নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ\'ম এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন!

মাহির মুনিম

পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!

মাহির মুনিম › বিস্তারিত পোস্টঃ

নীরবতা এবং ভ্যাকুয়াম

২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:০৯



হঠাৎ করে দীর্ঘশ্বাস ফেলা হয়, তাই থামা।
আমি স্পষ্টভাবে আবদ্ধ বোদ করছি, তুমিও তাই!
তোমার চিন্তার একটি জাহাজের অলঙ্ঘনীয়’র মতো
সীমান্ত ছাড়াই চেয়েছে আরও অনেক কিছু!

কিভাবে এই অসীম এবং একটি বন্ধন
অজ্ঞাত হয়ে উঠে?
এটা ভ্যাকুয়াম হয়ে গেছে
আমি চোখ দিয়ে তাকিয়ে দেখি কেমন করে?
আমার পদক্ষেপ কি ঠেকাবে,
এই কেল্লাটি কি এই যাত্রায় পৌঁছবে?
এই সময়-
তুমি এবং আমাকে পৃথক করে একটি ভুল করেছো!

কেনো এই হৃদয় আজ একটি নূতন
ঝামেলা আবরণ করছে?
দুঃখের মালিকানাধীন এবং একটি ছায়া,
মত ছেড়ে যেতে পারে না।
হয়তো এই জাদুপথ বন্ধ করার জন্য
কোনো উপায় নেই!
হয়তো সময় এই সব পথে চলছে!
হয়তো এই মৃত্যু হয়!

নীরবতা এবং ভ্যাকুয়াম
আমাকে তোমাকে সম্পূর্ণরূপে ঠাকনা দিয়ে ঢেকে আছে!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৫ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:২৩

সেলিম আনোয়ার বলেছেন: হতে পারে !!!অলিক নয় #:-S

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৩৬

মাহির মুনিম বলেছেন: :)

২| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:০২

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লিখতে লিখতেই একদিন ভালো লিখবেন।


ভালো থাকুন সবসময় সবখানে।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪১

মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ।
আপনিও ভালো থাকুন আপনার অভ্যাসের ভেতর বাহির জুড়ে!

৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২২

জেন রসি বলেছেন: শুন্যতার ভেতর অস্তিত্ব।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৭

মাহির মুনিম বলেছেন: তবুও জীবন চলছে চলতি হাওয়ার।
ধন্যবাদ।

৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

কথাকথিকেথিকথন বলেছেন:



ভাল লিখেছেন । ভাল লাগলো ।

২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

মাহির মুনিম বলেছেন: অফুরন্ত ধন্যবাদ। ভালো থাকুন অভ্যাসের ভেতর বাহির জুড়ে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.