![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
; এ্যাই....
_ হুম!
; কেমন আছো?
_ রুদ্র সূর্যের মতো নির্দয়, শূন্যদৃষ্টি চোখে!
; কেনো?
_ আমার দৃষ্টিকে আহত করে এ কেমন ছবি!
; এখনো ভুলের ভিড়ে ঘুরছো ভুল বুঝে?
_পৃথিবীর আত্মা বুঝি---- প্রতিকৃতি অথবা বিরাট মরুবালুকা!
; তাই বলে চোখে জল আসবে?
_ আমার ইচ্ছা- হলে হোক ঝুরঝুর ভেঙে পড়া নগর সভ্যতায় সমুদ্র!
; অদ্ভুত এখনো ইগো নিয়ে আছো?
_ নিজেই জানি না নিজের অস্তিত্ব সম্যক কে বা কি!
; কেনো?
_ এখনো অদ্ভুত আবেগে মাথা চাড়া দিয়ে ওঠে প্রবল প্রতাপে!!
- কি ব্যাপার তোর কি হয়েছে একা একা ভিড় ভিড় করতেছিস? শরীর খারাপ নাকি রে?
: আরে নাহ কিসের খারাপ। দিব্যি আছি!
আচ্ছা নিজের সাথে নিজেই কথা বললে সেটা কিসের লক্ষণ? আমি কি অসুস্থ নাকি?
তাহলে পাগল হয়ে যাচ্ছি???
; কি ভাবছো?
_ সোনার পাখিটা হতে চাই, সোনালি ঝোপের ভেতর আবার গান গাবো!
; সম্ভব নাহ।
_ কেনো?
; যেদিন হারিয়ে গেছে সেদিন আর আসবে না কিংবা এ কালে!
_ দিন গুলো স্বার্থপর অথবা আমি!
; জানি নাহ!
_ হুম!!
; চাঁদ দেখো?
_ হুম!
; কেমন আছে ওরা?
_ দেখতে পাইনা ওদের! আকাশ চাঁদশূন্য, ইতহস্ত নক্ষত্রের দল, শুধু শুনি কোলাহল!
; তুমি তাদের বুঝতে পারছো না এখন।
_ হুম! আমার হৃদয়ে এখনো ঘটছে বোধের অতীত!
- তুই কি শৈবালে গিয়েছিলি?
: কিভাবে বুঝলি?
- নাহ! শৈবালে পিনিক ভালো হয়!
: ওহ! নাহ পিনিকে নাহ!!
- সেই থেকে দেখতেছি একা একা কথাই বলেই যাচ্ছিস বেটা!
: ওহ! না... এমনি...
আচ্ছা পিনিকে থাকলে কি এমন হয়! পাগলের মতো ননস্টপ কথা বলতেই থাকা নিজে নিজের সাথে....???
আজ হঠাৎ মায়াবতীকে মনে পড়েছে! আমার তো ওর সাথে কথা বলার কথা নাহ! আমি তো অথবা দিন গুলো স্বার্থপর.......
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:২৫
মাহির মুনিম বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ২:৩৮
চঞ্চল হরিণী বলেছেন: ভাব জগতের আভাস আছে লেখাটায়।