নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ\'ম এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন!

মাহির মুনিম

পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!

মাহির মুনিম › বিস্তারিত পোস্টঃ

অথচ দেখো

২০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৬

হাতে গুণা কয়েকটা সময়
এর মধ্যে আলো বদলায়
সাদা-কালো! যাই-বা থাক কিংবা ছিলো
রোদ আর চাঁদেরহাট কোথায় বসে?
তোমার শরীরে এবং কপালে;
ভেবে নিলাম!
ইদানীং ভাবনারাই ইতিহাস গড়ার কারিগর!

খুব যে একটা গভীর রাত গিয়েছে
আসলে তা না______
শব্দহীন শহর, নির্ঘুমের চোখ সীমান্তে
পাহাড় বেঁয়ে নেমে আসছে স্নানের জল
তুমি লজ্জায় মরতে মরতে এক সাহসিনী,
বাছবিচারহীন সবুজ হলুদে ক্ষেত!
দেখে নিলাম!
ইদানীং দেখার মাঝে তৃপ্তিদায়ক প্রতীক লুকায়িত!

অথচ দেখো অথচ বলে শেষ করা যায়
জীবনের মধ্যে জেগে থাকা জটিলতা
কিন্তু সেটা বিপরীত এই যেমন_____
ঘটনা এক সময় কাহিনী রুপে ছুটে
লাগামহীন! প্রাপকবিহীন!
পৃথিবীহীন গোলাপের মতো,
কারো হৃদয় কি নিশ্চিত হবে না?
নিঃসঙ্গই নিলাম!
ইদানীং নিঃসঙ্গ নির্জনতায় তোমাকে আবার চেয়ে নিলাম!

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.