নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ\'ম এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন!

মাহির মুনিম

পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!

মাহির মুনিম › বিস্তারিত পোস্টঃ

আমি কি স্বীকার করবো?

১০ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৪০



আমি কি স্বীকার করবো কে আমি?
সব নামই আমার নাম কিংবা নামহীন,
পরিচয় আছে একটা বটে; তোমার ভেজা আয়নায়-
যে মুখাবয়ব প্রস্ফুটিত হয়ে ওঠে- তা আমারই!

ভাড়াটে খুনে আমি, খুনের অপেক্ষায়
চিরকাল এইখানে দাঁড়িয়ে কাটাবো বেলা,
ভাবখানা, এই মাত্র বাসটা বেহাত হয়ে গেলো-
অপরিচিত নই, তবু নামহীন! গন্তব্যে পৌঁছার তাগিদে,
যে গন্তব্যে আমার কোনোকালে পৌঁছানো হবে না আর।

যুক্তির এমন পথে মৃত্যুকে পাবে না, হারাবে অনেক কিছু
'দুর্ঘটনার শিকার'কে ঘিরে জনতার ফিসফিস শব্দের মতো!
বিস্ময়ে ভেবে যাই নরম গাছের প্রাণ আদৌ কি-
বেড়ে ওঠবে এ মাটির বুকে?

মর্যাদার ফ্রেমে আঁটা সুখী সজ্জনের ভঙ্গিতে বসে থাকি,
সব প্রস্তুতের এ পৃথিবী, সহজাত জন্মের পৃথিবী নয়;
সব স্বতঃসিদ্ধের বোঝা যথাস্থানে রেখে,
নির্লিপ্ত গৃহত্যাগ করবো একদিন!
হুম! কোনো একদিন!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৭

আহমেদ জী এস বলেছেন: মাহির মুনিম ,



হুমমমমমমম .... আমরা নিজের মন্দ কিছুকেই স্বীকার করিনা । মর্যাদার ফ্রেমে নিজের মুখটাকে ঢেকে ফেলি নির্বিকার !

সুন্দর লেখা ।

১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭

মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.