![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
একটা কালো মেঘের ডানা দেয় যে ঝলকানি
দারুণ বাতাসে নূতন বৃষ্টি ছিটিয়েছে
সূর্যের সময় তার একটি ছায়া,
বিভ্রান্তিকর এর মতো বিলীন হয়ে যাওয়া
যেন আঙুল দিয়ে শিলার উপর আয়াত লিখছে
এই পথ দিয়ে প্রস্থান করে।
সে কে? সে কি কোনো ধরণের বিভ্রম?
সে কে? সে কি স্বপ্ন দেখেছে?
বিভ্রান্তিকর বাতাস কি সোনার হরিণ?
দূরে উড়ে, বাতাসেরা কি তাকে ডানা দিয়েছে
নীল আকাশে সেই হাত দিয়ে, সে একটি
সাদা কবুতরের মতো উড়ে-
চোখে কল্পনা এবং বায়ুতাড়িত গন্ধ ধুম্রাদির মতো।
সে কে? সে কি কোনো ধরণের মনস্বস্তিবোদ?
সে কে? সে কি স্বপ্ন দেখেছে?
একটি দূরত্ব এবং একটি আয়নায় ভেসে থাকা
চিত্রের জন্য অনুসন্ধান,
একটি কোণে একটি বিস্ময়কর বাতির আলো,
আলো জ্বালিয়ে দেখছে-
সে কে? সে কি কোনো ধরণের অষ্টমাশ্চর্যবোদ?
সে কে? সে কি স্বপ্ন দেখেছে?
২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৪:৩৭
মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর কবিতাটি পড়ার সুযোগ করে দেওয়ার জন্য।
ভালো থাকুন আপনার অভ্যাসের ভেতর বাহির জুড়ে।
২| ২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৬
মেহেদী হাসান তামিম বলেছেন: ধন্যবাদ। আমি ব্লগে একেবারে নবীশ। এখানে মন্তব্য আকারে কবিতাটি দেবার জন্য দুঃখিত। আসলে আপনার লিখা এ চমৎকার কবিতাটি দেখে এটির কথা মনে পড়ে গেল। আরো এক আকাশ এমন শুভ্র কবিতা চাই।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯
মাহির মুনিম বলেছেন: পৃথিবীতে ইচ্ছাই হচ্ছে একমাত্র নিজস্ব সম্পত্তি সো এখানে দুঃখিত হবার কোনো কারণ নেই।
স্বাগতম আপনাকে ব্লগি এ। চেষ্টা করবো আপনার প্রত্যাশা পরিপূর্ণ করার জন্য।
সময় করে আপনার ব্লগে মুখোমুখি হয়ে আসবো
ভালো থাকুন ভালো থাকার প্রয়োজনে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪৬
মেহেদী হাসান তামিম বলেছেন: আপনার কবিতার শিরোনামেই অনেক আগে একটা কবিতা লিখে ছিলাম -
কে যেন! সে যেন
সে ই তো! সে ই। সে আসে
যায়! কে যায়! সে ই যেন
সে ই তো! সে চলে যায়
কেন তার এ আসা যাওয়া
যাওয়া, যাওয়া শুধু আর মাঝেমাঝে আসা!
কে তাকে খায় !
দ্বিধা ?
দ্বিধা ই হবে। দ্বিধাই তো। দ্বিধা ই
হায় দ্বিধা।