![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
দিনে মানুষ রাতে হাওয়া!
একদিন এ মদে বসন্তের মাতাল শোণিত
দ্রাক্ষার মাংসল দেহে আছড়ে পড়েছিলো,
একদিন হাসিতে করেছে কে যেন করেছে-
উচ্ছল আঙুরের মুখ!!
আনন্দে উদ্ভাসিত হাওয়ায় হাওয়ায়;
মানুষই ভেঙেছে সূর্য শত খণ্ড
নামিয়েছে মাতাল হাওয়ার পাল!
উত্তুঙ্গ ঢেউ এবং দীর্ঘশ্বাসই বস্তুর সমুদ্র,
শূন্যতাকে আগ্রাহ্য করা অসম্ভব জেনে
ঢেউ এসে ধাক্কা দেয়- পূর্ণ করে;
পূর্ণ করে কালো পাদুকার শূন্য গহ্বর
হাত জড়িয়ে ধরে হাত,
চোখের কোলে জমে অশ্রুকণা;
পর্বত থেকে আমরা দেখতে থাকি
ফুঁসে উঠেছে, অতিকায় হয়ে যাচ্ছে, শূন্য হচ্ছে!
শূন্যতাকে ঢেকে দিচ্ছে সমুদ্রের ক্ষুদ্ধ জলরাশি!
দিগন্ত রেখায় লাগে অপরাহ্ণ সূর্যের লালিমা।
সমুদ্রে সাদা ঠোঁটে মিশিয়ে গিয়েছে যত
কপাটিলাগা দাঁত,
তবুও বলে যায় ইনিয়ে-বিনিয়ে বরাবর
তাদের হৃদয়ের গল্প,
রক্তের সাথে যাহা মিশেছে মন্ত্রের মতো!
''ভেবো আমার কথা এবং নিও আমার নাম
আমার জামার হাতায় চাঁদ এসে খেলবে যখন
যখন জোয়ার এলে জলের শরীর হবে জ্যোতির্ময় দেহ
তখন ভেবো আমার কথা এবং নিও আমার নাম।''
আচ্ছা থাক এখন এবং মেনে নিতে আমি বাধ্য
শিরায় শিরায় যতোসব নির্জন নিঃসঙ্গবোধ!
তবে এভাবে বরাবরের মতো আর কতো?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১২:২১
মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ রাত ১:৫২
শাহরিয়ার কবীর বলেছেন: মোটামুটি লাগলো
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩০
মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ।
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:২৭
স্বপ্নের_ফেরিওয়ালা বলেছেন:
খুব সুন্দর লিখেছেন ।
শুভ কামনা ।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৫:২৭
মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৫
ধ্রুবক আলো বলেছেন: বাহ! সুন্দর লেখনি.,,, কবিতাখানি পড়ে ভালো লাগলো
অভিনন্দন.,,+++