![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
কুয়াশার ভিড় তোমাকে গল্প সাজায়
চোখের জল রোদে পুড়ে যায়;
সহজ আকাশ দূরে সরে যায়,
স্মৃতি গুলো ধুলোয় উড়ে ঘুরে বেড়ায় অবলীলায়
বিষণ্ণতার বিষণ্ণ এক নামহীন ঠিকানায়,
জ্যোৎস্না স্নানে রাত গুলো হারায়;
আমার মুখের কোণিক ফোকর গলে পড়েছে কালি,
তুলনাবিহীন সুখে জর্জরিত আমি!
দু’চোখে বিষাদ মেখে, দু’হাত পকেটে রেখে
ইতস্তত পায়চারিরত;
পায়চারি সেরে নিয়ে নিরানন্দে শুতে যাই,
বুদ্ধির অনতিগম্যতায় অপ্রস্তুত রমণী তুমি
হাঁটু গেড়ে নিবেদন ছলে-
যখন লেহন করি তোমার সুকোমল হাত
সভয় চিৎকার নামে; যেন আমি নূতন মানুষ এখন,
কাগুজে আনন্দে মত্ত বেহেড মাতাল।
খোঁচাখুঁচি- খুনসুটি শব্দের ভিড়ে আমি!
আমার ঘরে বসে লিখছি কবিতা কিংবা তোমাকে;
সেখানে চাঁদ আসে, কিন্তু তুমি তখন এক বৃক্ষের নিচে!
আমি হাঁটি আর মৃত্যু নিয়ে ভাবি এবং দেখি
ঝড় এলে চাঁদও যায়, অন্ধকারে কবিতার পাতায়।
আমাকে মারে নি কেউ গলা টিপে!
রুপালি কলম আবদার করেছিলে তুমি,
তুমিই হাতিয়েছিলো সেই-
কলমের কালির সোনা ঝরা শব্দ গুলো;
সেই জন্য হয়তো কখনো আমার দুর্ভল অক্সিজেন নিয়ে,
টানা- হ্যাঁচড়া করতে পারেনি বহুগামী নারীর দল।
কেননা, আমি তো দেখেছিলাম তখন তোমাতে;
আমার জীবনে শ্রেষ্টতম ক্ষণ- এক পলক- এক চমক!
২| ১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:৪৯
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন, ভালো লাগলো।
শুভ কামনা
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৯
চাঁদগাজী বলেছেন:
মানুষের মাঝেও প্রকৃতি বেঁচে আছে