![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা কি জানেন, আমাদের এ ভারতবর্ষ থেকেও রাসূলুল্লাহ (স) এর একজন সাহাবী ছিলেন? উনার নাম তাজউদ্দিন (রা)। উনার ইসলাম গ্রহণের গল্পটাও খুব চমকপ্রদ। আজ সে কাহিনীই লিখব।
দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের চেরা রাজবংশের শাসকদের রাজ উপাধি হচ্ছে চেরামান পেরুমল।এই রাজবংশেরই শেষ রাজা পরিবর্তীতে হয়েছিলেন একজন সাহাবী।
তখনকার সময়ে জোছনাযাপন বা বসে বসে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখার মত বিলাসিতা সাধারণ মানুষ করত না। রাত নামার পর খেয়েদেয়ে ঘুমিয়ে পড়াই ছিল প্রধান কাজ। তাই তখন রাসূলুল্লাহ (স) দ্বারা যে রাতে অল্প সময়ের জন্যে চাঁদ দ্বিখন্ডিত হয়েছিল, তা খুব বেশী মানুষের দেখার সৌভাগ্য হয় নি বলেই ধারনা করা যায়। কিন্তু হেদায়েত ভাগ্যে থাকলে ঠেকায় কে?
কেরালা রাজ্যের তৎকালীন াাারাজা তাজউদ্দিন (রা) এক পূর্ণিমার রাতে অবাক হয়ে লক্ষ্য করলেন যে, চাঁদ দ্বিখন্ডিত হয়ে গেল। তিনি এ ব্যপারে খোজখবর নেয়া শুরু করলেন।পরবর্তীতে কেরালায় আগত আরব বণিকদের কাছ থেকে নাবী মুহাম্মাদ(সাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর চাঁদ দ্বিখন্ডিত করার মুযিযার কথা জানতে পেরে তিনি মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দেখতে উদগ্রীব হয়ে পড়েন।পরবর্তীতে রাজ্য ভাগ করে দিয়ে মক্কায় চলে যান এবং রাসূলুল্লাহ (স) এর সাক্ষাত লাভ করেন এবং ইসলাম ধর্মে দীক্ষিত হন।রাসূলুল্লাহ (স) তার নাম রাখেন তাজউদ্দিন।
আবু সাঈদ খুদরী (রা) এর বর্ণনায়,চেরামান পেরুমল এক বয়াম রসুনেন আচার উপহার দেন।এরপর তিনি ইসলামে দীক্ষিত হন।নাবী মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তার নাম রাখেন তাজুদ্দিন।
সতের(১৭) দিন তিনি নাবীজির সাথে ছিলেন।পরবর্তীতে মালিক বিন দিনার (রাঃ) কে সাথে নিয়ে মাতৃভূমিতে ফেরার পথে ওমানে ইন্তেকাল করেন।সেখানেই তাঁকে সমাহিত করা হয়।তিনি মালিক বিন দিনার(রাঃ)এর বোনকে (রাজিয়া-রাঃ) বিয়ে করেন।পরবর্তীতে মালিক বিন দিনার(রাঃ) ও রাজিয়া(রাঃ) কেরালায় চলে আসেন এবং আমৃত্যু ইসলাম প্রচারের কাজে নিজেদের নিয়োজিত রাখেন।
তথ্যসূত্রঃ
আল তাবারি রচিত নাবী মুহাম্মাদ(সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবনি।
২| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৫৬
অন্ধকারের নক্ষত্র বলেছেন: ধন্যবাদ ভৃগু ভাই!
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
হরিপদ কেরাণী বলেছেন: অজানা বিষয় জানলাম। খুবই ভালো লাগলো।
৪| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩
অন্ধকারের নক্ষত্র বলেছেন: ধন্যবাদ ভাই
৫| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪০
কিবরিয়াবেলাল বলেছেন: ভালো লাগল ।
৬| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭
শার্লক_ বলেছেন: ভাল একটা বিষয় জানালেন। ধন্যবাদ।
৭| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২০
অন্ধকারের নক্ষত্র বলেছেন: আমি কৃতজ্ঞ আপবাদের প্রতি, পোস্টটি পড়ার জন্যে!
৮| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৭
গ্রিন জোন বলেছেন: আহারে তাজউদ্দিন রা. যদি ফিরতে পারতেন মাতৃভূমিতে? কি হতো খুব জানতে ইচ্ছে করছে।
৯| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:০৩
ইমরান আশফাক বলেছেন: আমি ব্যাপারটা খুব একটা ভালো জানতাম না, ছাড়াছাড়াভাবে জানতাম। যেমন উনার নাম যে স্বয়ং নবীজি তাজুদ্দীন রেখেছিলেন এটা জানতাম না। কারন উদ্দীন নামটা আরব বিশ্বে তেমন প্রচলিত নাম নয়।
১০| ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪৯
অন্ধকারের নক্ষত্র বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ! উদ্দিন "তেমন একটা প্রচলিত না হলেও একেবারে অপ্রচলিত ছিল না!
