নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ\'ম এভরিথিং ইউ ক্যান ইম্যাজিন!

মাহির মুনিম

পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!

মাহির মুনিম › বিস্তারিত পোস্টঃ

মহাবিশ্বের একটি মূল্যবান হাত!

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:২২



জানার জন্য এসে তুমি জেনে যাও
তুমি একান্তুই আমার নয়, কিংবা
জানার জন্য এসে তুমি জেনে নাও
আমিও একান্তই তোমার নই।

আমার অতীত আমায় দেখে হাসে এখন
একটা ভবিষ্যৎ সেটা এখন আমাদের হয়ে নয়,
বর্তমানের মূহুর্ত গুলো স্মৃতিগুলোতে তীর গাঁথছে!

ভাবতাম! ভাবনাতেই তুমি মানেই জীবন
তুমিই হৃদপিণ্ডের কম্পন,
এসব ভেঙে এখন আমার মধ্যেই আমি জর্জরিত।

অপ্রত্যাশিত হয়েছে সব, এখন কিভাবে?
এখন তোমার কথা বলতে পারবো না, এটা কি?
ভুল দ্বিতীয় একটি ভগ্নাংশ ঘটেছে,
এটা দুঃখের একটি বন্যা হিসাবে হানা হয়
আমি তোমাকে ছাড়া অস্তিত্ব না, এই মূহুর্ত বলছে!

অথচ
তুমি আমার শেষ এবং তুমিই আমার চ্যালেঞ্জ
আমার চ্যালেঞ্জ এই মহাবিশ্বের একটি মূল্যবান হাত!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৩৮

জাহিদ অনিক বলেছেন:

হাতে থাকুক হাত, বন্ধন অটুট !

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৮

মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন। :)

২| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২

তারেক ফাহিম বলেছেন: তুমি আমার শেষ এবং তুমিই আমার চ্যালেঞ্জ
আমার চ্যালেঞ্জ এই মহাবিশ্বের একটি মূল্যবান হাত!


অটুট থাকুক।

১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৪:৫৯

মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ। অভ্যাসের ভেতর বাহির জুড়ে ভালো থাকুন। :)

৩| ১৭ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৫:২০

রাইসা হাছনাত নীলুফার বলেছেন: আমার অতিত আমায় দেখে হাসে।


ভালো লেগেছে।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৩

মাহির মুনিম বলেছেন: ধন্যবাদ। ভালো থাকুন।

৪| ১৭ ই নভেম্বর, ২০১৭ রাত ৮:২৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

১৮ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:০৫

মাহির মুনিম বলেছেন: অফুরন্ত ধন্যবাদ। ভালো থাকুন :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.