞাপনে বার্তার আগমন শুনি স্বপ্নের
ভালোবাসায় ঠাঁই হয়নি দেবদাসের, তার
চরিত্রে জমে গেছে কতশত কাব্য নিস্তব্ধতার, নিঃসঙ্গতার
বিবেকে বাঁধা পড়েছে নেহাৎ বেঁচে থাকাটাই পৃথিবীকে উৎসর্গ
এখানে স্বার্থ নেই, শুধুই ব্যর্থতাই পূর্ণতা
অথচ তুমি ব্যর্থতার ডুবে স্পর্শ করো নি, জানও নি।

সার্থকতাই এখন স্বার্থ হয়ে যায় তৃপ্তি মিঠাতে জীবনের
বিনিময়ের আশায় শহরে পা দেয়নি, আশায় আশা বেঁধে
এখানেই জন্ম হতাসার, এখানেই মৃত্যু প্রণয়ের খেলার!
কখনও রংধনু কিংবা পথের উড়ে চলা বাতাসে মাখা ধুলো
জোরদার সাক্ষী হিসেবে মৃত্যুদণ্ডটা বহাল থেকে যায় কারাগারে,
এখানে সবাই সুখী হয় নি, এখানে ভুলটার প্রতিবেদন তৈরি হয়।
দিন যাচ্ছে বলেই নিয়মেই ফিরছে নতুন বছর
অথচ এবারও দিন বদলায় নি নতুন বছর আসার পরও।

০৫/০৫/২০১৫ইং

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.