নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার একাকি ই ভালো লাগে! অবরুদ্ধ বসবাসেও সারা দুনিয়াকে স্পর্শ করতে ভালো লাগে! আমি আমার খোলস হতে বের হতে পারি না! বের হলেও সে মুক্তি আমাকে যন্ত্রনা দেয়!অন্ধকারের নিস্তবদ্ধ,দীপ্তিহিন নক্ষত্র আমি!অতঃপর,নতুন পরিচয় প্রাপ্তির অপেক্ষায়..........

অন্ধকারের নক্ষত্র

অন্ধকারের নক্ষত্র › বিস্তারিত পোস্টঃ

পাসপোর্টএ নাম পরিবর্তন করবো কীভাবে?

২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:২১

আমার ssc এবং hsc সার্টিভিকেটস এ নাম M.A MUNIM !কিন্তু আমি আমার পাসপোর্টে নাম দিয়েছি MOHAMMAD ABDUL MUNIM !কারন পাসপোর্টে MD/MA লিখতে নিষেধ করা ছিল!ভিসা পেতে জটিলতা হতে পারে ভেবে নাম পরিবর্তন করতে চাচ্ছি!এখন আমার করনীয় কি? কানাডা প্রবাসী কেউ থাকলে ,সারা দিবেন প্লিজ!কানাডা সংক্রান্ত ব্যাপারে কিছু জিজ্ঞাসা ছিল!!

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৪৯

ঢাকাবাসী বলেছেন: পাসপোর্টের ফর্ম ফিল আপ করার সময় MD / MA এসব লেখা যাবেনা নির্দেশ নকল করে আমলা হওয়া পাসপোর্ট অপিসের ...রা দিসিল মনে অয়। আমার নাম যা তাইতো লিখব, নাকি! নাম পরিবর্তন করতে হলে আবার ফর্ম ফিল আপ করে টাকা দিয়ে পরিবর্তন কথা লিখে সাপোর্টিং ডকুমেন্ট সহ এপ্লাই করতে হবে। ফি আগে ছিল ৩০০০ টাকা এখন বোধ হয় ব্যাটারা ফি ডবল বা আরো বেশি করে ফেলেছে! রক্ষা নেই!

২| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

আমিনেই বলেছেন: ভাই, ভিসা পেতে জটিলতা কেন হবে? মুসলিম নামের জন্য!? আপনার রিলিজিয়াস ওরিয়েন্টেশন জানি না তবে ভিসার ভয়ে আপনার সুন্দর নামটি সম্পূর্ন দেখাতে সংকোচ বোধ করছেন? একটু ভাবুন।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

অন্ধকারের নক্ষত্র বলেছেন: না ভাই আমিনেই!আমার নাম নিয়ে আমার কোন আফসোস নেই!আমার সার্টিফিকেট এ এম.এ মুনঈম দেওয়া! কিন্তু পাসপোর্টে মোহাম্মাদ আব্দুল মুনঈম!এ অবস্থায় যে কোন ভিসা পেতে সমস্যা হবে কি হবে না আমি জানি না! তবে দুই যায়গায় একই নাম হলে ভালো হবে বেবে নামটি পরিবর্তন করতে চাই!

৪| ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:৫১

অন্ধকারের নক্ষত্র বলেছেন: বলেছেন: না ভাই আমিনেই!আমার নাম নিয়ে আমার কোন আফসোস নেই!আমার সার্টিফিকেট এ এম.এ মুনঈম দেওয়া! কিন্তু পাসপোর্টে মোহাম্মাদ আব্দুল মুনঈম!এ অবস্থায় যে কোন ভিসা পেতে সমস্যা হবে কি হবে না আমি জানি না! তবে দুই যায়গায় একই নাম হলে ভালো হবে বেবে নামটি পরিবর্তন করতে চাই!

৫| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ৩:০২

কেএসরথি বলেছেন: বাসায় গিয়ে রিপ্লাই দিব।

৬| ২৫ শে নভেম্বর, ২০১৫ ভোর ৪:৩৪

কেএসরথি বলেছেন: বিশাল এক পোস্ট লিখছিলাম, ভূল বাটনে চাপ পড়ে সব হাওয়া হয়ে গেছে। :(

যাই হোক, আপনার মতো আমারও সমস্যা হইছিল। পাসপোর্টে নাম এক - আর সার্টিফিকেটে আরেক। গেলাম পাসপোর্টের নাম বদলাইতে - তারা বলে "এস.এস.সি সার্টিফিকেটে যা আছে তাই পাসপোর্টে থাকবে"। তাহলে সার্টিফিকেটে নাম বদলাইতে চাই।

সেটার জন্য আবার আবেদন করতে হবে আলাদা জায়গায়। পত্রিকায় নাম সংশোধনী ছাপতে হবে, স্কুলের প্রিন্সিপালের কাছ থেকেও স্বাক্ষর করাইতে হবে, সেগুলো নিয়ে ঢাকা বোর্ডে যেতে হবে - বুঝতেই পারছেন আমি নাম না বদলায়ে ভাগছি। আমার হাতে সময়ও কম ছিল।

ভিজিট ভিসার জন্য সার্টিফিকেটে সমস্যা হবে না। আর পড়ার জন্য যদি আসেন, তাহলে এ্যাপ্লিকেশনের সাথে নোটারি পাবলিকের একটা সংশোধনী কপি দিয়ে দিতে পারেন। তবে এরা এসব কিছুই দেখবে না। তারা মূলত আপনার পড়াশোনার হিস্টরী (কোন সাবজেক্টে পড়েছেন) আর কানাডায় কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন ওগুলো মিলিয়ে দেখবে - আর টাকা-পয়সার ব্যাপারটাও দেখবে।

৭| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৩৪

অন্ধকারের নক্ষত্র বলেছেন: ks rothi vai, ami imigretion visai canada jete cai!name er ei bapar ta ki kno problem korbe?

৮| ২৫ শে নভেম্বর, ২০১৫ সকাল ৭:৫০

কেএসরথি বলেছেন: ইমিগ্রেশন কোন ক্যাটাগরীতে ? ফ্যামিলি নাকি ফেডারেল? একটু বিস্তারিত বলেন।

৯| ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:০২

অন্ধকারের নক্ষত্র বলেছেন: fedarel!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.