১১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:২০
রক্তিম দিগন্ত বলেছেন: এইটা সত্যিই অজানা ছিল। জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
১২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩১
এক নিরুদ্দেশ পথিক বলেছেন: জানা ছিল না!
১৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৫
তট রেখা বলেছেন: রাজা ভোজের ইসলাম গ্রহণের ভবিষ্যদ্বাণী হিন্দুদের ধর্ম গ্রন্থ ভবিষ্য পূরাণে উল্লেখ আছে। রাজা ভোজ পরবর্তীতে আব্দুল্লাহ যার সমাধি এখনো মধ্য প্রদেশের যরে বিদ্যমান। রাজা ভোজ চন্দ্র দ্বিখন্ডিত হওয়া দেখে প্রতিনিধি পাঠিয়েছিলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া সাল্লাম এর কাছে।
আপরদিকে রাজা চেরুমান পারিমল মালাবারের রাজা ছিলেন চন্দ্র দ্বিখন্ডিত হওয়া দেখে তিনি নিজ ছেলেকে রাজত্ব পরিচালনার দায়িত্বে নিয়োজিত করে মক্কায় রওনা হয়েছিলেন। ফিরতি পথে তিনি ইয়েমেনের পোর্ট জাফরে মৃত্যু বরণ করেন, সেখানে এখনো তার সমাধি আছে।
আল্লাহই ভালো জানেন উপরোক্ত দুটি ঘটনার মধ্যে কোনো যোগ-সুত্র আছে কিনা?
ধন্যবাদ ঘটনাটি স্মরণ করিয়ে দেয়ার জন্য।
১৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৭:৪৭
শূণ্য পুরাণ বলেছেন: অজানারে জানিলাম,ধন্যবাদ
১৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:২৫
গোধুলী রঙ বলেছেন: ধন্যবাদ, উইকিপেডিয়ার নন আরব সাহাবী এই আর্টীকেলে "চেরামান পেরুমল" - রাজার নাম উল্লেখ আছে, কিন্তু এত ডিটেইল জানা ছিলো না। অনেক ধন্যবাদ আপনাকে।
আল্লাহ সর্বশ্রেষ্ঠ জ্ঞ্যনি।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৩
অন্ধকারের নক্ষত্র বলেছেন: ধন্যবাদ !গোধুলী রঙ ভাই
১৬| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৪
অন্ধকারের নক্ষত্র বলেছেন:
১৭| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৪
স্বপ্ন দিশারী বলেছেন: নতুন কিছু জানলাম,,, ধন্যবাদ।
২৮ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৮
অন্ধকারের নক্ষত্র বলেছেন: ধন্যবাদ।
১৮| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:২৫
উচ্ছল বলেছেন: চেরামান পেরুমল হিসেবে জানতাম। এখন জানলাম মূল নাম তাজউদ্দিন। ধন্যবাদ।
১৯| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৪৫
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তথ্যটি প্রথম জানলাম ।
ভাল লাগলো ।
২০| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৪
কল্লোল পথিক বলেছেন: জানা ছিল না। জেনে ভাল লাগল অনেক ধন্যবাদ।
২১| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৩৭
ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: জানা ছিল না। জানানোর জন্য ধন্যবাদ
২২| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
কি করি আজ ভেবে না পাই বলেছেন: গিয়াস উদ্দিন লিটন বলেছেন: তথ্যটি প্রথম জানলাম ।
ভাল লাগলো ।
আমিও তাই..........অনেক ধন্যবাদ।
প্রিয়তে।
২৩| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:০৩
আমি যাযাবর বলিছ বলেছেন: আলহামদুলিল্লাহ
২৪| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২২
প্রামানিক বলেছেন: একটা অজানা ঘটনা জানা হলো। ধন্যবাদ
২৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৭
অন্ধকারের নক্ষত্র বলেছেন: সবাইকে ধন্যবাদ!আমার পোস্টটি পড়ার জন্যে!সব শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তায়া'লার! যিনি আমাকে লিখার তাওফিক দিয়েছেন! আলহামদুলিল্লাহ!
©somewhere in net ltd.
১|
২৭ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: জানা ছিল না। জেনে ভাল লাগল।
সত্যকে যে সন্ধান করে সত্য তার কাছে ধরা দেবেই।
পোষ্টের মাধ্যমে তথ্য জানানোয় ধন্যবাদ।
+++