নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ\'ম এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন!

মাহির মুনিম

পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!

মাহির মুনিম › বিস্তারিত পোস্টঃ

এই দেয়ালগুলিতে

২৭ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৫:৪১



এটা কি ভোর নাকি সন্ধ্যা?
নাকি এটি সুবর্ণ শস্য এর ফসল হয়?

আমার অদ্ভুত ফুলের উপর
একটি স্নেহপূর্ণ মধু ঝরা হিসাবে
প্রতিটি মুহূর্ত একটি প্রজাপ্রতির মতো হয়ে
আমি জেগে উঠি, জীবন বাদ্যযন্ত্র হয়ে উঠে।

যখন জীবন খানি বুদ্বুদে চকচকে
তখন সব কিছুই উজ্জ্বল হয়ে উঠেছে,
শব্দের স্টিং এর উপর আঙুলের চাপ
অজানা অযান্ত্রিক সুরের জন্য অনুসন্ধান।

বিভ্রান্তিকর দ্বীপে, আশ্চর্য ল্যাম্প স্পর্শ করে
জিনের মতো কেউ এসেছে আমার আগে এখানে!
আজ…..
সন্ধায় সূর্যের রশ্মির মতো এই দেয়ালগুলিতে
সমুদ্রের ঢেউ এর মতো একটি লাইন হয়ে উঠেছে।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:১৬

রুলীয়াশাইন বলেছেন: সুন্দর সুন্দর

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪০

মাহির মুনিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা রইলো আপনার প্রতি।
ভালো থাকুন অভ্যাসের ভেতর বাহির জুড়ে।

২| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:২৫

নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর অনুভব, কবিতায় মুগ্ধতা

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৪৮

মাহির মুনিম বলেছেন: অফুরন্ত ধন্যবাদ। ভালবাসা ও শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন।

৩| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে পড়তে

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫১

মাহির মুনিম বলেছেন: ভালো লাগা প্রকাশের মাধ্যমে অনুপ্রানীত করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকুন।

৪| ২৭ শে অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:১০

রাসেল উদ্দীন বলেছেন: ভালো লিখেছেন!

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৩

মাহির মুনিম বলেছেন: প্রেরনাদায়ক মন্তব্য, ধন্যবাদ অনিঃশেষ।
ভালো থাকুন।

৫| ২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো

২৭ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৮

মাহির মুনিম বলেছেন: অফুরন্ত ধন্যবাদ। ভালবাসা ও শুভেচ্ছা রইলো।
ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.