![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পাশে নেই তাতে কি হয়েছে, কথা গুলোর স্পর্শ পাচ্ছি- এই তো জরুরি খবর!!
আমাদের ব্যস্ততা
রাতের বালিশে দীর্ঘশ্বাস নেয়
আদর যত্ন সোহাগে,আবেগে, খুনসুটিতে
আবার অপরাধীর মতো
তোমার নির্ভরতার নির্ঘুমের বিচরণে!
অথচ শীতের রাত শেষে ঘুম থেকে জেগে দেখি
তোমার মৃদুভাব ছলছল চোখে আমার শুভ সকাল!
অভিমান, না ভাঙানো শহরে তুমি
কবিতার ব্যঞ্জনা, আপসে নিও ব্যথা
নেহাৎ তুমি ইচ্ছেময়ী ভালোবাসায় স্নিগ্ধচিল,
সংসারের বাড়তি চাপে টেবিলে খাবার!
তুমি ফাগুনের বুকে, চৈত্রের মায়া
হাঁটু জলে ছায়ায় নীরবতা!
আমি ভুল করি না, ছুঁইতে নামি
দেখি কাঁপে বয়স অধীরতা।
ছায়াটা আরেকটুপর কেটে পড়লো
শব্দ করলো রাতজাগা পাখি,
মেলে ধরা বুক, ধুকপুক ঝরা অসুখ!
আমি কী তার খোঁজ রাখি?
আমি আন্তরিকভাবে দুঃখিত,
হয়তো অন্যকিছু করার সম্ভব ছিলো না বলে।
যা কিছু ঘটে গেলো
তা নিয়ে আমার এই দুঃখবোধ!
১৮ ই জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৪৬
মাহির মুনিম বলেছেন: রাজীব ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১৮ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৪০
রাজীব নুর বলেছেন: মুনিম ভাই সুন্দর কবিতা লিখেছেন।