![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসছো
ইদানিং এমন কাউকে, যে ঠিক আমার মতোই
তোমাকে ভালোবাসে, ভালোবেসে যায়,
তোমার উচ্চারিত প্রতিটি শব্দে কি গভীর মমতা;
যেন শব্দ নয়, টুকরো সোনা
সে ভাবছে, ওর মতো কে বুঝবে তোমার হৃদয়!
আফসোস একদিন,
সেই ছেলেটা অন্য কাউকে আমার মতো এভাবে বুঝাতে চাইবে।
আমি জানি তুমি আরেকটি হৃদয় ভাঙছো
ইদানিং, অথচ আমার কিছুই করার নেই
ওকে বললে ভুল বুঝবে, কতো কি খুঁজবে;
ঘাড় ধরে বলে দেবে, বলবে বেরোও
আফসোস একদিন,
সেই ছেলেটা এই ভেবে আর অন্য-কে বলতে চাইবে না।
আমি জানি তোমার এই ভালোবাসা
বড্ড ক্ষণিকের; ওকেও ছেড়ে যাবে সহসাই
অথচ সে জানবে না, সে আশার বসত কেন ভাঙে,
অঝোরে কাঁদবে বৃথা, ভুল খুঁজে বৃথাই বেড়াবে;
একটা ভাঙা গান সেও তুলে নেবে তার আহত গলায়।
আফসোস প্রতিদিন -
অতীতের স্পর্শে বর্তমানে ব্যাথা পাবে,
ভুলে যাওয়ার দিন গুলো ভুলতে চাইলে-
নিজেকে অযুক্তিক অসহায় মনে করবে!!
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ২:৩৪
ভ্রমরের ডানা বলেছেন:
প্রেম আর কবিতা কি তরমুজ ফালি! নিমেষেই গলে যাবে!
কবিতায় মাইনাস!