![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
ঘাড় মাথা শুভকায় দক্ষিণ আকাশ থেকে
সুবিশাল ডানা মেলে আমার মাথার ওপর দিয়ে,
খুঁজতে থাকে কি যেন হারিয়েছে
তারপর নিশ্চল বন্ধ ডানা,
ভেসে থাকে মহাশূন্যে; পথভ্রষ্ট পথে আসে
কিংবা রোদের ভাসানো বন্যাই হতে পারে,
তোমার উপমা......... এই ভাবনায়!
আমার ভাবনা জুড়ে থাকে নিষ্ট রাজদৃশ্য
দৃষ্টিসুখ অন্বেষার ইতি হলে ফিরে ও!
ফিরে যায় ওপরে ওঠে, বন্ধ ডানা, ভেসে থাকা
করুণ চিৎকারে ভেতর জুড়ে অন্য কে বলে-
এ জীবন জীবনের কাছাকাছি হারানো জীবন!!
শুধু মাথা কুটে মরা, কোনো পূর্ণতা নেই, প্রাপ্তি নেই
নিভৃতে গর্জন, শূন্য গন্তব্যে
যা কিছু অমৃত ছিল ক্ষয়ে ক্ষয়ে নিঃশেষিত শূন্যকুম্ভ আজ!
১৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:১৪
মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে।