![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
ছাব্বিশ বসন্ত এসে চলে গেলো,
বেখেয়ালি আমি!
গাছে গাছে হেমন্তের স্নিগ্ধ বাহার
শুষ্ক বনপথ
আশ্বিনের গোধূলির নিচে
জলের আয়নায়
প্রতিবিম্ব এঁকে যায় স্তব্ধ নীলাকাশ!
চারিদিকে তাকিয়ে দেখি চমৎকার পাখি ওরা
বুকের ভেতর ব্যথা, নেহাৎ চন্দ্রিমায় কিছু কথা
গোধূলির গানে কান পাতি, সেই যে প্রথম দেখা
ভালোলাগার সৃষ্টিতে হাঁটা
এসব বদলে যাবার আগেই কি আমরা বদলে যাবো?
গোলাপ গালে অশ্রুদানা মুক্তা দাঁড়ায়
রূপের দেবীর নিজেরই বুঝি কান্না এই,
দাঁড়িয়ে আমি অবাক, দেখি
দেখেই শুধু ইচ্ছে জুড়ায়!
আহারে ভালোবাসা, আহারে সেই তুমি!
৩১ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:২৫
মাহির মুনিম বলেছেন: অনেক অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা এবং ভালোবাসা রইলো।
ভালো থাকুন।
২| ০১ লা নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৫
ইসমাইলহোসেন০০৭ বলেছেন: বয়স অনেক সহজে অগোচরে চলে যায়। সেটা বুঝা যায় পরে।
১৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১১
মাহির মুনিম বলেছেন: জ্বী ভাই,
ভবিষ্যতে যখন আমরা পেছনে ফিরে দেখবো, তোমার মনে পড়বে-
সেই সব কথাই যা নিঃশব্দে শুনেছি আর ধীরে ধীরে পাড়ি দেওয়া পথ!
সব হাউকাউ, বিপ্লব, আন্দোলন শেষ হয় একটা নিস্তব্ধতায়।
ধন্যবাদ। ভালো থাকুন।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৫
ইফতেখারুল মবিন বলেছেন: খুব ভালো লাগলো!!